নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

সাফল্যগাথা প্রচারে যা করনীয় ....

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২১

প্রচার প্রচারণার পদ্ধতি হিসাবে বিজনেস প্রমশন এর কার্যক্রমের আওতায় বিল বোর্ড একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সেই বিলবোর্ডআজ সরকারের দখলে তাদের সুকীর্তি তুলে ধরার কাজে। আজ যদি ঠিক এভাবেই বিলবোর্ডে শেয়ার কেলেঙ্কারী, পদ্মা সেতু হলমার্ক দূর্ণীতি, ছাত্রলীগের বেপরোয়া আচরণ, দ্রব্যমূলের লাগামহীনতা, বিডিআর হত্যা, সহ সকল অপকর্ম বড় আকারে বিলবোর্ডে উপস্থাপন করা হয়, তাহলে এই সরকারের মান সম্মান কিছু কি থাকবে? মানির মান পাহাড় সম, হাজর জুতাপেটাতেও কমে না। গ্রামে একটা কথা আছে ফাকা কলসি বাজে বেশী। আরো বলে নিজের ঢোল নিজে পেটানো। ভালো বা খারাপ সব কাজের মূল্যায়নই জনগন করতে জানে। সুতরাং এভাবে জনগনের টাকায় বিলবোর্ড তামাশা এই সরকারের জন্য সুবাতাস বয়ে আনবে না। এর চেয়ে আলীগের উচিথ ছিলো তাদের সাফল্যগাথা উল্লেখ করে টি শার্ট ছাপানো এবং তা সোনার ছেলেদের ড্রেস কোড হিসাবে পরতে বাধ্য করা। এই টিশার্ট বেচেও তারা টুপাইস কামাতে পারতো ......

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৬

আহলান বলেছেন: হাসেন ক্যালা আমি কিন্তু ছিরিয়াছ ...;)

২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৭

সাহাদাত উদরাজী বলেছেন: চুপ চাপ দেখে গেলাম।

৩| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৮

ধৈঞ্চা বলেছেন: উন্নয়নের নামে লুটপাট হলে তো প্রচারের প্রয়োজন হবেই। সত্যিকারের উন্নয়নে প্রচার প্রয়োজন হয় না, তা জনগণ আপনা আপনিই জানতে পারে।

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

আহলান বলেছেন: সেটাই ..... এটা বোধ হয় ওনারা বুঝে না ..

৪| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৩

ভিটামিন সি বলেছেন: খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না,
রুপ নাই মাইয়্যার সাজন বেশি রুপের মাইয়্যা সাজে না।

এক পদ্মাই তো ডুবাই হালাইছে আবালদের। তাদের আবার উন্নয়ন কি? চুরিতে যদি কোন নোবেল থাকত তাহলে হাসিনা গংরা বছরের সব নোবেল চুরিতেই নিয়া আসত।

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৭

আহলান বলেছেন: এগুলো জনগন দেখবে না, জনগন বিলবোর্ডে উন্নয়ন দেখে ভোটাইব বলে আলীগ বিশ্বাস করে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.