নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্যাষ্ট্রিক এর সমস্যায় বেশ কষ্ট পাচ্ছিলাম। যা-ই খাই কিছুক্ষণ পর পর সেটারই ঢেকুর উঠতো। আর যে কোন খাবার খেতে গেলেই ১০ মিনিট ধরে ভাবি যে এটা আমাকে কতটা কষ্ট দেবে? বুক জ্বালাবে? নাকি সমস্যা হবে না।মাঝে মাঝেই খাওয়ার পরে এন্টাসিড প্লাস চুষে খাওয়া লাগতো। বেশ বড় ঝামেলাই মনে হচ্ছিলো। এসব থেকে পরিত্রাণ পেতেনিজে নিজেই প্রতিদিন সকালে এক্সারসাইজ শুরু করলাম, সেই সাথে প্রচুর পানি পান তো আছেই। কার্ডিয়াক ব্যায়াম (দৌড়, হাটা, লাফ ঝাপ), বাসায় ফিরে পেটের ব্যায়াম।
এরই মধ্যে দৌড়াতে গিয়ে সন্ধান পেলাম এক কবিরাজের। তিনি রাস্তার পাশে একটি গাছ (শাল গাছের মতো) স্লাইস করে কেটে বিক্রি করছেন। গাছের মাঝ স্থানটি শাক আলুর মতো নরম, সাদা, কচকচা। গাছের অভ্যান্তরের চারপাশটা সুন্দর নকশা করা। প্রাকৃতিক ভাবেই এটি চিত্রিত নাকি কোন কায়দা করে তৈরী করেছে বোঝার জন্য দাড়ালাম। দেখি লোকটি একটি করাত দিয়ে গাছটি স্লাইস করে কেটে এক একটি নক্শাদার স্লাইস কাগজে মুডিয়ে রাখছে বিক্রির জন্য। পাশে গিয়ে দাড়াতেই উনি বল্লেন এটা হলো ঢেঁকি গাছ। সিলেটে এটাকে বলে মুরসালিন গাছ। এই গাছের গুনাগুন হলো এটি গ্যাষ্ট্রিক রোগ সারায়। প্রতিদিন সকালে বাসি পেটে এক টুকরা (ভিতরের সাদা অংশ) আর রাতে খাবারের পর একটুকরা সাত দিন খেতে হবে। ইনশাল্লাহ গ্যাষ্ট্রিক ভালো হবে। রোগ সারাবেন আল্লাহ, আমি উছিলা মাত্র, হাদিয়া ৩০ টাকা। আমি মনে মনে বল্লাম, আরে! এই মহৌষধই তো আমি খুজছি! গ্যাষ্ট্রিকের যন্ত্রণায় প্রতিদনি সকালের ঘুম নষ্ট কের ঘাম ঝরাই। এটা অবশ্য খারাপ না। ৩০ টাকা খরচ করলাম। বাসায় এনে খাওয়া শুরু করলাম নিয়মি মতো।
নিয়মিত এক্সারসাইজ , প্রচুর পানি পান আর গাছের চিকিৎসায় আল্লাহর অশেষ মেহেরবাণীতে, যথেষ্ট ভালো আছি। কোন খাবার খেতে গেলে আগেই ১০ মিনিট চিন্তা করতাম, এখন আর তা করা লাগছে না। একটি লেমিনেটিং করা কাগজে উক্ত গাছের গুনাগুনে সম্পর্কে উল্লেখ আছে যে উক্ত গাছে আছে ফলিক এসিড, ফাইলম্বিক এসিড, কারকোরাল, ক্যালসিয়াম, আমিষ, লৌহ ও শ্বেতসার। জানি না এসবে কিকি কাজ করে। তবে হয়তো কাজ করে।
বি: দ্র: অনেক্ষণ চেষ্টা করলাম ছবি আপলোড করার, কিন্তু হৈলো না ....
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮
আহলান বলেছেন: এটা আবার বিজ্ঞাপন হয়ে যায় কিনা, সেই ভেবে ভয় পাচ্ছি। উনি মিরপুরে ইনডোর ষ্টেডিয়ামের সামনে বসে গাছ বিক্রি করার সময় তার সাক্ষাৎ পাই। তবে বাংলাদেশ গেমসের জন্য আগামী ২৭ তারিখ পর্যন্ত ওখানে এক্সারসাইজ নিষিদ্ধ ...আপনাকেও ধন্যবাদ ।
২| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫
ৈতয়ব খান বলেছেন: গাছটাকে চিনতে পেরেছি ভাই। কাকরাইলের মোড়ে একদিন এক বৃদ্ধ কবিরাজকে বিক্রি করতে দেখে কৌতুহলের বশবর্তী হয়ে এগিয়ে যাই। গাছটির পরিধি হবে ইঞ্চি দশেকের মতো। বহিরাবরণ কালচে। করাত দিয়ে কেটে কেটে উনি বিক্রি করছিলেন। কাটা মাথাটায় বেশ কারুকাজ করা দেখলাম। গাছটার বৈশিষ্টই এই। প্রচারের জন্য উনি কেটে কেটে কয়েকজনকে ফ্রি খাওয়ালেন। আমার ভাগেও এক টুকরো পড়লো। চিবিয়ে খেলাম। স্বাদ মিশ্র, তবে খারাপ না। এটি নাকি গ্যাস্ট্রিকের জন্য বেশ উপকারী, উনি বলছিলেন। আমার কাজের তাড়া থাকায় এ বিষয়ে আর যোগাযোগ করতে পারিনি।
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১
আহলান বলেছেন: হুমমম, ঠিকই বলেছেন ...
৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০
সুমন রিশদ বলেছেন: ভাই ঠিকানা দেন - ভাই ঠিকানা দেন - তাড়াতাড়ি ।
৪| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯
বাধা মানিনা বলেছেন: বুঝা গেল গ্যাষ্ট্রিকের জ্বালায় বাংগালী অতিষ্ঠ...
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮
আহলান বলেছেন: আসলেই তাই ...
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪
এরিস বলেছেন: ঢেঁকি শাক যেটাকে বলে, এটা তো সেই গাছ বলে মনে হচ্ছেনা। ছবি দিলে উপকারে লাগতো ভাই।
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৬
আহলান বলেছেন: ছবি দেয়ার অনেক চেষ্টাই করেছি, কিন্তু আপলোডই হয়ে ওঠে না ...কারণ বুঝলাম না ......
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৪
কসমিক রোহান বলেছেন: ভাই আমার দরকার। আপনার সাথে যোগযোগ করতে চাই। [email protected]
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭
ফারুক মাহমুদ বলেছেন: এই হকারের ঠিকানা দেন ভাই - আমার ও খুব দরকার।
অনেক ধন্যবাদ পোস্টের জন্য