নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

বন্ধুরে !!

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫

বন্ধুরে !! তোরা আমার খোলা আকাশ

যে আকাশে নিত্য আমি দেখি তাঁরা

তোরা আমার নিত্য-দিনের দক্ষিণ হাওয়া

যে হাওয়াতে বিলিন হয়ে কষ্টগুলো যায়রে মারা।



বন্ধুরে !! তোরা আমার শীতের সকাল

যে সকালের সোনা ঝরা রোদে আমার খুবই সুখ

তোরা আমার দূর আকাশের রংধনু’র ঐ সাতটি রং

যে রংগুলোর মাঝেই খুঁজি প্রিয় বন্ধুদের মায়া মুখ



বন্ধুরে !! তোরা আমার জোৎস্না ঝরা এক ফালি চাঁদ

যে চাঁদের আলোয় ভরিয়ে দিক তোদের ঘর, তোদের প্রাণ

তোরা আমার আষাঢ় মাসের ভর দুপুরের বৃষ্টি রিনিঝিনি

যে বৃষ্টির গানে দূর হয়ে যাক মান-অভিমান,বয়ে যাক খুশির বান।



লাইলী আরজুমান খানম (লায়লা), ৩ আগস্ট,২০১৪

মন্তব্য ৫২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৫০

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি !! ভাল থেক সব সময় --

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৪

আলম দীপ্র বলেছেন: বেশ !

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আলম দীপ্র ভাই আমার -- বন্ধু আমার --- শুভকামনা রইল সব সময়ের জন্য

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

কবিতাটি দিয়ে খুব সুন্দর একটি গান হতে পারে। অনেক সুরময় লেখা।

শুভেচ্ছা।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ফেবুতে এক ফেন্ড আমাকে ইনবক্স করে বলেছে যে এই কবিতা দিয়ে একটা গান হতে পারে !! আপনার মত একজন গুনী ও প্রিয় ব্লগারও বলছেন এই কবিতা দিয়ে গান হতে পারে !! আপনাকে মন হতে রাশি রাশি শুভকামনা জানাচ্ছি --- ভাল থাকবেন সকাল দুপুর, বিকেল, সন্ধা আর রাতে -----------

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: সত্যিই বলতে, মোটামুটি লাগল। তবে এভাবে ছন্দ মিলিয়ে লেখাটা কিন্তু অনেক কঠিন।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুমন দা -- আমি কখনোই কঠিন করে কিছু লিখি না -- আমার মনের সাদামাটা ভাবনাটাই প্রকাশ করি লেখনীর ভাঁজে !! গতকাল একটু মনে হতেই লিখলাম -- তাতে আমার মন জুড়াল না -- ভালও যে লাগলো খুব তাও নয় -- ১০ মিনিটে শেষ করে ব্লগে দিয়ে দিলাম -- ভাবলাম কি সব হাবিজাবি লিখলাম ---
আপনি যে পড়েছেন তাতেই আমি সন্তষ্ট। ভাল থাকবেন সব কটা সময়

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: বন্ধুরে !! তোরা আমার জোৎস্না ঝরা এক ফালি চাঁদ
+ সত্যি বন্ধুরা অনেক প্রিয় ।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সেলিম ভাই দূরে যেয়ে কেমন আছেন !! আপনার জন্য শুভকামনা। আর হ্যা বন্ধুরা খুবই প্রিয় !! কত যে প্রিয় তা বলে বোঝাতে পারবো না ------

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:১২

ইমিনা বলেছেন: দারুন হয়েছে আপু :)

অনেক শুভ কামনা রইল।।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইমিনা আপুনি তুমি বলেছো ভাল হয়েছে !! খুবই খুশি হলাম । এমন বন্ধুইতো দরকার যে উৎসাহ দেয় --সামনের দিকে এগিয়ে যেতে !!
তোমার জন্যও অনেক অনেক শুভকামনা রইল

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:

কবিতাটি দিয়ে খুব সুন্দর একটি গান হতে পারে। অনেক সুরময় লেখা।

আমারও তাই মনে হচ্ছে!

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ৥কাল্পনিক ভালবাসা -- ভাই আমার -- আপনার মত গুণী এবং প্রিয় ব্লগারদের উৎসাহ পেলে লিখতে ইচ্ছে করে --

আপনার শরীরের অবস্থা এখন কেমন --- ফুল রেস্টে থাকবেন -- খাওয়া দাওয়া নিয়মিত করবেন ---- দ্রুত সুস্থ্যতা কামনা করছি ---

শুভকামনা সব সময়ের জন্য

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ৥ পরিবেশ বন্ধু --- অনেক অনেক ধন্যবাদ পোস্টটিকে গ্রহণ করার জন্য । উৎসাহ পেলাম ভাইয়া ---
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ----ভাল থাকবেন সব সময়

৯| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৩

সোজা কথা বলেছেন: ভাল লাগলো।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ৥সোজা কথা --- আন্তরিক শুভকামনা রইল সব কটা সময়ের জন্য । অনেক অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য এবং সেইসাথে ভাল লাগার জন্য ---------

