নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

অকর্মন্য জনগোষ্ঠিকে কাজে লাগানোর উদ্যোগের অভাব এই দেশে।

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫

ঢাকা শহরের যে রাস্তাতেই আপনি গমন করেন না কেন যে কোন সিগন্যালে আপনি এত দল ভিক্ষুকের পাল্লায় পড়বেন। নারী পুরুষ ছোট বড় বয়োবৃদ্ধ সুস্থ্য অসুস্থ্য আসল নকল সব ধরনের ভিক্ষুকই আপনার নজরে পড়বে। এটা শুধু বাংলাদেশের চীত্র না, বিভিন্ন দেশেই এই চীত্র রয়েছে। দিন দিন এই চীত্র যেনো বেড়েই চলেছে। এদের মধ্যে কর্ম স্পৃহা একদমই কম। প্রায়ই এদেরকে কাজের জন্য বল্লে মুখ বেজার করে চলে যায়। অথচ আমাদের দেশে বিশেষত শহরে কাজের বুয়া যেনো সোনার হরিণ! বাসার কাজে সহযোগিতা করার জন্য একজন মানুষ এখন দূষ্প্রাপ্য।



এছাড়া আমাদের দেশে বুড়ো এবং গুড়োদের কেয়ার করার মতো প্রতিষ্ঠান অর্থাথ চাউল্ড ডে কেয়ার হোম বা ওল্ড হোম এর সংখ্যা খুবই কম। ফলে শহরের কর্মজীবী ব্যস্ত মানুষেরা বুড়ো ও গুড়োদের দেখভাল করতে হিমশিম খায়।



আমাদের দেশে অনেক বেসরকারী সংস্থা আছে যারা মানুষের জীবনকে উন্নততর করতে স্বচেষ্ট। আমার মনে হয় তাদের উচিত এই ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জন সমাজকে উন্নত প্রশিক্ষনের মাধ্যমে এই জনগোষ্ঠিকে ঐসব সামাজিক কাজ কর্মে নিয়োজিত করতে পারে। এটাও হতে পারে সোশ্যাল বিজনেস ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.