| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা বিভাগ এর নাম চেঞ্জ করে আহসান মঞ্জিল বিভাগ, সিলেট কে চা বাগান বিভাগ , খুলনাকে সুন্দরবন বিভাগ নামকরন করা ঊচিত।
ডিম আগে না মুরগী আগে
কুমিল্লাই যদি বিভাগের নাম না হয় তাহলে এই বিভাগের স্বার্থকতা কি?
২|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯
রিফাত হোসেন বলেছেন: shunta kharap lagche na. chola
৩|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ১৭৭৯সালে কুমিল্লা জেলার গোড়াপত্তন হয়েছিল। দেশের প্রাচীনতম ৪টি পৌরসভার একটি কুমিল্লা। বাকী ৩টি হল ঢাকা,চট্টগ্রামও ময়মনসিংহ। ঢাকা চট্টগ্রাম বিভাগ হয়ে গেছে বহু আগেই। ১৯৬২ সালে কুমিল্লাকে বিভাগ ঘোষণার সব আয়োজন চূড়ান্ত হলেও তখন আর সেটা হয়নি। কুমিল্লা একটি ইতিহাস ঐতিহ্যের জেলা হয়েও কুমিল্লার মানুষ দীর্ঘদিন যাবত অবহেলিত। কুমিল্লাকে বিভাগে বাস্তবায়নে রূপান্তর করতে জেলাবাসীর দীর্ঘদিনের দাবী। সে দাবী পূরণ হলে ব্যতয় ঘটল নামে ...২০১৫ সালে নজরুল জন্ম জয়ন্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছেন যদি কুমিল্লায় বিভাগ হতে হয়, তাহলে কুমিল্লার নামেই বিভাগ হবে। কিন্তু তিনি আজ সেই কথা ভুলে গেছেন। এখন বলছেন নাকি কুমিল্লাসহ পরবর্তী যত বিভাগ হবে জেলার নামে হবে না।-----------তাহলে তো পুরাতন সব বিভাগের নাম্-ই পরিবর্তন করা উচিত।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই দেখছি গর্তে পরার অবস্থা