নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখি তাতেই আশ্চার্যনিত হই!!

লাল চাঁন

[email protected]

লাল চাঁন › বিস্তারিত পোস্টঃ

রিকশায় ওঠা ছাড়ুন, ভুড়িটা কমান !:P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯



হয়তো শিরোনাম পড়ছেন আর ভুড়িতে হাত বুলাচ্ছেন ইসস্ ভুড়িটা যদি কমাতে পারতাম! অফিসের কলিগদের বা বন্ধুদের টিপ্পনির হাত হতে বাঁচতে পারতাম! এর চেয়ে ভয়ংকর তথ্য হলো ভুড়িওয়ালারা হৃদরোগে ও অন্যান্য রোগে আক্রান্তু বেশি হচ্ছেন! ভুড়ি কমাতে হলে নিজের ইচ্ছাটাই যথেষ্ট। এই ব্যস্ত জিবনে জিমে যেতে পারছেন না? বা পার্কে হাটতে যেতে পারছেন না? সমস্যা নেই ব্যবসা প্রতিষ্ঠান বা অফিসে যাওয়া বা আসার পথেই কিছুটা ভুড়ি ঝরাতে পারেন।

ভুড়ি ঝরাতে করণিয় :



১. অফিসে বা কর্মক্ষেত্রে যাওয়া-আসার সময় রিকশার পথটুকু হেটে যাওয়া। টাকা সেইফ সাথে ভুড়িও কিছুটা কমবে। এক্ষেত্রে বাসা থেকে একটু বেশি সময় নিয়ে বেরুতে হবে তাহলে কর্মক্ষেত্রে লেট হতে হবে না।

২. যাদের গাড়ী আছে তারা অফিস থেকে কিছুটা দূরে নেমে পড়বেন এবং হেটে অফিসে যাবেন।

৩.অফিস যদি ২য় বা ৩য় তলায় হয় সেক্ষেত্রে সিড়ি ব্যবহার করা

৪.ছুটির দিনে পরিশ্রমী খেলাধুলা করা।

৫.অতিরিক্ত খাদ্য গ্রহন না করা





আজ বিশ্ব হার্ট দিবস :



হার্টটাকে ঠিক রাখতে হলে উপরের পয়েন্টগুলোর সাথে যোগ করতে হবে :



১.অতিরিক্ত চিনি, লবন ও চর্বিযুক্ত খাবার পরিহার এবং শাকসবজি ও ফলমূল সমৃদ্ধ খাদ্য গ্রহন

২. ধুমপান ও মাদক গ্রহন না করা।

ভুরিমুক্ত থাকুন ,হার্ট সুস্থ রাখুন, হাসি ও খুশিময় জীবন যাপন করুন।



মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: হা হা ভাইয়া হঠাৎ ভুড়ি নিয়ে এত চিন্তায় পড়লে কেনো???


২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

লাল চাঁন বলেছেন: কলিগরা বলছে ভুড়িটা নাকি একটু কমেছে! সেই আনন্দে এই পোষ্ট! হাটা বাবাকি জয়!

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~

ভুরিওলাদের জন্য খুব দরকারি পোস্ট। :P :P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

লাল চাঁন বলেছেন: জ্বী, ভুরিওয়ালা হলে যে কষ্ট!

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

টুম্পা মনি বলেছেন: ভুড়ি না থাকাই ভালো। ভুড়ি দেখতে ভালো লাগে না। B:-/ B:-/ B:-/

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

লাল চাঁন বলেছেন: আগে শুনতাম বড় ভুড়ি মানে বেশি টাকা পয়সাওয়ালা মানুষ :P কিন্তু এখনতো দেখি খাবার বেশি গ্রহন আর অনিয়ন্ত্রিত জীবনই ভুড়ির জন্য দায়ী!

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

আমাবর্ষার চাঁদ বলেছেন: হালকা পাতলা ভুড়ি খারাপ না .............. :D :D

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

লাল চাঁন বলেছেন: ভারি ভুড়ি হালকা করেছি মাত্র। হালকা ভুড়ি না থাকলে জুনিয়র কলিগরা মানতে চাইবে না

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

স্বপনচারিণী বলেছেন: আসুন হাঁটি!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

লাল চাঁন বলেছেন: আমি সময় করে হাটা শুরু করেছি, আপনি কবে শুরু করছেন?

আসুন হাটি এবং ভুড়ির উপর চাপ কমাই

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... ভুড়ি কমানো খুবই জরুরী... ;)

০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৬

লাল চাঁন বলেছেন: বহুত জরুরী ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.