নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন মুসলিম

একজন মুসলিম

একজন মুসলিম › বিস্তারিত পোস্টঃ

সকল মূর্তি ভাস্কর্য , সকল ভাস্কর্য মূর্তি নয়

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:২৮


১। সকল মূর্তি ভাস্কর্য , সকল ভাস্কর্য মূর্তি নয়।
২। বিভিন্ন মুসলিম দেশে মূর্তি/ভাস্কর্য আছে বলেই সেটা বৈধতার দলিল নয়, যেমন সকল মুসলিম দেশে দূনীর্তি আছে বলেই দূর্নীতি বৈধ নয় ।
৩। অনেক মুসলিম দেশে প্রাচীন মূর্তি/ভাস্কর্য অপসারন হয়নি , বিধর্মীর স্থাপনা/উপাসনালয় ভাঙ্গা নবী(সাঃ) নিষেধ আছে।
৪। নবী(সাঃ) ও সাহাবা বহু দেশ শাসন করেছেন কিন্তু নতুন করে মূর্তি/ ভাস্কর্য নির্মান করেন নাই।
৫। প্রাচীন স্থাপনা জাতির ঐতিহ্য, নতুন স্থাপনা নির্মান ঐতিহ্য নয়, বাংলাদেশে ৫০-১০০ বছরের পুরাতন মুর্তি/ভাস্কর্য কোথায়?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:২৮

এভো বলেছেন: ভাষ্কর্য ইসলামর অবৈধ নহে । সুরা সাবার ১২ এবং ১৩ নং আয়াত দেখতে পারেন , ধন্যবাদ

৩০ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:৪৪

একজন মুসলিম বলেছেন: ১২/১৩ আয়াতে "জিন" "সোলায়মান"এর ইচ্ছানুযায়ি ভাস্কর্য নির্মান করত বলা হল। আপনি জিন ? জিন হলে সোলামানএর জন্য ভাস্কর্য নির্মান করেন -----মানুষের আপত্তি নাই

২| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৬

এমেরিকা বলেছেন: ৬। মূর্তি কণভাবেই রস্তাঘাটের সৌন্দর্য বৃদ্ধি করেনা, বরং ফুলের গাছ, বর্ণালী আর্টিফ্যাক্ট এবং উপযুক্ত রক্ষণাবেক্ষণ রাস্তাকে আকর্ষণীয় করে তোলে।
৭। ইবরাহীম (আ) নিজ হাতে মূর্তি ভেঙ্গেছিলেন। মূসা (আ) গাভীর মূর্তি ধ্বংস করেছিলেন। রাসূল (স) আবু সুফিয়ানকে দিয়ে কাবা ঘরের মূর্তি অপসারণ করিয়েছিলেন। মূর্তি যে জঞ্জালের আরেক নাম - এই তিনটি ঘটনা তার উপযুক্ত প্রমাণ।
৮। ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী শয়তানের ওয়াসওয়াসায় কেইন প্রথম মূর্তিপূজার সূচনা করেছিল।
৯। খ্রিস্টান ধর্মে মূর্তি বানাতে কঠোরভাবে নিষেধ করা আছে। তারা ধর্মকে বুড়ো আঙ্গুল দেখানোর জন্যই মূলত ব্যাপকভাবে মূর্তি বানায়।

৩| ২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: ওকে।

৪| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:৩৯

এভো বলেছেন: ভাষ্কর্য গুলো জিন বা এলিয়ান বানাক, সেগুলো কি মানুষের কাছে দৃশ্যমান হবে না? যদি ভাষ্কর্য হারাম হোত, তাহোলে মানুষের সামনে কেন দৃশ্যমান করা হোল?

৫| ৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৫

একজন মুসলিম বলেছেন: জিন নির্মিত ভাস্কর্য দেখার/জানার সুযোগ পাই নাই, আপাতত নিজ জাতির মানুষ নিয়ে ব্যস্ত আছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.