নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

আসুন প্রকৃত দেশপ্রেমি হই ....

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭

আমরা সবাই এই দেশকে ভালোবাসি। বিশেষ করে অনলাইনে দেশ প্রেমের কথা লিখে লিখে সয়লাব করে ফেলি। এবার আসেন প্রকৃত অর্থেই একটু দেশ প্রেমি হই। আসছে ১৪ই এপ্রিল, ২০১৩ পহেলা বৈশাখ। বাঙলা নববর্ষ। (সবাইকে আগাম শুভেচ্ছা!)। এই বৈশাখ বরণে ভিন্নতম আয়োজন হলো পান্তা ইলিশ। শখ করে এই দিন যেনো এই খাবারটি না খেলেই নয়। এটি গ্রহণ না করলে যেনো আমাদের বাঙালিত্ব খারিজ হয়ে যায়। অথচ এই লোক দেখানো বাঙালিত্বপণা করতে গিয়ে দেশের কোটি কোটি রুপালী সম্পদের ক্ষতি করি আমরাই এই কথিত দেশপ্রেমী। বলার অপেক্ষা রাখে না, এই পহেরা বৈশাখকে সামনে রেখেই হাজার হাজর জাটকা নিধন করা হয়।



আসুন এই বৈশাখে আমরা নতুন স্লোগানে উদ্ভুদ্ধ হই আর প্রকৃতই দেশপ্রেমীর মতো আচরণ করি :

প্রকৃত দেশ প্রেমি যারা, জাটকা খাইনা তারা।

যে খাবে জাটকা, তাকে ধরে আটকা।



লিঙ্কু: Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

বোকামন বলেছেন:



প্রকৃত দেশ প্রেমি যারা, জাটকা খাইনা তারা।
যে খাবে জাটকা, তাকে ধরে আটকা

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪

আহলান বলেছেন: ভাইজান বোকামন, পোষ্টে মন্তব্যর অবস্থা দেখে মনে হচ্ছে আমরা সবাই অনলাইন দেশ প্রেমী। জাটকা নিধন বন্ধ হবে না ...

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬

বোকামন বলেছেন: অ।ট।

ভাই আমার,
আমি খুবই সাধারণ মানুষ; দেশপ্রেমের সংজ্ঞায় হয়তো কাঁচা !
তবুও লিখছি ....

শুধু পোস্ট করে আর তাতে মন্তব্য করেই দেশের প্রতি দায়িত্ব শেষ হয়ে যায় না। এটিও দায়িত্বের একটি অংশ মাত্র । সে অংশের ক্ষুদ্র অংশ হতে, আমাদের পোস্ট বা মন্তব্য করা। হিট না হতে পারে, ভালো সাহিত্য-মান না হতে পারে .... তবুও চেষ্টা অব্যাহত থাকুক যার যার অবস্থান থেকে .....

“মা” কে ভালবাসতে চাই, দায়িত্ব পালন করতে চাই .... কোন প্রতিদান ছাড়াই .......

ভাই অপ্রাসঙ্গিক মন্তব্য করে গেলাম .... ক্ষমা করবেন .....

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

আহলান বলেছেন: ঠিক বলেছেন ..... ধন্যবাদ ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.