নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love my country
২০১৩ সালের কথা -- আমার পরিচিত অনার্সে পড়ুয়া মেয়েটি ছিল অসাধারণ টেলেন্ট ও শান্ত স্বভাবের-। এক পর্যায়ে ফেবুর সুবাদে একজন ছেলের সাথে তার পরিচয় হয়, ভাল লাগা হতে ভালবাসাও হয়ে যায়- কিন্তু এক পর্যায়ে মেয়েটি জানতে পারে যে ছেলেটির আরো দু’জন মেয়ের সাথে মানসিক ও শারিরীক সম্পর্ক আছে--। ভেঙ্গে পড়ে মেয়েটি--। যোগাযোগ ধীরে ধীরে মেয়েটি কমিয়ে দেয়--। কিন্তু ছেলেটি বলে যদি তার সাথে সম্পর্ক না রাখে তবে তার ফেবুর ওয়াল হতে ছবি নিয়ে বিকৃত করে ছড়িয়ে দিবে--। মেয়েটি কিছুতেই সম্পর্ক বজায় রাখতে রাজি হয় না-সে বিশ্বাসই করতে পারে নাই যে ছেলেটি সত্যি সত্যিই এই ধরণের কাজ করতে পারে- এক পর্যায়ে মেয়েটির ছবি বিকৃত করে ছড়িয়ে দেয়--। এতে মেয়েটির মানসিক অবস্থা চরমভাবে বিপর্যয় ঘটে--পরিবারের অন্যান্য সদস্য রাস্তায় বের হলেই অনেকেই টিটকারী দিতে থাকে---পরে পাড়ার কিছু মেয়ে এই দুঃসময়ে মেয়েটিকে মানসিকভাবে সহায়তা করে--। কিন্তু বিধি বাম--পরিবারের সদস্যগণ তাদের বাসা অন্যত্র সিফট করতে বাধ্য হয়- এখন পর্যন্ত জানি যে মেয়েটির লেখাপড়া বন্ধ আছে।
আপুরা ! ফেবুতে ছবি দেয়ার সময় সাবধানে ছবি দিন---বন্ধু নির্বাচন করার সময় সাবধানতা অবলম্বন করুন--কোন ফেবু বন্ধু বাজে কমেন্ট করার সাথে সাথেই তাকে ব্লক করুন, ছবির রেজুলেশন কমিয়ে পক্ষান্তরে একটু ঝাপসা ছবি দিন--।শুধুমাত্র বেশি বেশি লাইকের আশায় এত ছবি আপলোড করার আদৌ দরকার আছে কি !! অহেতুক কৌতুহলের উপর ভর করে অল্প পরিচিত কারো সাথে চ্যাট করা হতে বিরত থাকাই ভাল। যদি সংগত কারণে চ্যাট করেন তবে ছবি বা ভিডিও লিংক না দেয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ আপনি ইতিবাচক মূল্যবোধের চর্চা করলেও অন্যদের মানসিকতায় ইতিবাচক মূল্যবোধের ছোঁয়া নাও থাকতে পারে---
ভাইরা ! আপনারা আপনার স্বজনদের/বোনদের গল্পের ছলে সাবধান করে দিন
বছরের পর বছর ধরে একজন মানুষের সাথে সম্পর্ক থাকলেও তার মনের রহস্য বোঝা যায় না -- আর এতো ফেবু বন্ধু !!! তাই সতর্ক হোক !! দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভাল -
০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাই, মেয়েটি মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল, আশেপাশের মানুষ ভীষণভাবে টিটকারী দিচ্ছিল---তবে এবার আবার পড়ালেখায় ফিরে যাওয়ার জন্য তার পরিবার ব্যবস্থা নিচ্ছে--
২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮
আহমেদ আলিফ বলেছেন:
আমাদের সতর্ক হওয়া দরকার!
ধন্যবাদ!
