নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন ছোট ছিলাম। রোজ রাখছি। সেই বছরের পয়লা রোজা। বড় ভাই সকালে ঘুম থেকে উঠে বল্লো ওর শার্টটা ইস্ত্রি করে দিতে। তখন মাড় দেয়া কাপড় পানি ছিটিয়ে ইস্ত্রি করতাম। গ্লাসে করে পানি ভরে ইস্ত্রি করতে শুরু করলাম। কিছুক্ষন পর আরো পানি লাগলো। ডাইনিং রুমে গিয়ে জগ থেকে পানি ঢাল্লাম। গলাটা এমনিতেই শকায়া ছিলো। ইস্ত্রি করার জন্য পানি ঢেলেছি, তা আর মাথায় থাকলো না। ঢক ঢক করে দুই ঢোক পানি গিলে ফেল্লাম। দূর থেকে আমার বোন দেখে বল্লো আরে! তুই না রোজা!! বলেই হাসতে লাগলো। আমার তখন হুশ হলো আরে তাইতো! ভায়ার উপরে সেদিন যে রাগ হয়েছিলো না! ওর জন্যই তো সেদিনআমার রোজাটা ছুটলো! এসব কথা মনে পড়ে এখন শুধু হাসি পায় ... রোজ আসে রোজা যায়, এমন হাসি আনন্দ দু:খ কষ্ট আর ফিরে আসে না ...
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫
আহলান বলেছেন: Thik bolesen ...
২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩
বোকামন বলেছেন:
যথার্থই বলেছেন-
রোজ আসে রোজা যায়, এমন হাসি আনন্দ দু:খ কষ্ট আর ফিরে আসে না ...
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬
আহলান বলেছেন: এটাই জীবন ..না?
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫
ছাসা ডোনার বলেছেন: ও কিছু না,ছোট থাকতে কত ঐরকম হয়েছে.....।