![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্দি পরিষ্কার করতে কেবল মাস্কটা খুলেছি, এমন সময়ই অঘটনটা ঘটলো! কেন যে বাইরে এসেছিলাম এই অবেলায়।
মাস্ক পরলে দম বন্ধ হয়ে আসে আমার, ইলাস্টিকের টানে কানে ব্যথা হয়, তবু কষ্ট করে পরেছিলাম। মাস্ক পরে বের না হলে পুলিশ প্রশাসন খুব প্যাদানি দিচ্ছে। নিজকে রাজনৈতিক দলের পরিচয় দিয়েও লাভ হচ্ছেনা দেখলাম।
বাজারে N95 মাস্ক পাওয়া যায়না, ১০-১৫ টাকার গেঞ্জি কাপড়ের/ টিস্যুকাপড়ের মাস্ক, জায়গাভেদে ৮০ টাকায়ও বিক্রি হচ্ছে, যেখানে ১ কেজি চাউলের দামও মাস্কের দামের তুলনায় কম।
হ্যাঁচ্চো...ও...ও...!
হাঁচিটা এমন হঠাত করে এলো, নাকেমুখে কিছু দেয়ারও টাইম পেলাম না। ফলস্বরূপ সামনে দাঁড়ানো সুন্দরী মেয়েটার শরীর ভরে গেলো ক্রীম কালারের সর্দিতে!
গত এক সপ্তাহ যাবত গলায় প্রচন্ড ব্যথা, ঢোক গিলতে এত বেশি পরিমাণে কষ্ট হচ্ছে লিখে বোঝানো যাবেনা। শরীরের তাপমাত্রা সবসময় ১০০'র উপর। হোম কন্টেইনারে(!) থাকতে অনেক কষ্ট, যারা আছেন তারা বুঝতে পারছেন অবশ্যই!
ডাক্তারের কাছে গিয়েছিলাম, উনি তিনহাত দূর থেকে শুনলেন আমার কথা, কোনো টেস্ট করেননি। বলেছেন সাধারণ সর্দি-জ্বর, আবহাওয়া পরিবর্তনের কারণে হয়েছে। তিনবেলা প্যারাসিটামল খেলে সেরে যাবে... ডাক্তারের কথা, কি করে অমান্য করি?
গত কয়েকদিন থানকুনি পাতার বেশ কিছু রেসিপি করে খেয়েছি... কাঁচা চিবিয়ে, বেটে ভর্তা করে। মরহুম শিশুপীরের কথায় গরম মশলার সাথে আদা আর কালোজিরা বেটে চায়ে গুলিয়ে খেয়েছি, করোনা কি করে এটাক করে দেখবো!
শুনেছি বিদেশ থেকে নাকি অনেকগুলো টেস্ট কীট পাঠিয়েছে, ওগুলো হয়তো বড়লোকদের পরীক্ষা করার জন্য। এত দামী কীট, আমার মত গরীবের জন্য কেন নষ্ট করবে তারা?
বিঃদ্রঃ আমি মরে গেলে সর্দি-জ্বরেই মরবো, করোনা'য় মরার প্রশ্নই ওঠেনা! দেশে করোনা বলে কিছু নেই!!
©somewhere in net ltd.