০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিক বলেছেন ভাই, আমাদেরকে সচেতন হতে হবে
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪
সুমন কর বলেছেন: যারা ঘনঘন ছবি আপলোড করে, তাদের দোষ কম নয় ! কেন করে ?
অাসলে পারিবারিক এবং নিজস্ব সচেতনাই পারে এসব বন্ধ করে দিতে।
সবাইকে সচেতন হতে হবে।
০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমারও তাই মনে হয়-- এত ছবি আপলোড করার কোন প্রয়োজনই দেখি না---তবুও করে---
পারিবার তার সন্তানদের সচেতন করতে পারে এবং সেইসাথে নিজেদেরও বুঝতে হবে এর সুফল এবং কুফল
ভাল থাকবেন সুমন দা
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮
মহান অতন্দ্র বলেছেন: এত কিছু করার চেয়ে আমার যেটি মনে হয়, একজন নারীর মানসিকতা ও চিন্তাভাবনাই তার সবচেয়ে বড় বর্ম। আমি যেরকম, আমার বন্ধু নির্বাচনও তো ঠিক সেরকমই হবার কথা।
অনাকাঙ্ক্ষিত ভাবে একেবারে কেউ যে বিপদে পড়ে তা নয়, তবে সংযম আর সুশিক্ষা পেলে এরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম।
আপনার পোস্টটি ভাল, সচেতনতামূলক। আমার মন্তব্যটিও সচেতনতা বাড়াতেই করা। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।
০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার মন্তব্যটিও সচেতন বাড়াতে খুবই সহায়ক --তাই অনুরোধ করছি মন্তটি আপনার ফেবুর ওয়ালে দিয়ে দিন
আমাদের নিজেদেরকে অবশ্যই সচেতন হতেই হবে এবং অন্যদেরকে সচেতন করতে এগিয়ে আসতে হবে
ভাল থাকবেন
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭
প্রামানিক বলেছেন: ফেবুতে সতর্ক হওয়াটা জরুরী। ধন্যবাদ বোন আরজু
০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫
নিলু বলেছেন: লিখে যান
০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম লিখে যাব--ঠিক লিখে যাব
ভাল থাকবেন
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সতর্কতামূলক পোস্টের জন্য ধন্যবাদ আপু। এটা আমি ফেইসবুকে অবশ্য পড়েছিলাম।
০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হ্যা ভাই, আমি এটা ফেবুতেও দিয়েছি----
অনেক আপুদের দেখি খুবই ঘন ঘন ছবি আপলোড দিতে--- আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনাও শুনছি--তাই খুবই চিন্তা হয়-------
আপুরা ভাল মত ভেবে চিন্তে ছবি ফেবুতে দিক--তারা সচেতন হোক
ভাল থাকবেন সব সময়
৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৮
জাফরুল মবীন বলেছেন: সতর্ক করে দেওয়ার জন্য অাপনাকে ধন্যবাদ।তবে বর্তমান প্রজন্মের যে মানসিকতা অবলোকন করছি তাতে এ ধরণের সতর্কতা তারা অবলম্বন করবে কিনা সন্দিহান।কারণ এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা তাদের অজ্ঞাত নয়।
১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মবীন ভাই, ঠিকই বলেছেন এই যুগে বাস করেও বেশির ভাগ নারী তাদের রক্ষার জন্য সচেতন হচ্ছে না-- বিষয়টি দুঃখজনক
তবে যার যার অবস্থান হতে আমরা আমাদের কর্তব্য করে যাব যেমন পরিবার, বন্ধুবান্ধব, কলিগ এবং পাড়ায় যারা আছেন-------
শুভকামনা রইল
৯| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭
হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট।
১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন সব সময়
১০| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৪
অপ্রতীয়মান বলেছেন: গুরুত্বপূর্ণ টপিক। বন্ধু নির্বাচন কিংবা ব্লক করার থেকেও বেশি সচেতনতা প্রয়োজন এই "ছবি শেয়ার" করার উপর। কারণ বিকৃত মনস্ক কাউকে ব্লক করলেও এখন শান্তি নেই। নতুন নামে, নতুন পরিচয় নিয়ে আবারও চলে আসে। আক্রমণ তখন আরও ভয়ানক ভাবে করে। ছবি সংক্রান্ত এই ধরণের একটা টপিক নিয়ে হাসান মাহবুব ভাইয়ার একটা লেখা ফেসবুক তার ওয়ালে পড়েছিলাম।
