![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোর পথ যাত্রী
আপনারা জানেন ,আগামী ১৩ ই মার্চ গনজাগরণের মঞ্চের পূর্বঘোষিত সমাবেশ প্রতিহত করার ঘোষনা দেয় হেফাজতে ইসলাম । আমরা দ্ব্যর্থহীনভাবে আওয়াজ তুলতে চাই গনজাগরণের মঞ্চ কোনো ধর্মের বিরুদ্ধে নয় ।
আমরা মনে বাংলাদেশে এখন দু টো চিন্তার পরস্পরের সাথে সংঘষ চলছে। এক ,দেশের স্বাধীনতার পক্ষের শক্তি ,যারা অসাম্প্রাদায়িক বাংলাদেশ চাই যারা মনে করে ঘাতকদের বিচার না হলে তারা ইতিহাসের দায় থেকে মুক্তি পাবে না ,যারা আওযাজ তুলেছে "ধর্ম যার যার ,রাষ্ট্র সবার ,আমার মাটি আমার মা পাকিস্তান হবে না ।
দুই ,এই পক্ষ চাই ,ঘাতকদের মুক্তি। দেশ হবে কেবল তাদের ,মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন তাদের আতংক ,তারা সবাই বলছে "আমরা সবাই তালেবান বাংলা হবে পাকিস্তান "
চট্টগ্রামের জনগণ পাকিস্তানি দালালদের প্রতিহত করার ঘোষণা দিয়ে হেফাজতে হরতাল প্রত্যাখান করেছে ।
মুক্তি আমাদের লড়া্ইয়ে,রাজপথে,,এই আমাদের পণ
২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৩
লালপতাকা বলেছেন: ঘোর বিরোধী বলেই কি আজকে বিকালে কাজির দেউরিতে ১৮ দলের সমাবেশে একই মঞ্চে জামাতের লগে খোলাখুলি করে ,বক্তব্য দেয় ।
৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৪
প্রভাষ প্রদৌত বলেছেন: হিফাজতে ইসলাম কওমি মাদ্রাসা শিক্ষক , আলেম এবং ছাত্রদের সংগঠন - এরা মউদুদি জামাতের আকিদার ঘর বিরোধী । না জেনে কোন মন্তব্য করা মূর্খতা । মধ্যে যে জামাত নাই এটা আপনি কিভাবে শিওর হলেন ???????????
৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৬
পিচ্চি পোলা বলেছেন: আশফাক সুমন বলেছেন:
হিফাজতে ইসলাম কওমি মাদ্রাসা শিক্ষক , আলেম এবং ছাত্রদের সংগঠন - এরা মউদুদি জামাতের আকিদার ঘর বিরোধী । না জেনে কোন মন্তব্য করা মূর্খতা ।
ছাগুমামা, আফনে নিজেই তো বিরাট লেকচার দিয়ে ফেললেন। এই তালেবান জঙ্গিগুলো পাকিস্তানের পা চাটা কুত্তা না আফনি সিওর কচ্ছেন তো?
আপনি স্বাধীন বাংলাদেশের বাতাসে নিশ্বাস নিচ্ছেন আবার স্বাধীনতাবিরোধীদের পা চাটা গোলাম হয়েছেন এটা কি মা-মাটি-মানুষের সাথে প্রতারণা নয়? আল্লাহ কি দেশবাসীর কাছে তেমনটাই চান?
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭
আশফাক সুমন বলেছেন: " চট্টগ্রামের জনগণ পাকিস্তানি দালালদের প্রতিহত করার ঘোষণা দিয়ে হেফাজতে হরতাল প্রত্যাখান করেছে ।
মুক্তি আমাদের লড়া্ইয়ে,রাজপথে,,এই আমাদের পণ "-- বিরাট এক্ টা লেকচার দিলেন ।
হিফাজতে ইসলাম কওমি মাদ্রাসা শিক্ষক , আলেম এবং ছাত্রদের সংগঠন - এরা মউদুদি জামাতের আকিদার ঘর বিরোধী । না জেনে কোন মন্তব্য করা মূর্খতা ।
।