নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নঞচ

লা অ্যালবাট্রস

নঞচ

লা অ্যালবাট্রস › বিস্তারিত পোস্টঃ

আজি ঝরঝর মুখর বাদল দিনে....

০৩ রা জুন, ২০১৫ দুপুর ১:২২

...... ঘুম থেকে উঠেই দেখি আকাশটা মন ভার করে আছে! বাথরুমে গিয়ে ব্রাশ করতে করতেই শুরু হলো: ঝমঝম...ঝমঝম... :-)




মোটেও ভাববেন না যে, এ আর কি! রোজই তো বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ভাসিয়ে নিচ্ছে! আপনি আমি খুব ভাগ্যবান; ঘরে বসেই প্রকৃতির খুব খুব চমৎকার একটা ব্যাপার উপভোগ করতে পারছি আমরা!!




আসলে বৃষ্টি পৃথিবীর অনেক জায়গায়ই হয়। ট্রপিক্যাল রেইনফরেস্টগুলোতে তো সারাবছরই বৃষ্টি লেগে আছে; ড্রাই সিজন বলে কিছু নেই ওখানে। ছাতা ছাড়া যদি বের হন, ভিজতে আপনাকে হবেই! কোনো মাফ নেই!! :-D




বৃটিশ দ্বীপপুঞ্জেও বৃষ্টি হয় সারাবছরই। কিন্তু ওই বৃষ্টি দেখলে আপনার মায়া হবে;এই-আছে-এই-নেই টাইপের বৃষ্টি!! ঝমঝমিয়ে আসমান ভাঙা বৃষ্টি কাকে বলে তা ব্রিটিশরা জানে না। ঝমঝমিয়ে বৃষ্টির অদ্ভূত সৌন্দর্য থেকে ওরা বঞ্চিত। ওরা যে বৃষ্টির নাম "কুকুর-বিড়াল"( ক্যাটস & ডগস) দিবে এতে অবাক হওয়ার কিছু নেই!!




রেইন আর রেইনিসিজন ব্যাপারটা কিন্তু এক না। ব্যাপারটা অনেকটা আলুভাজি আর ফ্রেঞ্চফ্রাইয়ের মতো। বাসায় বারোমাস আলু খেতে খেতে অসহ্য লাগে, কিন্তু স্বপন মামার ফ্রেঞ্চফ্রাই দিব্যি চলে!! ;-)




সত্যি কথা বলতে কি, বর্ষাকাল ব্যাপারটা আছেই পৃথিবীর মোটে তিনটে জায়গায়:

** মেডিটেরানিয়েন বা ভূমধ্যসাগরীয় অঞ্চল। যেমন তুরস্ক, ইতালি, গ্রীস।



** সাভানা অঞ্চলে। যেমন আফ্রিকার বিস্তৃত তৃণভূমি।



**এবং আমাদের মৌসুমি জলবায়ুর দেশে।




মেডিটেরানিয়েন বা ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টির ব্যাপারটা কিছুটা অদ্ভূত। ওদের বৃষ্টিটা হয় শীতকালে; পুরো গ্রীষ্মকাল খাঁ খাঁ রোদ্দুর!! এমনিতেই শীত, তারউপর বৃষ্টি; একটু ভিজলেই সোজা নিউমোনিয়া!! বৃষ্টি ওখানে মোটেও রোমান্টিক কিছু না!!!




সাভানাতে কিন্তু গ্রীষ্মকালেই বৃষ্টি হয়। তারপরও এখানে একটা ব্যাপার আছে। যারা ন্যাট জিয়ো বা অ্যানিমেল প্লানেটের আফ্রিকান এপিসোডগুলো দেখেছেন তারা জানেন। সাভানার ল্যান্ডস্কেপটা হলো হলদেটে, খড় শুকিয়ে গেলে যে বর্ণ ধারণ ঠিক সেরকম; বাংলার মতো সবুজ-শ্যামল নয় মোটেই। এজন্য গাছের পাতায়, নোয়ানে লতায়, কিংবা সবুজ ঘাসে বৃষ্টি পড়ে যে একটা চকচকে, চোখজুড়ানো ইফেক্ট আসে, সেটা সাভানাতে আপনি পাবেন না।




আরও কিছু ব্যাপার আছে। যেমন ঝমঝমে বৃষ্টিতে দিগন্ত ঝাপসা হয়ে যাওয়ার ব্যাপারটাও সাভানাতে হয় না। সাভানার দিগন্ত সবসময়ই ঝাপসা !! :-P :-P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.