![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ইহুদিরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নাৎসিদের ঘৃণা করতে শিখিয়েছিল, আমাদেরও পাকিস্তানিদের ঘৃণা করতে শিখাতে হবে। আমাদের দেশের যে এই অবস্থা এর কারণ আমরা এখনও পাকিস্তানিদের পুরোপুরি ঘৃণা করতে পারিনি।"
উপরের কথাটা ইয়াসমিন হক ম্যাম [ জাফর ইকবাল স্যারের স্ত্রী ] কে কোট করে একজন ফেসবুকে পোস্ট করেছে, সাথে তার দেশপ্রেমের উচ্ছ্বাস। গুগলে অনেক খুঁজেও মূল লেখাটা পেলাম না। জানি না আসলেই ইয়াসমিন হক ম্যাম এটা বলেছেন কিনা।
ইহুদিরা নাৎসিদের ঘৃণা করে, জার্মানদেরকে না। আমরা পাকিস্তানি মিলিটারি, তাদের করাপ্ট পলিটিশিয়ান etcদের ঘৃণা করবো, পাকিস্তানিদেরকে কেন?? পাকিস্তানের সাতবছরের হাসিখুশি পুচকু ফয়েজ আর সত্তরবছরের থুত্থুরে বুড়ি মদিনা বিবির সাথে আমার কোনো শত্রুতা নেই। তাদের সাথে তো আমার কখনো দেখাই হয় নি। আর দেখা হলেও আমি পিচ্চিটাকে কোলে নিয়ে গাল টিপে দেবো, আর বৃদ্ধার জন্য পানের খিলি সাজিয়ে দেবো
nationalism & hatred লিখে গুগল করে অনেকগুলো কোটস পেলাম। শার্ল দ্য গলের উক্তিটা এক্ষেত্রে প্রাসঙ্গিক :
দেশ একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। মানুষকে ঘৃণা করে হাওয়ার প্রতি ভালোবাসা দেখানোতে আমার বিশ্বাস নেই। দেশপ্রেমের নামে প্রচলিত বিশ্রী এই ঘৃণাতত্ত্ব আমি প্রত্যাখ্যান করছি!
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
পাকিস্তানিদের না, এদের চামচাদেরও ঘৃণা করতে হবে।
চামচাগুল্প পাকিদের চেয়েও নিকৃষ্ট।