নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি হরতাল ডেকেছিলো ৩৬ ঘন্টার। মঙ্গল আর বুধ বার। হরাতলের কারণ ছিলো আমান সহ গ্রেফতার কৃত নেতাদের মুক্তির দাবী। সেই হরতালের শুরুতে আবার সালাউদ্দিনকে গ্রেফতার করা হলো। কি কারণে করা হলো সেটা সরকারই ভালো জানেন। আমরা কেউই হরতালের পক্ষে নই। সুতরাং সবাই চাই হরতাল আহ্বানকারীদেরকে হরতাল দেওয়া থেকে নিবৃত করতে। সাধারণ জনগন অবশ্যই সেটা চায়।
কিন্তু সরকারের আচরণ দেখে মনে হয় সে বিএনপি কে দিয়ে মাঠে আরো হরতাল করাতে চায়। বিএনপির নেতাদেরকে মুক্তি দিলে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, জামিন না দিয়ে সরকারের এমন কি ফায়দা হচ্ছে সেটা কি কেউ বুঝতে পারছেন?
আমার তো মনে হয় বিএনপি যদি বলে সরকার তাদের নেতা কর্মিদের মুক্তি দিলে তারা হরতাল পালন করব, তাহলে সরকার সাথে সাথে তাদের মুক্তির ব্যবস্থা করবে। কারণ তারা চাচ্ছেই একটা ধোয়াসা তৈরী হোক। বিএনপি মাঠে নামুক, হরতাল নৈরাজ্য সৃষ্টি করুক। ফলে তাদের কৃত লাখ লাখ দূর্ণিতির দিকে মানুষের দৃষ্টি পড়বে না।
শেয়ার কেলেঙ্কারী, পদ্মা সেতু , সাগর রূনী হত্যা, হলমার্ক কেলেঙ্কারী, ইলিয়াস গুম, বিডিআর হত্যা সহ ছোট বড় হাজারো ইস্যু এসব জামাত শিবির হেফাজতে ইসলাম আর বিএনপির আন্দোলোনের মাঝে চাপা পড়ে যাক। বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করে তারা চাইছেই একটা ।াশান্ত পরিবেশ জিইয়ে রাখতে, তাদের সুবিধার জন্য। গতকাল সালাউদ্দিনকে গ্রেফতারের মধ্যে দিয়ে এই মেসেজটিই প্রকাশ পেয়েছে ..........
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭
আহলান বলেছেন: এরই ধারাবহিকতায় ব্যারিষ্টার মওদুদ ও রফিকুল ইসলামও কট ..... কি হতে যাচ্ছে দেশে ....!!