নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

লাইলী আরজুমান খানম লায়লা

I love my country

লাইলী আরজুমান খানম লায়লা › বিস্তারিত পোস্টঃ

বন্ধুরে! তোদের সাথেই আড়ি আমার ভারি

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৮


সকাল দুপুর বিকেল ভরে
কথা কাজে সত্যি করে
পাশে ছিলি আপন করে
ওলো সখী, ওলো সখা
থাকবি কি তুই জীবন ভরে !!

প্রাণের মাঝে ব্যাথা হলে
টেরটা তুই-ই পেলি হঠাৎ
আপন মনে বলে ফেলিস
দুঃখ সুখের এটাই তফাৎ !!

টাকা যদি নাইবা থাকে
ছোট্ট একটু হাসি দিয়ে
ইশারা দিস হাত উঠিয়ে
শান্ত করিস বিলটা দিয়ে!

ঝগড়া-ঝাটি হলে পরে
ঘুম আসে না চোখের পাতায়
ঘুরে ফিরে আসিস কাছে
ঝগড়া থামাস মিলের খাতায় !

বিপদ আপদ এলে পরে
পাখি হয়ে ছুটে আসিস
চোখের পানি মুছিয়ে দিয়ে
বাধন হয়ে পাশে থাকিস !

আমার মনে কষ্ট দিয়ে
হৃদয় ছেড়ে গেলি মাঝে,
আয়রে ফিরে উড়াল দিয়ে
সকাল দুপুর বিকাল সাঝে !!!!

২ আগস্ট,২০১৫

মন্তব্য ৬০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৩

আবু শাকিল বলেছেন: শুভেচ্ছা আপু ।

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শাকিল ভাই ---- শুভকামনা রইল

২| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৪

বাউল আলমগী সরকার বলেছেন: বন্ধু দিবসের অনেক শুভেচ্ছা
আপু

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনাকেও বন্ধু দিবসের শুভেচ্ছা

৩| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৬

মামুন ইসলাম বলেছেন: আপু বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা থাকল ।

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভকামনা রইল -----

৪| ০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

বিল্লাল হোসাইন বলেছেন: Darun .....

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

৫| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:১৩

শাহেদ খান বলেছেন: বন্ধুদিবসের চমৎকার উপহার! ভালবাসা আর আপন-করে-নেয়া ভাব ছড়ানো আছে প্রতিটা ছড়া-কবিতায়!

লায়লা'পু? অনেক অনেকদিন পর। ভাল থাকা হোক সবসময়। প্রার্থনা আর শুভকামনা।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর মন্তব্য পেয়ে ভাললাগায় মনটাই ভরে উঠলোরে ভাই ------ হুমম অনেক দিন পরে এলাম --
অন্তর হতে এত্ত এত্ত স্নেহ রেখে গেলাম ভাইটির জন্য

৬| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৩১

জেন রসি বলেছেন: ভালো লেগেছে আপু। :)

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ভাল লাগলো -- ভাল থাকবেন সব সময়

৭| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার!!! বন্ধু দিবসের শুভেচ্ছা জানবেন।

প্রাণের মাঝে ব্যাথা হলে
টেরটা তুই-ই পেলি হঠাৎ
আপন মনে বলে ফেলিস
দুঃখ সুখের এটাই তফাৎ !!


ভালো থাকুক সকল বন্ধুর দল, সবসময়।

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল --- ভাল থাকুন সবকটা সময়

৮| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:১৬

সুমন কর বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা।

অনেক দিন পর পোস্ট দিলেন।

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভকামনা রইল, হুমম অনেক দিন পরে সামুতে আসলাম, শুভকামনা রইল

৯| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ২:৪৭

নীল নীলাদ্রি বলেছেন: অসাধারণ লিখেছেন,

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ, শুভকামনা রইল

১০| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৪

শ্যামল সোম বলেছেন: অপূর্ব ছন্দে মনের সুখ দুখের কথা ও সখী বলি শোন,
তোর মতো এমন বন্ধু বোন আর কে আছে এত আপন।
ভীষন ভালো লেগেছে, শুভেচ্ছা স্বাগতম।

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দাদা, আমাদের সম্পর্কগুলো ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে, আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি --- আমাদের ভালবাসা আর স্নেহের সম্পর্কগুলোকে যত্ন করে আবার আগের অবস্থানে নিয়ে যেতে হবে ---
আপনার মন্তব্যে স্নেহ আর ভালবাসার বন্ধনে ছড়াছড়ি ------ এমনই যেন হয় পুরো বাংলার চিত্র
ভাইটির জন্য অনেক অনেক শুভকামনা

১১| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ, শুভকামনা নিরন্তর

১২| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:০৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ মাহবুব ভাই ---- শুভকামনা সব সময়ের জন্য

১৩| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:২৬

বিষের বাঁশী বলেছেন: আড়ি দেয়া ভাল না। :)

আমার সাথে খেলে বিলটা কিন্তু আপনি দেবেন। ;)

