| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুম’আর দিন হল সর্বোত্তম দিন। এ দিনে যা কিছু ঘটেছিল ~~~~
১. এই দিনে আদম (আঃ) কে সৃষ্টি করা হয়েছিল,
২. এই দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল,
৩. একই দিনে তাঁকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। (মুসলিমঃ৮৫৪)
৪. একই দিনে তাঁকে দুনিয়াতে পাঠানো হয়েছিল,
৫. এই দিনেই তাঁর তওবা কবুল করা হয়েছিল,
৬. এই দিনেই তাঁর রূহ কবজ করা হয়েছিল।
(আবু দাউদঃ১০৪৬)
৭. এই দিনে শিঙ্গায় ফুঁক দেওয়া হবে,
৮. এই দিনেই কিয়ামত হবে,
৯. এই দিনেই সকলেই বেহুঁশ হয়ে যাবে।
(আবু দাউদঃ১০৪৭)
১০. প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, আকাশ, পৃথিবী, বাতাস, পর্বত ও সমুদ্র এই দিনটিকে ভয় করে।
(ইবনে মাজাহঃ১০৮৪, ১০৮৫; মুয়াত্তাঃ৩৬৪)
সুবাহান'আল্লাহ!!!
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৬
গর্তে পরছি বলেছেন: চাদগাজী
আমি ভাই ডিউটিতে যাই
২|
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৭
চাঁদগাজী বলেছেন:
শুক্রবারে ডিউটিতে, বলেন কি?
৩|
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৩
গর্তে পরছি বলেছেন: হুম হাফ ডে ছুটি
৪|
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩২
সৌমিক আহমেদ খান বলেছেন: বেহুশ হওয়া উত্তম?
৫|
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর পোস্ট
৬|
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৩
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছি!!!
আপনার জন্য শুভকামনা !![]()
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬
গর্তে পরছি বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ
৭|
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের ১৭ কোটীর মাঝে ১০ কোটীর জন্ম তারিখ জানা নেই; হযরত আদমেরটা জানা আছে?
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৬
চাঁদগাজী বলেছেন:
শুক্রবার বিকেলে ইহুদীরা রেস্ট নেয়, আপনার কি অবস্হা?