নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

ফেস বুক থেকে পাওয়া ....

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

বখতিয়ারের ঘোড়া

Like This Page · 15 hours ago



##অবশেষে আসল খবর পাওয়া গেল##



সন্ধ্যা থেকে এই নিউজ ক্রমাগত নিউজফিডে দেখার কারণে নিজেই গেলাম কাজীর দেউরী মোড়ে উল্লেখিত স্পটের পাশের দোকান রুমী টেলিকমে ঘটনার সত্যতা জানার জন্য। গিয়ে পুরো ঘটনা শুনে হেফাজতে ইসলামের বিরুদ্ধে নাস্তিকদের মিথ্যাচার যে কতটুকু নীচে নেমেছে তা টের পেলাম। উল্লেখিত মহিলা অনেক আগে তার বাড়িওয়ালার সাথে পরকীয়া করে পালিয়ে গিয়েছিল, পরবর্তীতে আজ সেই পালিয়ে যাওয়া প্রেমিকের সাথে আগের স্বামী এর আত্মীয়স্বজন ধরতে পেরে রিকশা থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। কিন্তু আশে-পাশের লোকজনের উপস্থিতিতে এবং ওই মহিলার ক্রমাগত ওই স্বামীই তার স্বামী এই চিৎকারে লোকজনের কারণে ওই আগের স্বামীর আত্মীয় ছেড়ে দিতে বাধ্য হয়। আপনাদের মধ্যে কারো যদি এই ঘটনা বিশ্বাস না হয় তবে কাজীর দেউরি মোড়ে দিয়ে আশে-পাশের দোকানে গিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে যাচাই করতে পারেন।



সবাইকে বলি ফেসবুকে কোন জিনিষ দেখলেই বিশ্বাস করবেন না। এছাড়া হিন্দু ভাইদের বলি অপপ্রচারে কান দিবেন না। সব কিছুর সত্যতা যাচাই করে কোনো ঘটানা বিশ্বাস করবেন। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আজীবন টিকে থাকবে ইনশাআল্লাহ্‌। লেখাটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং ধূলিসাৎ করে দিন নাস্তিকদের এই চক্রান্ত।



[NB:- উনারা সাক্ষারকার দিতে রাজী হয় নাই নইলে মোবাইলে নিয়ে গিয়েছিলাম। দেশের এই পরিস্থিতি সবাই ভয়ে আছে না জানি কি বলে কোন ফ্যাসাদে পড়ে যায়।] FN





Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

আহলান বলেছেন: গতকাল এই হিন্দু দম্পতি নিয়ে বহুত ক্যচাল হইছে .... তারা কৈ?

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১

সাজিদ এহসান বলেছেন: দোকানদার হেফাজতের লোক , সে তার মনের মাধুরি মিশিয়ে গপ্প বলছে...

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

এ সামাদ বলেছেন: ভাই আমিও বলেছিলাম।

এসব ভূয়া খবরে আসলে কান দেওয়া যাবেনা।

তবে আমাদের এলাকায় লীগ কর্তৃক হিন্দুদর সম্প ত্তি দখলের ঘটনা ঘটেছে

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫১

এস এম মুন্সুরুল হাসান বলেছেন: এত চুলকানি ভালনারে মনা।

৫| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

লোকমান বিন আলী বলেছেন: বিষয়টি অজানা ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.