নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

সেহরীতে নতুন একটি যন্ত্রণা ......

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৫

গতরাত ছিলো ২০১৩ এর প্রথম সেহরীর রাত। ৩টার দিকে ঘড়িতে এলার্ম দেয়া ছিলো। এছাড়া মা কেও বলে রেখেছিলাম সেহরীতে কল দিতে। তিনিও সময় মতো কল করে জাগিয়ে দিয়েছেন। পাড়ার কিছু পোলাপানও দেখি হাতে কি সব নিয়ে শব্দ করে করে সমস্বরে চিৎকার করে সেহরী খাবার জন্য সবাইকে ডাকছে। আবার বাসার কাছাকাছিই মসজিদ। সেখান থেকেও রোজাদার ভাই ও বোনদেরকে সেহরী খাওয়ার জন্য ডাকাডাকি চলছে। ভেবেছি সেহরীতে উঠে সেহরী খাওয়ার পাশাপশি একটু এবাদত বন্দেগীও করব। কিন্তু সেটা আর হলো না। এবং আগমী এই ৩০টা দিন এই একই যন্ত্রণা সহ্য করতে হবে বোঝা যাচ্ছে। সেটা হলো এতো ডাকাডাকি চিৎকার সরগোলে আমার ছোট্ট মেয়েটা ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। তাকে সামলাতেই সেহরীরর সময় পার হবার যোগাড়! কখন আমি খাবো, কখন আমার বউ খাবে কখন একটু কোরআন তেলাওয়াৎ বা নামাজে দাড়াবো?

বিশেষত পাড়ার পোলপানগুলো যখন বিল্ডিং এর সামনে বিভিন্ন থালা বাসনে বাড়ি দিয়ে কিদঘুটে চিৎকার করে, সেটা হয় চরম মেজাজ খারাপ করার মতো একটি বিষয়। ভাবি এদের কি বাবা মা নাই? মানুষ ডাকার জন্য এদেরকেই রাতে বের হতে হবে? আসল উদ্দেশ্য হলো ২৮ বা ২৯ রোজায় এসে বলবে ভাই সেহরীতে ডেকে দিছিলাম ... খুশি করেন। গত বছর দুই জন এসেছিলো ২৯ রোজায় বেলা ১২টায় খুশি হতে, তাদের একজনকে আবার দেখলাম ঐসময়ই চিপায় দাড়ায়ে ধুমপান করতে। মনে হয়েছিলো চটকানা মেরে দাঁত সবকটা ফেলে দিই, কিন্তু পারিনি, স্বাধীন দেশ, যার যা খুশি তা-ই করতে পারে। বরং হাসি মুখে ১০০ টাকা দিয়ে বিদায় করেছি আর মুখে বলেছি ছিঃ ছিঃ ভাই! সেহরীর টাকা নিতে এসেছেন অথচ চিপায় দাড়ায়া রোজার দিনে সিগারেট টানছেন!! বেচারা একটু লজ্জা পেয়েছিলো আর কিছু নয়। বুঝলাম সেহরী ইফতার এ মানুষকে ডেকে দেয়ার উদ্দেশ্য হলো চান্দাবাজী, আর কিছু নয় ..... আগামী ২৯/২৮ টা রাত আমার পরিবারকে রাতে এই যন্ত্রণা ভোগ করতে হবে .........

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সুন্দর পোস্টে ++++++

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৪

আহলান বলেছেন: ধন্যবাদ ভাই , ভুক্তোভুগী না হলে এই কষ্ট কেউ বুঝবে না। সারাদিন পরিশ্রম করে রাতে আবার ঐ যন্ত্রণা .....

২| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৩

নীল-দর্পণ বলেছেন: আমাদের এলাকায় কোরাশ গেয়ে গেয়ে ডেকে যেতো মাঝে-সাঝে কারো বাড়ীর কলাপসিবল গেট ঝাকিয়ে যেতো। ভালই লাগতো ওদের ডাক। এখন ডাকে না নাকি আমরাই শুনিনা জানিনা....

আপনাদের অবস্থা বুঝতে পারছি

৩| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪১

সূচিপত্র বলেছেন: সত্য কথা। গতকালতো ভাই মাইক নিয়া রাস্তায় রিক্সা করে ডাকলো। ডাকা না ঠিক কোরাশ গাইলো। আর মসজিদের মাইক, পোলাপাইনের চিল্লানি, বাধ্য হয়ে প্লান করা সময়ের আধঘন্টা আগেই ঘুম ভেঙ্গে গেল।

৪| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭

খেয়া ঘাট বলেছেন: সেটা হলো এতো ডাকাডাকি চিৎকার সরগোলে আমার ছোট্ট মেয়েটা ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। ---- এরাই ধর্মই নিয়ে ব্যবসা করে।

৫| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৮

খেয়া ঘাট বলেছেন: খুব খারাপ লাগলো। এইসব বিবেকহীন মানুষেরা ধর্মকে কোথায় নিয়ে গেলো????