ধন্যবাদ টপিকটাকে নিয়ে আসার জন্যে।
শুভ কামনা জানবেন
১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর ও গঠণমূলক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ---
ঠিক বলেছেন সে হয়তো নতুন নামে আসতে পারে-- আমার কাছে মনে হয় যে যার অবস্থান হতে এ সম্পর্কীয় সচেতনতা গড়ে তুললে বোনেরা আরো সচেতন হবেন
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা
ভাল থাকবেন
১১| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০
তাহসিনুল ইসলাম বলেছেন: সতর্ক থাকা উচিত। ভালো পোস্ট।
১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিক তাই, নিজে সচেতন হতে হবে এবং সাথে সাথেই অন্যদেরকে সচেতন করতে এগিয়ে আসতে হবে
ভাল থাকবেন সব সময়
১২| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রকৃতপহ্মেঈ সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
বর্তমানে মেয়েরা হাই রেজুলেশনের পিক পোস্ট করে। এমনকি ম্যাসেজিং এ ও ছবি চালাচালি হয়।
এহ্মেত্রে ছোট্ট একটা ভুল খুব বাজে পরিণতির কারণ হতে পারে।
সেজন্য মেয়েদের অবশ্যঈ বন্ধু নির্বাচন ও ছবি আপলোডে কেয়ারফুল হওয়া উচিত।
১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম তা্ই--- বন্ধু নির্বাচনে আরো সতর্ক হওয়া জরুরী
সবাইকে সচেতন করতে এগিয়ে আসতে হবে
ভাল থাকবেন সব সময়
১৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:১১
প্রবাসী পাঠক বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্টটির জন্য ধন্যবাদ আপু।
আমাদের সবাইকে সচেতন হতে হবে।
১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই
শুভকামনা রইল
১৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১০
কলমের কালি শেষ বলেছেন: ভালো পোষ্ট ।
১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ
শুভকামনা রইল
১৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো পোষ্ট ও সচেতনতা মূলক। অনেক ভালো লাগলো। সাবধানতার খুব দরকার।
১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিকই বলেছেন আপু--সাবধান থাকটা জরুরী
ভাল থাকবেন সব সময়
১৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১
তুষার কাব্য বলেছেন: সতর্কতামূলক পোস্টের জন্য ধন্যবাদ আপু।
ফেবুতে পড়েছি আগেই।সবার আগে যেটা বেশি জরুরি সেটা হলো নিজেদের সচেতনতা...
শুভ কামনা জানবেন ।
১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম নিজেদের সচেতন হওয়া জরুরী এবং সেইসাথে অন্যদেরকে সচেতন করা দরকার
ভাল থাকবেন
১৭| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২০
ফ্জলূল করিম বলেছেন: সতর্কতামুলক পোষ্ট.....নিজে জানলাম অপরকে বুঝানোর চেষ্টা করব।
শুভ কামনা রইল।
১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
আসলেও সচেতনতার বিকল্প নেই
ভাল থাকবেন সব সময়
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২
নেক্সাস বলেছেন: সচেতনা জাগুক সবার মাঝে। ভাল পোষ্ট
১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম -- সবাই সচেতন হোক এই কামনাই করি ---
১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০১
আরজু পনি বলেছেন:
সচেতনতামূলক পোস্ট যা খুবই কাজের।
শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ, লায়লা ।।
১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপা অনেকেই এখনো এই বিষয়ে সচেতন নয়--- তাই এ বিষয়ে লেখার প্রয়োজনীয়তা অনুভব করলাম---
ভাল থাকবেন আপু
২০| ২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সচেতনতা মেয়েদের জন্য দরকার কিন্তু যারা মানে যেসব ছেলেরা এ ধরনের ঘৃণিত মানসিকতা নিয়ে চলে তাদের কে সচেতন করবে? কে তাদের মানসিকতার পরিবর্তন করবে? বিষয়টি খুব-ই ভাবায়!