১০| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৩৩

আহসানের ব্লগ বলেছেন: ভালো।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা রইল সব কটা সময়ের জন্য ----------

১১| ০৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৫৩

জালাল বিন রেজওয়ান বলেছেন: বান্ধবীরে !! তোর কবিতা কেড়ে নিল আমার প্রান,
আমিতো আব হেরি মোর রিদয়ের গ্লানির ম্লান।।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বন্ধু তোমার কবিতাখানি পছন্দ হয়েছে জেনে ভীষণ ভাল লাগলো। এত্ত এত্ত শুভকামনা পাঠিয়ে দিলাম ----

১২| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৫

লেখোয়াড় বলেছেন:
আমি একটি বন্ধু চাই যে তোমার মতো সুন্দর।

অনেক ভাল লাগল।
ভাল থাকুন সবসময়।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বন্ধুত্ব গ্রহণ করলাম । রাশি রাশি শুভকামনা বন্ধুর জন্য পাঠিয়ে দিলাম।
ভাল থেক, সুন্দর থেক, সুস্থ্য থেক, নিরাপদে থেক বন্ধু !!!!

১৩| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১০

ইনকগনিটো বলেছেন: কবির জন্য শুভকামনা।

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভকামনা পাঠিয়ে দিলাম। কবিতাটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো ---আন্তরিক ধন্যবাদ।

১৪| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দূর্জয় ভাই কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ। শুভকামনা সব সময়ের জন্য --------

১৫| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।

ভালো লাগলো আপু।

০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা সব সময়ের জন্য ------

১৬| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১২

শুঁটকি মাছ বলেছেন: কবিতাটা দারুন হয়েছে আপু।

০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুনে আমার খুবই ভাল লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইল

১৭| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ মাহবুব ভাই। শুভকামনা রইল নিরন্তর

১৮| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

অতঃপর জাহিদ বলেছেন: বন্ধুর প্রতি অসীম মায়া, খুব যে বন্ধু হইয়ে যেতে ইচ্ছা করছে!

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: জাহিদ তুই কি আমার বন্ধু হবি -- বন্ধু !!! বন্ধু করে নিলাম ---
শুভকামনা নিরন্তর

১৯| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৫

আরজু মুন জারিন বলেছেন: বন্ধুরে !! তোরা আমার খোলা আকাশ
যে আকাশে নিত্য আমি দেখি তাঁরা
তোরা আমার নিত্য-দিনের দক্ষিণ হাওয়া
যে হাওয়াতে বিলিন হয়ে কষ্টগুলো যায়রে মারা।

++++++++++++্

বন্ধু দিবসের জন্য যথার্থ সুন্দর কবিতা। অনেক ভাল লাগা আপনার কবিতায়। শুভেচ্ছা জানবেন কেমন।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ আপুনি। আন্তরিক শুভকামনা রইল ---

২০| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৭

আরজু মুন জারিন বলেছেন: আপনার আর আমার নাম দেখি এক আরজু। আরজু নাম আগে ভাবতাম শুধু ছেলেরা রাখে। সামুতে এসে দেখলাম আমার মত দুইজন মেয়ের নাম আরজু (আরজু পনি এবং আপনি ) দুইজনে বেশ ভাল লিখেন।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম --- নামেই যখন মিল তাহলে তো বন্ধু হওয়া যায় !! কি বলেন !! বন্ধু করে নিলাম --- বন্ধু !!

বন্ধু তুই ভাল থাকিস !! সবগুলো সময় ভাল থাকিস

২১| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৭

এহসান সাবির বলেছেন: দারুন।

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ সাবির ভাই --- আন্তরিক শুভকামনা রইল। ভাল থাকবেন সব সময়

২২| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২১

অপ্‌সরা বলেছেন: http://www.youtube.com/watch?v=IGdfcTV9TnY

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল থেকো আপুনি।
অনেক অনেক শুভ কামনা রইল

২৩| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০০

প্রবাসী ভাবুক বলেছেন: চমৎকার!

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খূবই খুশি হলাম।
আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়

২৪| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৪

কষ্ট - ১ বলেছেন: ভীষণ ভাল লাগলো ----

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লাগায় খুবই ভাল লাগলো
ভাল থাকবেন

২৫| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

অরুদ্ধ সকাল বলেছেন:

যে সকালের সোনা ঝরা রোদে আমার খুবই সুখ
তোরা আমার দূর আকাশের রংধনু’র ঐ সাতটি রং
যে রংগুলোর মাঝেই খুঁজি প্রিয় বন্ধুদের মায়া মুখ

______________________________

বাহ! বন্ধুকে নিয়ে এই যে কতকথা এই যে আকুতি সেটা যেন বার বার মনে করিয়ে দেয় দারুন এ্ সম্পর্কটিকে

১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ দাদা ।
আসলে বন্ধুরা সবার জীবনে কম- বেশি বন্ধনে জড়িয়ে আছে - এটাতো অস্বীকার করার উপায় নেই ---
অনেক অনেক শুভকামনা রইল দাদা

২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মিষ্টি একটা কবিতা। ভালো থেকো আপুনি।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপু
আপনিও ভাল থাকবেন সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.