নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টেকনোলোজি পাগল

লামিয়া মাহমুদ

আমি টেকনোলোজি নিয়ে অনেক গবেষণা করি, এবং শেয়ার করি।

লামিয়া মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

হরতাল এর পেড়াই ‘REXposed’ বাচাই দিল।

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২০





৩ দিন হরতাল গেলো কিছুদিন আগে, এখন আবার সামনে ২ দিন হরতাল, কিছুই করার নাই। গত হরতাল গুলর সময় ভাব্লাম টি ভি দেখবো, টি ভি ছেরে দেখি বিজ্ঞাপন আর বিজ্ঞাপন, ১০ তা চ্যানেল ঘুরলাম দেখি সব জাগাই খবর আস্তেসে। মেজাজ তা তো খারাপ হয়ে গেলো, এম্নেও হরতাল আবার টি ভি তে শিবির এর খবর।

৩০ মিনিট অপেক্ষা করে আবার টি ভি ছাড়লাম, দেখি বি এন পি এর নেতার চেহারা, আমার তো ইচ্ছা হচ্ছিল টি ভি এর উপরে পাথর ফালাই এবং বাসার শিবির হয়ে যাই। কিন্তু ভাব্লাম যে থাক।

কিছুই করার ছিল না দেখে আমার ফ্রেন্ড কে ফোন দিয়ে বললাম যে ‘মামা আমি পুরাই বোর হয়ে গেছি, কিছু করি’ বন্ধু বলে যে সে তো বাহিরে, আমাকে ল্যাপটপ খুলে REXposed দেখতে বল্ল। আমি তো অবাক, ভাবসি কোন পর্ণ এর নাম, আমি বললাম যে ভাই এইসব দেখার ইচ্ছা নাই একদম। বন্ধু গালি দিয়ে বল্ল যে দেখ বেটা ফুয়াদ রিমিক্স কে পুরাই মামু বানাইসে , পরে গুগল খুলে REXposed সার্চ দিলাম, দেখি স্যামসাঙ এর ফেসবুক পেজ এ গেল।

ভিডিও দেখার আগে আমার এক অভ্যাস যে আমি কমেন্ট গুলো পরি, এগুলার কমেন্ট পরে বুজলাম যে জিনিষ টা আসলেই অন্যরকম। পরে ভিডিও টা দেখলাম, পুরা ৪ মিনিট আমার মুখ থেকে শুধু এটা সুনা গেছে ‘আহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাআহাহাহ’ ভাই আপনি... একটু... ধরাধরি করতেছেন কেন??

এটাকি আসল চুল নাকি ঘোড়ার কোন......?? এইসব কথা ভিডিও তে দেখে তো আমি হাসতে হাসতে শেষ ।

ফুয়াদ মামা আর কোন দিন মনে হয়না ইন্টার্ভিউ এর জন্য রাজি হবে। হাহাহাহাহা্‌।

আজকে আবার হরতাল দিছে, বোর হয়ে থাকলে এখন ই REXposed দেইখো বন্ধুরা।

দেখার লিঙ্ক - Click This Link



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: অস্থির! পুরাই অস্থির!

২| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অন্যের লিখায় কমেন্ট করুন , পরিচিত হউন , শুভ কামনা রইল ।

৩| ২৯ শে মে, ২০১৩ রাত ৩:৪৪

প্রিন্স হেক্টর বলেছেন: জায়ি দেইক্কা য়াচি গিআ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.