নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভ্রমণকথা-মালা

সভ্যাতা মানুষের তৈরি ,মানুষ সংগ্রামের পথ ধরে বেয়ে চলা সৈনিক । তাই মানুষের জয় অনিবার্য

লালপতাকা

আলোর পথ যাত্রী

লালপতাকা › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের দায় থেকে কি মুক্তি পাবে শেখ মুজিব?

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০

বঙ্গবন্ধু শব্দটির সাথে বির্তক শ্রেনীগত অবস্থান থেকে কারণ একজন ব্যক্তি একসাথে দুটি শ্রেণীর বন্ধুর হতে পারে না । যেহেতু আমাদের সমাজ রাষ্ট‌ এই সমগ্র পৃথিবী দুটি শ্রেনীতে বিভক্ত তাই একজন ব্যক্তি একই সাথে মেহনতি এবং ধনীক শ্রেনীর বন্ধু হতে পারে পারে না । তাই বঙ্গবন্ধু পরিবর্তে শেখ মুজিবই শ্রেয় ।

এই কথা বলতেই হয় শেখ মুজিব এই দেশের মুক্তির আন্দোলনের অন্যতম পৃথিকত । আমরা মনে করি শেখ মুজিব এই দেশের জন্য তার অনেকটুকু দিয়েছেন ৬৬ থেকে শুরু করে ৭১ পর্যন্ত তিনি এদেশের ইতিহাস রচনায় গুরুত্বপুর্ন ভূমিকা রাখে ।

কিন্তু তার এই ভূমিকার চেহেরা স্বাধীন বাংলাদেশে যা দাড়াল তার ভূমিকা নিয়ে বলা প্রয়োজন ছিল ।



নব্য ফ্যাসিবাদ; শেখ মুজিব :

শেখ মুজিব নিজে বহু বছর লড়েছেন বহু দলীয় গনতন্ত্রের জন্য কিন্তু ক্ষমতায় এসেছে গদি ধরে রাখার জন্য টেনে নামালো গনতন্ত্রের দড়ি, শুরু হলো বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ বা বাকশাল,বন্ধ করা হলো মানুষের রাজনীতি করার অধিকার । সেই সময়কার মাওবাদী আন্দোলনের অন্যতম নেতা কমরেড সিরাজ সিকদারকে শেখ মুজিবের নির্দেশে খুন করে তার রক্ষী বাহিনী । 'কোথায় সিরাজ সিকদার বলে" সেদিন হুংকার দিয়েছিল শেখ মুজিব

শেখ মুজিবের এই গনবিরোধী কার্যকলাপকে কেন্দ্র করে জনগনের মধ্যে তীব্র ক্ষোভ গড়ে উঠে একে কেন্দ্র করে গড়ে উঠে -জাসদ কিন্তু এই সংগঠনকে বেশীদিন মাঠের থাকার সুযোগ দেয়নি শেখ মুজিব খুন করে ৩২ হাজার রাজনৈতিক কর্মী,এর দায় থেকে শেখ মুজিব কীভাবে মুক্তি পাবেন।

ইতিহসের এই এক নিয়তি ,ইতিহাস তার নির্দেশিত পথেই চলে । মানুষ যেহেতু ইতিহাসে নির্মাতা ।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

বাংলার হাসান বলেছেন: মতিয়ার, কাদেরে লাশ ফেলে যারা সেদিন বাকশালে যোগ দিয়ে ছিল তাদের ইতিহাস কিছু বলেলন না?

২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

আশফাক সুমন বলেছেন: "শেখ মুজিবের এই গনবিরোধী কার্যকলাপকে কেন্দ্র করে জনগনের মধ্যে তীব্র ক্ষোভ গড়ে উঠে একে কেন্দ্র করে গড়ে উঠে -জাসদ কিন্তু এই সংগঠনকে বেশীদিন মাঠের থাকার সুযোগ দেয়নি শেখ মুজিব খুন করে ৩২ হাজার রাজনৈতিক কর্মী,এর দায় থেকে শেখ মুজিব কীভাবে মুক্তি পাবেন। "---- ভাই, হাসানুল হক ইনু কে এই প্রস্ন টা করেন ।
রাজাকারদের চেয়ে এই সব স্বঘোষিত দেশপ্রেমিক নেতা এবং স্বাধীনতার পক্ষের শক্তির এক মাত্র দাবিদার রা কি ভাল?
আফসোস আমাদের দেশের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.