নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজ্ঞানের আলোয় আলোকিত হোক জরাময় পৃথিবী

সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার

আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি -- না ঘরে, না বাইরে ; না বাইরে, না ভিতরে ; না ভিতরে, না ইতরে ! আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি -- না নরের, না নারীর ; না আত্মীয়ের, না আততায়ীর; না আস্তিকের, না নাস্তিকের; না কবির, না নবির । আমার গলা নারীর বন্দনাগীতগায়নি , জিভ থেকে পুরুষের স্তবক বেরোয়নি , আমার হাত কারো পা ছোঁয়নি, চোখ কারো ভণ্ডামো এড়ায়নি, ঠোঁট ঢুকে পড়েনি অপঠোঁটে, এক নায়িকার খামখেয়ালে আমার শরীর করেনি ওঠবস , আমার মগজ কাউকে দেয়নি পূর্ণ বা খণ্ডকালীন দাসখত ! আমার আত্মঘাতে ঘা খেয়ে উঠেছে পেশিবহুল পুরুষও , আমার বিষবাক্যে চিত্কার করে উঠেছে পূজাপ্রত্যাশী নারীও ! ধুতি-টুপিতে টান পড়ায় চিত্কার করে উঠেছে ধর্মজীবী ধার্মিকও , অজ্ঞাতনামা রোগে রাগান্বিত হয়ে উঠেছে নার্সিসাস নাস্তিকও ! অবশেষে, আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি ! তোষামুদে-জন প্রিয় হয় সবার, এই হলো পরিহাস ; তোষামোদ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস ! facebook.com/lazyfahim

সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার › বিস্তারিত পোস্টঃ

স্পেসশাটল

২৭ শে মে, ২০১৫ সকাল ৮:১২




স্পেস শাটল রকেটের মতো মহাশূন্যে উৎক্ষিপ্ত হতে পারে এবং গ্ল্যাইডারের মতো পৃথিবীতে ফিরে আসে ।
এই স্পেস শাটল গুলো প্রায় 100 টি জেট বিমানের থেকেও বেশী শক্তিশালী । এটি প্রায় 8 (Eight) মিনিটের মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডল ত্যাগ করে ।
এর আরও একটা ভালো দিক হচ্ছে যে, এটাকে পুনরায় ব্যাবহার করা যায় বা পৃথিবীতে ফিরিয়ে আনা যায় ।
এই স্পেস শাটল গুলো সাত সদস্যের ক্রু (Crew) বহন করতে পারে । আর, এটা অনেক ভরও বহন করতে পারে ।
10423656_739823722794905_7843560291509658027_n
স্পেস শাটল উৎক্ষেপণ করা হয় বিশাল জ্বালানি ট্যাঙ্ক এবং দুইটি বুস্টার রকেটের সাহায্যে ।
স্পেস শাটল পৃথিবীতে ফিরে এলে এটা ঠিক গ্ল্যাইডারের মতো ভূমিতে অবতরণ করে ।
বিশেষ করে, ত্রুটিপূর্ণ কৃত্তিম উপগ্রহ মেরামত করার জন্য স্পেস শাটল ব্যাবহার করা হয় ।
স্পেস শাটল যখন বায়ুমণ্ডল ত্যাগ করে তখন বায়ুমন্ডলের সাথে সংঘর্ষে প্রচুর তাপ উৎপন্ন হয়।
এই উৎপন্ন তাপ থেকে স্পেস শাটলটিকে সুরক্ষিত রাখার জন্য Space Suttle এর নিচের অংশে প্রবল তাপরোধী সিলিকা সিরামিকের টাইল যুক্ত করা হয়।
এই সিলিকা সিরামিক এতোই তাপরোধী যে,
তপ্তলাল একটুকরো সিরামিকের টুকরোকে হাত দিয়ে ধরা যায়, কারন ভিতরের তাপ খুব সহজে বাইরে পরিবাহীত হতে পারে না ফলে হাত পুড়ে যায় না এবং এতে করে স্পেস সাটল সুরক্ষিত থাকে ।
10731169_739823726128238_7532920453527137030_n
চিত্রে, যে স্পেস শাটল দেখানো হয়েছে, তা হচ্ছে Hubble Space Telescope এর ।
1990 সালের 29 এপ্রিল Hubble Space Telescope কে কক্ষপথে রেখে Edwards Air Force Base এ ফিরে ওই স্পেস
স্পেস শাটল। copyright science everything team

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৫ সকাল ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: জানলাম

২৭ শে মে, ২০১৫ সকাল ১১:৫৮

সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: জানাই তো মানুষের কাজ

২| ২৭ শে মে, ২০১৫ সকাল ৯:২৯

শাহরিয়ার নীল বলেছেন: জানলাম

৩| ২৭ শে মে, ২০১৫ সকাল ৯:৪৬

ঢাকাবাসী বলেছেন: বেশ তথ্যসমৃদ্ধ পোস্ট, ভাল লাগল্

২৭ শে মে, ২০১৫ সকাল ১১:৫৯

সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: থ্যানক্স ঢাকাবাসী ভাই। আপনার পোস্টগুলা খুব মিস করতেছি।অই যে ১০০ তলা অয়ালা পোস্টগুলা

৪| ২৭ শে মে, ২০১৫ সকাল ১০:৪৪

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: চড়তে মুঞ্চায় :D ধন্যবাদ পোস্টের জন্য।

২৭ শে মে, ২০১৫ দুপুর ১২:০০

সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: অকে আপনার জন্যে আমার নাতিকে একটা টিকেট বুক করে রাখতে বলব

৫| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৬

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর তথ্য জানলাম ।

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: আপনার কলম কালি শেষ হলেও যেন টাইপ করার শক্তি ক্ষয় না হয়ে যায় হা হা হা।ধন্যবাদ

৬| ০২ রা মার্চ, ২০১৭ ভোর ৬:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মুল্যবান সচিত্র তথ্য জানানোর জন্য ।

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৪২

সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.