নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কিছুদিন আগে নব্য সপ্তমাশ্চর্য্যে সুন্দরবনের নাম ঢুকানোর জন্য যারপরনাই কষ্ট করেছি অনলাইনে। ভোট দিয়েছি। যারা এর পিছনে কাজ করেছিলেন তাদের বক্তব্য ছিলো সুন্দরবনকে বাঁচাতে আামাদের এই কাজ করতে হচ্ছে। কিন্তু এখন কি দেখছি? কোথায় তেনারা? কোটি কোটি টাকার এসএমএস আর অনলাইনের খরচ দিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ সেই যজ্ঞে মেতেছিলাম। আর আজ দেখি প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় সংকটে সুন্দরবন!
কোথায় সেই সব দেশ ভক্ত ব্যবসায়ি, যারা আমাদেরকে এসএমএস করিয়ে পয়সা খরচ করালেন? অথচ আজ তারা উধাও। এভাবেই আমরা হুজুগে মাতি, যার খাওয়ার সে ঠিকই খেয়ে চলে যায় ......
Click This Link
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮
মদন বলেছেন: দেশে যখন যে হুজুগ চলে তার বিপরিতে গেলেই তো বিপদ, আপনি হয়ে যাবেন প্রতিপক্ষ। হুজুগ যেদিকে চলবে, সেদিকে আমাদের মত দিয়ে যেতে হবে, ঠিক বেঠিক সেটি পরে