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯

আহলান বলেছেন: রাস্তায় আর মানুষের বিরক্তির কাছে ....

৬| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৬

রোহান খান বলেছেন: এটা বন্ধ করতে হবে...।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩

আহলান বলেছেন: ঠিক বলেছেন ... অবশ্যই বন্ধ করা দরকার .... এটা শরিয়তের কোন নিয়মের মধ্যেও পড়ে না ...

৭| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

হেডস্যার বলেছেন:
সব এলাকায় একই অবস্থা।
ঝাঁটা পেটা করে খুশি করা দরকার।
সব কিছু নিয়া ব্যবসা। X((

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫

আহলান বলেছেন: ঝাপপেটাই এদের উত্তম ওষুধ ...কিনতু কি করবেন বলেন? এদের মান সম্মান নাই, কিন্তু আপনার আমার তো আছে ....

৮| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১১

তারেক বলেছেন: আমি ভাই এই ব্যাপারে একেবারে স্ট্রাইট। ২৯ রোজায় টাকা চাইতে আসলেই বলি আমি কি তোমাদের ডাকার কথা বলেছি? আমার বাসা য় এর্লাম ঘড়ি আছে , মসজিদে মাইকে ডাকাডাকি হচ্ছে ,তোমাদের তো দরকার নেই। এক টাকাও দেই না। যতসব ফাউল X( X( X( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫

আহলান বলেছেন: স্ট্রিক্ট হলেও বিপদ আছে রে ভাই ...তবু আপনাকে সাধুবাদ ....

৯| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩

দেশপ্রেমিক পোলা বলেছেন: আমার মনে হয় এরা সারারাত গাঁজা সেবন করে আর রাত ৩টা বেজে গেলে একটু চিল্লাচিল্লি করে গলারা কিলিয়ার করে। এদের খুজে বের করে অভিভাবকদের জানানো উচিত। মসজিদের ঈমামকে বলে দেখুন ব্যাপারটি।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৮

আহলান বলেছেন: মসজিদের ইমামও আরেক মাষ্টার ... কালকে চার রাকাত ফরজ নামাজ পড়ার পর নফল নামাজ পড়তে নিষেধ কৈরা দান বাক্স চালু করার নির্দেশ দিছে .. ... এবার বুঝেন ...হ্যায়ও চান্দাবাজ ...

১০| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২

প্রজন্ম একাত্তুর বলেছেন: গত রাত ৩ টার দিকে হঠাৎ চিৎকার চেচামিচি শুনে বাইরে বারান্দায় দাড়িয়ে দেখছিলাম কি হলো !! পরে আপনার মতই গত বছরের ৫০ টাকার কথা মনে পড়ল। আর সকালের হিন্দুদের রথযাত্রা নিয়ে এক ছোট ভাইয়ের স্ট্যাটাসে দেখলাম লিখেছিল হিন্দি গানের সাথে নর্তন কুর্তন করলে ধর্ম হয় কিনা... সেটার সাথে রাতের ঘটনার মিল খুঁজে পেতে চেষ্টা করলাম।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯

আহলান বলেছেন: তাইলে তো ভাই সবাই এই যন্ত্রণার মধ্যেই আছি ....

১১| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০

রাতুল রেজা বলেছেন: এইটা একটা ব্যাবসা। ঈদের আগে পাড়ার বখাটেগুলা আসে বখশিষ নিতে যে তারা সারা রোজা সেহরীর সময় ডেকে বেরিয়ছে। আমাদের এদিকে তো আবার রসিদ নিয়ে আসে রীতিমত।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৯

আহলান বলেছেন: আমাদের এদিকে তো আবার রসিদ নিয়ে আসে রীতিমত। ...... হাসালেন ভাই .... কোন সমাজে যে বাস করছি ... আমরা ......... ধন্যবাদ

১২| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০২

মুহিব বলেছেন: আমাদের এলাকা এহেন ঝামেলামুক্ত।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৮

আহলান বলেছেন: তাহলে তো আপনার এলাকাতেই আসতে হয় .... কি বলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.