![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি -- না ঘরে, না বাইরে ; না বাইরে, না ভিতরে ; না ভিতরে, না ইতরে ! আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি -- না নরের, না নারীর ; না আত্মীয়ের, না আততায়ীর; না আস্তিকের, না নাস্তিকের; না কবির, না নবির । আমার গলা নারীর বন্দনাগীতগায়নি , জিভ থেকে পুরুষের স্তবক বেরোয়নি , আমার হাত কারো পা ছোঁয়নি, চোখ কারো ভণ্ডামো এড়ায়নি, ঠোঁট ঢুকে পড়েনি অপঠোঁটে, এক নায়িকার খামখেয়ালে আমার শরীর করেনি ওঠবস , আমার মগজ কাউকে দেয়নি পূর্ণ বা খণ্ডকালীন দাসখত ! আমার আত্মঘাতে ঘা খেয়ে উঠেছে পেশিবহুল পুরুষও , আমার বিষবাক্যে চিত্কার করে উঠেছে পূজাপ্রত্যাশী নারীও ! ধুতি-টুপিতে টান পড়ায় চিত্কার করে উঠেছে ধর্মজীবী ধার্মিকও , অজ্ঞাতনামা রোগে রাগান্বিত হয়ে উঠেছে নার্সিসাস নাস্তিকও ! অবশেষে, আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি ! তোষামুদে-জন প্রিয় হয় সবার, এই হলো পরিহাস ; তোষামোদ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস ! facebook.com/lazyfahim
বড় করে দেখুন
মহাকাশে তো কত কিছুই রয়ছে। যেমনঃধুলিকণা,গ্
রহানু,গ্যস,উল্কাপিণ্ড, গ্রহ, নক্ষত্র,
উপগ্রহ ইত্যাদি।সাধারণত গ্রহের নিজের আলো
থাকে না আর নক্ষত্রাদির নিজের আলো থাকে।
নক্ষত্র কে আমরা দূর আকাশে উজ্জ্বলিত
দেখি। একটি বিশেষ ধরনের নক্ষত্র আছে যা দেখা
যায়না।কিন্তু এক্স-রে রশ্মি তে এর আস্তিত
বোঝা যায়। এই বিশেষ তারকার নাম ব্লাক হোল
একে দেখা না গেলেও এর প্রবল মাধ্যাকর্ষণ বল
অনুভব করা যায় । আসলে এটি কালো। কারণ এর.
মাধ্যাকর্ষণ এত বেশি যে এখান থেকে কোন আলো বের
হতে পারে না।
.
এটি অন্য নক্ষত্র এর তুলনায় কয়েকশগুন বড় হয়ে
থাকে। তাই সে তার মাধ্যাকর্ষণ শক্তির
মাধ্যমে অনায়াসে তার পশের নক্ষত্র কে গ্রাস
করে নিতে পারে।গবেষনায় দেখা গেছে যে প্রত্যেক
gallaxy এর কেন্দ্রে কমপক্ষে একটি ব্লাক হোল
আছে। আমাদের gallaxy মিল্কিওয়ে
ও তার ব্যতিক্রম নয়। তবে ভয় নেই আমরা এখনো
ব্লাক হোল থেকে নিরাপদ দুরে আছি।
ব্লাক হোল আসলে কালো নয়। এর থেকে আলো বের হতে
পারে না আবার আলো পড়লে প্রতিফলিত হতে পারে
না তাই এটি কে কালো মনে হয়।
Brought you by The Science everything team join us
our website
২৮ শে মে, ২০১৫ রাত ১১:৫৯
সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: হা হা আপনাকে নিয়েই কথা হচ্ছিল
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৫ দুপুর ২:১৮
কৃষ্ণবিবর বলেছেন: কালা তাইলে কারে কয়?