নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নঞচ

লা অ্যালবাট্রস

নঞচ

লা অ্যালবাট্রস › বিস্তারিত পোস্টঃ

আমার অরুন্ধতী পাঠ

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩০



Capitalism: a ghost story

[ এটা কোনো রিভিউ না। খুবই এলোমেলো লেখা। কারও বিরক্তির কারণ হয়ে থাকলে দুঃখিত। ]

ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, অ্যানার্কিজম-- খুব ভারী ভারী কিছু শব্দ। ছোটোবেলা থেকে আজাইরা বইয়ের প্রতি দুর্বলতা ছিলো বেশি। সেসবের বদৌলতে ভারী ভারী এই শব্দগুলোর সাথে খুব ছোটোবেলায়ই পরিচয় হয়ে যায়। আর 'কমিউনিস্ট' শব্দটা প্রথম শুনি আব্বুর মুখে। বন্যা রায়ের লেখা খুব চমৎকার একটা বই আছে, 'বিবর্তনের পথ ধরে'। বইটার সফটকপি ছিলো, আব্বুকে দিয়ে বললাম, প্রিন্ট করতে । আব্বু প্রিন্ট করে দিলেন, নিজেও পড়লেন। বললেন, এখানে যা লেখা আছে সেসব বিলিভ করে কমিউনিস্টরা।.... ক-মি-উ-নি-স্ট! বাব্বাহহ!

আমার সাথে এই ব্যাপারগুলো ঠিক যায় না। প্রথমত, আমি ঘরকুনোest একজন মানুষ। এসব বিপ্লব মার্কা জিনিস আমার জন্য হাস্যকর দিবাস্বপ্ন। তারচেয়েও বড়ো কথা কমিউনিস্টরা নাকি নাস্তিক। দুপাতা বই পড়ে আমি কি শেষে ধর্মকর্ম বাদ দেবো নাকি!

কিন্তু কিছুতেই কিছু হয় নি। রোমান্টিসিজম আর কন্সপিরেসির গন্ধ আমাকে টেনে নিয়ে গেছে। পাবলিক লাইব্রেরিতে খুঁজে খুঁজে 'ডাস ক্যাপিটাল' বের করি। সাথে 'মেনিফেস্টো'। উইকিপিডিয়ায় মার্ক্সের সাদাকালো ছবিটা প্রিন্ট করি। হাতলওয়ালা চেয়ারে বসা দাড়িওয়ালা লোকটাকে কেমন যে লাগতো!

বেশি আকর্ষণ করে এনার্কিস্টরা। মিখাইল ববাকুনিন আর ক্রপোটকিন থেকে শুরু করে আজকের চমস্কি....অসাধারণ সব মনীষা।

লম্বা ভূমিকাটা অরুন্ধতীর বইটার জন্য। Capitalism কোনো হাতিঘোড়া ইকোনমিক তত্ত্ব না, খুব সহজ কিছু ব্যাপার। এতই সহজ যে, কোনো থ্রিলার কাহিনী বা কন্সপিরেসি থিওরি মনে হয়। কর্পোরেশন, তাদের ফাউন্ডেশনগুলো, জালের মত ছড়িয়ে থাকা এনজিও, আইএমএফ আর ওয়ার্ল্ডব্যাংকের মত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং দুর্নীতিবাজ সরকার-- এই পাঁচে মিলে তৈরি করেছে আজকের বিশ্বব্যবস্থা। অরুন্ধতী দেখিয়েছেন এইসব দানবেরা একেঅপরের সাথে যুক্ত থেকে তথাকথিত আইনের শাসনের নামে কিভাবে মানুষের অধিকার হরণ করে চলেছে।

অরুন্ধতীর ২০ জানুয়ারী, ২০১২তে মুম্বাইয়ের অনুরাধা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট লেকচারের লিখিত রূপ এটা। লেকচার ভিডিও দেখতে:

Click This Link

আর বইটা পড়া যাবে এখান থেকে:

http://www.grontho.com/পুঁজিবাদ-এক-ভৌতিক-কাহিনী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:




পোস্টে তো কিছু নেই, ভিডিও পিডিও দিয়ে কি হবে? আপনার ধারণাটা পড়ার ইচ্ছে ছিল।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩১

লা অ্যালবাট্রস বলেছেন: কর্পোরেশন, তাদের ফাউন্ডেশনগুলো, জালের মত ছড়িয়ে থাকা এনজিও, আইএমএফ আর ওয়ার্ল্ডব্যাংকের মত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং দুর্নীতিবাজ সরকার-- এই পাঁচে মিলে তৈরি করেছে আজকের বিশ্বব্যবস্থা। অরুন্ধতী দেখিয়েছেন এইসব দানবেরা একেঅপরের সাথে যুক্ত থেকে তথাকথিত আইনের শাসনের নামে কিভাবে মানুষের অধিকার হরণ করে চলেছে।-- আপনার মন্তব্য পড়ে এটুকু অ্যাড করেছি।

আসলে অরুন্ধতীর বই আর ভিডিওটার লিংক শেয়ার করাই মূল উদ্দেশ্য ছিলো। অরুন্ধতী তো কমবেশি পরিচিত। আমার মনে হয়েছিলো যে আমার ধারণার চেয়ে লিংক থেকে সরাসরি অরুন্ধতীকে জানতে পারাটা ভালো হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ চাঁদগাজী। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.