নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভ্রমণকথা-মালা

সভ্যাতা মানুষের তৈরি ,মানুষ সংগ্রামের পথ ধরে বেয়ে চলা সৈনিক । তাই মানুষের জয় অনিবার্য

লালপতাকা

আলোর পথ যাত্রী

লালপতাকা › বিস্তারিত পোস্টঃ

একাত্তরের 'রাজাকার দিইল্লা" এখন মওলানা সাঈদী,ফাঁসি চাই-পাকিস্তানি দালাল নির্মুল কমিটি

০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৮

নেকড়ে যেমন মেষের ছদ্মবেশ নিলেও নেকড়েই থেকে যায়,তেমনি একাত্তরের নরপশু রাজাকার -আলবদররা স্বাধীনতা পর ভোল পাল্টালেও নরপশু রাজাকার আলবদরই থেকে গেছে । একাত্তরের 'রাজাকার দিইল্লা" এখন মওলানা সাঈদী । সে সাঈদী এখন জামায়েতের নায়েবী আমির । বাংলাদেশে তালবেনী স্টাইলে রাষ্ট্র ক্ষমতা দেখা অলীক স্বপ্ন যারা দেখে তাদের মধ্যে সাঈদী একজন ।

তার বিরুদ্ধে অভিযোগ: হুমায়ন আহমেদে পিতা পিরোজপুরের মহকুমা পুলিশ সুপার ফয়জুর আহমেদকে হত্যা ,বিজয়ের প্রাক্কালে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আাবদুল আজিজ নামে একজনকে হত্যা । দেশ স্বাধীন হবার পর যশোরের আত্মগোপন করে পালিয়ে যাই দেশের বাইরে । ফিরে আসে ১৯৮৫ সালে । কোথায় ছিল? অশ্লীল আর অশ্রাব্য ভাষায় তার ওয়াজে বাঙালি জাতিসত্তা এবং স্বাধীনতা ,মুক্তিযুদ্ধের বিরোধীতা ছিল সাধারণ বিষয় । দেশের বিভি্ন্ন্ স্থানে তার ওয়াজ বাধাপ্রাপ্ত হয় । স্বাধীনতা যুদ্ধই সউদখালি গ্রামের ইউসুফ আলী সিকদারের পু্‌এ দেলোয়ার হোসেন ওরফে দিইল্লার ভাগ্যকে বদলে দিয়েছে । যুদ্ধের সময় ঘরজামাই দিই্ল্লা রাজাকার বাহিনীতে যোগ দেয় । নারী -পুরুষ -সংখ্যালুঘু কেউ তার হাত থেকে রক্ষা পাইনি । ৩০০ সদস্যের রাজাকার বাহিনীর নেতৃত্ব দেয় সাঈদী । সাঈদী তার ৫ সহযোগী নিয়ে তৈরি করে "পাচ তহবিল"লুটের মালকে অগনিতের মাল বলে নিজেরা লুটপাট করত । দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন চালায় হিন্দু নারীদের উপর । ১৯৯৭ সালে সাঈদী সগর্বে বলেছে"আমি মানুষ খুন করে থাকলে আমার কোন মামলা হলো না কেনো? সা্‌ঈদীর ফাসি কার্যকর হোক । --

নিবেদক:পাকিস্তানি দালাল নির্মুল কমিটি (পাদানিক)

মন্তব্য ০ টি রেটিং +০/-১

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.