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম --- আড়ি তো বন্ধুর সাথেই দিব :P --- আর বিলটা একবার দেয়া যেতেই পারে, কারণ পরের বারে বন্ধুতো দিবেই B-)

১৪| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ কবিতা।++++++++্

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ, এতগুলো প্লাস পেয়ে খুবই খুশি হলাম -- শুভকামনা রইল

১৫| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: দারুন সব সৃষ্টি । সুন্দর ।

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সেলিম ভাই, খুব খুশি হলাম আপনার সুন্দর মন্তব্য পেয়ে --- শুভকামনা নিরন্তর

১৬| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:০৬

উর্বি বলেছেন: বিপদ আপদ এলে পরে
পাখি হয়ে ছুটে আসিস
চোখের পানি মুছিয়ে দিয়ে
বাধন হয়ে পাশে থাকিস !

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: :| :D =p~

১৭| ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: বিপদ আপদ এলে পরে
পাখি হয়ে ছুটে আসিস
চোখের পানি মুছিয়ে দিয়ে
বাধন হয়ে পাশে থাকিস !

চমৎকার কথামালা। ধন্যবাদ

০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রামানিক ভাই
ভাল থাকবেন নিরন্তর

১৮| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৩

আহসান জামান বলেছেন:
আড়ি!!!
চমৎকার পড়তে।

০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ, শুভকামনা রইল

১৯| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৬

তুষার কাব্য বলেছেন: অসাধারণ আপু ।

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

২০| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৪

কালো যাদুকর বলেছেন: ভাল। কম লিখছেন আজকাল?

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম ------ আসলে লিখার সময় তেমন একটা পাচ্ছি না --- আন্তরিক ধন্যবাদ রইল, শুভকামনা সব সময়

২১| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে আপু। ভালো থাকবেন।

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপুরে, এত্ত এত্ত ধন্যবাদ, অনেক বেশি ভাল থাকবেন

২২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

শ্যামল সোম বলেছেন: লালী বন্ধু করছি তোর সঙ্গে আড়ি,
তুই বললি, সোম এ বড্ড বাড়াবাড়ি।
আমি বলি, লালি তুই আমার প্রিয় বন্ধু
তুই চেঁচিয়ে, Oh sure u r my best friend som
Don't are u believe ?
নিশ্চয়ই লালি, বিশ্বাস করি, trust is the more
Worthy in friendship !
তাহলে সোম কি ভাবলি, তোর এত প্রিয় বন্ধু
আমি লালি তোকে সেদিন তোকে এরিয়ে গেছি ?
আচ্ছা আমি মাপ please com on, hug me.
Oh sure! মনে রাখবি সোম যদি damp করিস?
কি করবি লালি ? মুখ ঘুরিয়ে চলে যাবি তো?
Som don't say again, never shurg off me
Just I kill you.

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: =p~

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০০

সৈয়দ আব্দুর রব বলেছেন: অনেক সুন্দর হয়েছে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ, ভাল থাকবেন সব সময়

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০

আমি তুমি আমরা বলেছেন:


টাকা যদি নাইবা থাকে
ছোট্ট একটু হাসি দিয়ে
ইশারা দিস হাত উঠিয়ে
শান্ত করিস বিলটা দিয়ে!

অষ্টম ভাল লাগা :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো ------- শুভকামনা রইল নিরন্তর

২৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৭

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল ।

১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ, ভাল থাকবেন সব সময়

২৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতার মিষ্টতা বেশ গভীর । খুব ভাল লেগেছে ।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ, শুভকামনা রইল

২৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১২

কিরমানী লিটন বলেছেন: চমৎকার বর্ণনায়-বন্ধুর ভালোবাসা,নান্দনিক ভালোলাগার কবিতা,
অনেক অভিবাদন প্রিয় লাইলী আরজুমান খানম লায়লা আপুকে ...

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: উৎসাহ দেয়ার জন্য ভীষণ খুশি হলাম, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা -- ভাল থাকবেন সব সময়

২৮| ১৬ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৮

রুদ্র জাহেদ বলেছেন: সহজ ভাষার নির্মল সুন্দর মিষ্টি কবিতা।ভালো লেগেছে আপু

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা রইল

২৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

সুলতানা রহমান বলেছেন: দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়,,, পড়তে পড়তে এটাই ভাবছিলাম।
সব তো ঠিক আছে, কিন্তু বিল দিতে বললে কি আর বন্ধু ঠিক থাকবে?

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পকেটে যদি টাকা না থাকে তো খাটি বন্ধু কিন্তু ঠিকই বুঝে যায় এবং সে বিল ঠিকই দিয়ে দেয় --
আন্তরিক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য ---
শুভকামনা রইল

৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৮

shorifulbonoful বলেছেন: আপনার লেখা পড়ে আমি তো আপনার fans হয়ে গেলাম। i love you apu দোয়া করবেন যেন সঠিক পথে চলতে পারি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার লেখা আপনার ভাল লেগেছে জেনে আমারও ভীষণ ভাল লাগলো ------ অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.