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা যেন মায়াজালে বন্ধি---সেই মায়াজালে যাতে জড়িয়ে না পড়তে হয় তার জন্য আগে নিজেদেরকে সচেতন ও কৌশলী হতে হবে
শুভকামনা রইল আপু
২১| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৬
উল্টা দূরবীন বলেছেন: মেয়েটাকে আমি চিনি না। জাস্ট ফ্রেন্ড লিস্টে ছিলো। আগে কোনদিন চ্যাট করিনি। মেয়েটা হঠাৎ একরাতে প্রায় দুইটার সময় আমাকে চ্যাটে নক করে জানতে চাইলো আমার কাছে মোবাইল রিচার্জ কার্ড আছে কিনা। আমি মিথ্যা বলিনি। ২০ টাকার একটা কার্ড ছিলো। গোপন নাম্বারটা দিয়ে দিলাম। ওর ফোন নাম্বারও আমি চাইনি। পরদিন দুপুরে মেয়েটা আমাকে ২০ টাকা লোড করে দিলো রবি নাম্বারে। আমার নাম্বার আমার প্রোফাইলেই ছিলো। সেখান থেকেই নিয়েছে হয়তো।
তারপর থেকে ওর সাথে আমার খুবই ভালো বন্ধুত্ত্ব হয়। আমরা সব কিছু শেয়ার করি। মাঝে মাঝে দেখা করি। ব্যাস, এটুকুই। বিশ্বাস, বন্ধুত্ত্ব এগুলোই হচ্ছে আসল। মানুষের মাঝে এখন বিশ্বাস জিনিশটাই নেই।
১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গুড, শুনে খুশি হলাম যে আপনি মেয়েটির সাথে শুধুমাত্র বন্ধুত্ব পর্যন্ত রয়েছেন। একে অপরকে শ্রদ্ধা করলে আর পারষ্পরিক বিশ্বাস থাকলে কোন দুর্ঘটনার সম্ভাবনা থাকে না ----
২২| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৬
রিদ্ওয়ান মাহমুদ বলেছেন: ভাারো লিখেছেন। ধন্যবাদ।
১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ, শুভকামনা রইল
২৩| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৩
ভাসমানঘুড়ি বলেছেন: অতিরিক্ত লাইক কমেন্টের মোহে অনেককেই দেখা যায় একটু খোলামেলা ছবি দিতেও আপ্স করে না। আর লাইক আর প্রচুর কমেন্ট পেলে ত কথাই নেই। কিন্তু আমাদের সব কাজ এঈ আগেই ভেবে দেখা উচিত আমরা যা করছি সেটা কখনো যেন নিজের অসস্তির কারন না হয়ে যায়।
২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঠিক তাই, এই কথাটাই ওরা বোঝে না --- আমাদের উদ্যোগ নিতে হবে, শিক্ষণমূলক স্ট্যাটাসের মাধ্যমে ওদের বুঝিয়ে দিতে হবে
শুভকামনা রইল
২৪| ১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: যেই আধুনিকা আপুদের নিয়ে লেখা, তাদের কয়জন ব্লগে এসে লেখাটা দেখবে? তার চাইতে আপনার এই পোস্টটি ব্লগারদের উচিত ফেবুতে ম্যাসিভ আকারে শেয়ার করা।
ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩
যোগী বলেছেন:
আজব, কেও ছবি বিকৃত করলেই কি পড়ালেখা বন্ধ করে দিতে হবে।
এই সব মেয়েরা প্রেম করতে যায় কেন নামায রোজা নিয়ে থাকলেই পারে?