নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

ভাইবা সারতারিনাই, প্রস্তাব আয়া পড়ছে!

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮

সকাল বেলা। ভুড়ি কমানের জন্য দৌড় ঝাপ সাইরা বাসার পথে রওনা দিছি। ঘাম পড়তেছে নাক মুখ আর চোখ ছাপায়। দেহি এক রিকশাওয়ালা পাশ দিয়া যাইতেছে, মনে হয় তার দমটা বাইর হৈয়া যাইতেছে! তাকায় দেহি দুই হুজুরে রিক্সায় বৈছে, এমন মোডার মোডা মনে হয় হেগো লাইগ্যা স্পিশাল কমোডের ব্যবস্থা করা লাগে। যাই হোক বিষয়টা দেইখ্যা দিলটা বড়ই পেরেশান হৈলো। ভাবলাম এহন তো ব্যাটারির রিক্সা বাজারে আইছে। এই ব্যাটারির সাথে আরো একটা মেশিন ফিট করতে হৈব। ওজন মেশিন! রিক্সায় উডোনের আগে ওজন নিবো রিক্সাওয়ালা , তারপরে ওজন বুইঝ্যা ভাড়া নিবো। ঠিকই তো? ২০ কেজির মানুষ বহন করতে যে ক্যলরী তার পুড়ানো লাগে, তার চেয়ে ২০০ কেজির মানুষ বহন করতে তার অনেক বেশী ক্যলরী তথা জীবনী শক্তি খরচ করা লাগে। সুতরাং এই সিষ্টেম চালু হৈলে ওজন পুরন (গুন চিহ্ন) দুরত্ব সমান সমান কত হবে সেটা হিসাব করে বেচারা ভাড়া চাইতে পারবো।

সরকার ইচ্ছা করলে সিএনজির মতো রিক্সাতেও ডিজিটাল মিটার বসায়া দিতে পারে। সেখানে ওজনের সাথে দুরত্বের একটা নির্দিষ্ট ভাড়া ক্যালকুলেমন করে ফিট করে দিলেই হলো। এটাশুধু রিক্সা না, সিএনজি বা অন্যান্য ট্রান্সপোর্টেও ইউজ করা যায়। এই সব ভাবতে ভাবতে বাসায় ফিরলাম। আইজ বাংলা নিউজ ২৪ খুইল্যা দেহি সর্বনাশ! আমার চিন্তা ভাবনা চুরি হৈ গেছে।





মুটিয়ে যাওয়া নিয়ে দুঃখ কার না থাকে! সে দুঃখ আরও বাড়াতে এবার প্রস্তাব আসছে মোটা শরীরের যাত্রীদের জন্য প্লেনে ভাড়া দ্বিগুন করে দেওয়া। শরীরের ওজন মেপে ভাড়া নির্ধারণ! ৯ স্টোন যার ওজন তার চেয়ে ১৮ স্টোন ওজনধারীর ভাড়া দ্বিগুন।



এয়ারলাইন্সগুলো যখন বাড়তি জ্বালানি দরের সঙ্গে খাপ খাইয়ে নিতে হিমশিম খাচ্ছে তখন কোন যাত্রী কতটুকু ওজন নিয়ে ফ্লাইটে উঠলেন আর কতটুকু জায়গা দখল করে বসলেন সে বিষয়ে একটু হিসেবি না হলে আর চলছে না তাদের। ....... পেলেন আলারা যদি ওজন মেপে বাড়তি ভাড়া নিতে পারে, তাইলে রিকশাওয়ালাদের কি দোষ? মোটা মানুষ বহন করতে বিমান আলাগো অতিরিক্ত তৈল পুড়ে, আর রিক্সা ওয়ালাগো কি শরীর পুড়ে না?



লিঙ্কু: Click This Link

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

বিষন্ন পথিক বলেছেন: পেলেনে মোডার জইন্ন ডাবল ভাড়া নিলি ডবল খানা পিনা দিতি হইবেক ;)

২| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪

যুবায়ের বলেছেন: হাসতে হাসতে শেষ =p~ =p~ =p~ =p~

৩| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

এস এইচ খান বলেছেন: সরকার আর রিকসাওয়ালাদেরকে এই কুবুদ্ধি বাতলানোর জন্য আপনার ব্যান চাই :-B =p~

৪| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮

জীবন্মৃত০১ বলেছেন: চিকনা মানুষের জন্নি হাফ ভাড়া নিব কিনা হেইয়া আগে কনফার্ম করতে হইবেক।

৫| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১১

রিমন রনবীর বলেছেন: পেলেনের ব্যান চাই :P

৬| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০১

শাকিল ১৭০৫ বলেছেন: কন কি তাইলে আমার কি হইবেক :-& :-& :-& :-&

৭| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

সুমন ২০১২ বলেছেন: ভালা হইছে.

৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১

নাহিদ সৈকত বলেছেন: ভালোতো, ভালো না...??

বাংলালিংক দামে খানা পাইসে আর খাইতাসে, খায়া খায়া মুডা হইতাসে।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

এরিস বলেছেন: কুবুদ্ধি বের করার জন্যে মাইনাস /:)

২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৭

আহলান বলেছেন: ইর্ক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.