![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোর পথ যাত্রী
লাউয়াছড়া,বাইক্কা বিল,হামহাম,মাধবকুন্ড, জাফলং ও সিলেট এর পথে…:
শ্রীমঙ্গল থেকে জাফলং । সময় ৫ দিন । চট্টগ্রাম থেকে জালালাবাদ এক্সেপেসে উঠছি রাত ৯ টায় । ভাড়া জনপ্রতি ৭০ টাকা । সিলেট যাব । পরের দিন দুপুর ১ টায় পৌছায় শ্রীমঙ্গল । বন্ধু প্রীতম আগে থেকেই গেষ্ট হাউস ঠিক করে রেখেছে । উঠে পড়লাম শ্রীমঙ্গল গেষ্ট হাউসে । হাওড়ের মাছের বৈচিত্র্যময় রান্না খেলাম দুপুরে । বিকেলের সময়টা ঘুরে দেখলাম শ্রীমঙ্গলের চা বাগান গুলো,বোনাস হিসেবে দেখা মিলল আকাশের মত বিশাল কাশবন আর রাবার বাগানের বানরের ঝাঁক । রাতে শ্রীমঙ্গল শহরটা ঘুরে দেখলাম (১ম রাত)। সকালে আমাদের যাত্রা হামহাম এর পথে সমতলের দিগন্ত জোড়া জনপথ ফেলে ,অরণ্যে প্রবেশ । জঙ্গলের পথটা কাদা আর পানিতে ভরপুর ,তেমন কোন বড় পাহাড় না উঠে চলে আসা যায় হামহাম । তবে বৃষ্টি ভালোই ছিল । পাহাড়ে ছেড়ে সমতলে এমন পাহাড়ি পথ বেশ সুন্দর । জঙ্গলের পথটা বেশ উপভোগ্য । হামহাম ঝর্ণার জলে হারিয়ে গেলাম । সন্ধ্যার আগেই ফিরেছি কমলগন্জ্ঞ । রাতে শ্রীমঙ্গল গেষ্ট হাউসে ( ২য় রাত )
সকালেই শ্রীমঙ্গলে বিখ্যাত পায়েস লুচি খেয়ে রওনা হয়েছি বাইক্কা বিলের পথে । ভ্রমন যান একটা মিনি ট্রাক । সারাদিনের জন্য ,প্রথমে বাইক্কা বিল ,পদ্ম ফুল আর অতিথি পাখিতে ঘেরা দেশের বৃহত্তম জলাভূমি । সেই ট্রাকে করে আবার শ্রীমঙ্গল আসলাম । ড্রাইভারসহ দুপুরে খাবার খেয়ে নিলাম । দুপুরের শেষ নাগাদ রওনা হলাম লাউয়াছড়ার পথে,লাউয়ায় ছিলাম প্রায় ৩ ঘন্টা ,এরপর রওনা হলাম মাধবপুর লেকের দিকে ,খোলা ট্রাকে বসে চারপাশটা ভালই উপভোগ করলাম । মাধবপুর লেকের নীল পদ্ম আর স্বচ্ছ জলের বন্ধন অকৃত্রিম । মাধবপুর থেকে সেই ট্রাকে করেই সন্ধ্যায় পৌছাই মৌলভীবাজার । ।সারা দিন খোলা ট্রাকটা আমাদের সাথেই ছিল ।রাতে মৌলভীবাজার ছিলাম(৩য় রাত)
সকালে মৌলভীবাজারের বিখ্যাত মিষ্টি ছিল আমাদের ব্রেকফ্লাস্ট । একটা প্রাইভেট কারে রওনা হলাম মাধবকুন্ড জলপ্রপাতে । তবে মাধবকুন্ড যাওয়ার সড়কটা বেশ ভাঙ্গা । দুপুরে ফিরলাম মাধবকুন্ড থেকে । ওখান থেকে ট্রেনে চেপে রওনা হলাম সিলেটের পথে । প্রথম সিলেট আসা । পড়ন্ত বিকেলে সুরমা নদীর শহর সিলেটে । রাতে ঘূরে বেড়ালাম শাহজালালের মাজার আর আনন্দমোহন কলেজ ,সুরমা ব্রীজ । রাত যাপন সিলেটে (৪র্থ রাত )সকালে লোকাল বাসে চেপে জাফলং এর পথে । তীব্র রোদে মাথায় নিয়ে নৌকায় করে রওনা হলাম জাফলংয়ের জিরো পয়েন্টের দিকে । নীল জলরাশি আর পাথরের জনপথ জাফলং । তবে মেঘালয়ে ঝুলন্ত ব্রীজের দৃশ্যটা সবার মনে থাকার মত । জাফলংয়ের নদী পাথর ভরা । তবে পানিটা বেশ ঠান্ডা আর স্বচ্ছ । বিকেলের মধ্যে সিলেট শহরে পৌছে সরাসরি চলে গেলাম শাহজালাল বিশ্ববিদ্যালয় । রাতে আমাদের ট্রেন ।উদায়ন এক্সপ্রেস (৫তম রাত) সকালে পৌছে যায় প্রিয় শহর চট্টগ্রামে । ৫ দিনের একটা দারুণ ভ্রমণ হলো চা আর সাতকড়া’র শহর শ্রীহট্ট ।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৮
শরৎ চৌধুরী বলেছেন: বেশ তো।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১২
লালপতাকা বলেছেন: একদিনে বাইক্কা বিল + লাউয়াছড়া + মাধবপুর ঘুরা যাওয়া যাবে । শ্রীমঙ্গল থেকে একটা মিনি ট্রাক নিতে হবে । ভাড়া ১৬০০ থেকে ২০০০ টাকা । লেখাটা শুধু মাত্র বেড়ানো নির্দেশমূলক । জালালাবাদ লোকাল ট্রেন । আপনি টাকা না দিয়েও উঠে যেতে পারবেন । পুলিশকে কি কিছু দিলে ,ওরা আপনাকে সিট ছেড়ে দিবে ।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যাওয়ার সময় তো এক বারও কইলেন না?
ভাল থাইকেন।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুণ তো!!
আফসুস বাড়ায়া দিলেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪১
অযুত বলেছেন: চট্টগ্রাম থেকে জালালাবাদ এক্সেপেসে উঠছি রাত ৯ টায় । ভাড়া জনপ্রতি ৭০ টাকা । সিলেট যাব ।
এইখানে কনফিউসড। ভাড়া মাত্র ৭০ টাকা!! কেমনে কি?
বাইক্কা বিল সম্পর্কে আরেকটু বলেন। ভ্রমণ কবে করেছিলেন? বাইক্কা বিল যাওয়ার জন্য ট্রান্সপোর্টেশন ভালো কি? রাস্তা কেমন? কত টাকা লাগতে পারে একজনের জন্য? বিলের আশেপাশে আরো কিছু দেখার আছে কি? মোটের উপর জায়গাটা কেমন? একটু ধারণা দিলে বেশি ভালো হয়। পোস্ট পড়ে পুরাটা বুঝিনি।
বাইক্কা বিল থেকে লাউয়াছড়া কতদূর? ফিরার রাস্তা ভালো কি?
একদিনে বাইক্কা বিল + লাউয়াছড়া + মাধবপুর ঘুরতে চাই। রাস্তার হিসাবটা পেলে ভালোই হয়। তারপর ভেবে দেখবো।
পোস্ট প্লাস।