নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

ইলেকশন না সিলেকশন এর গনতন্ত্র!!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

১। তোর রোল নাম্বার কত রে? কেনো ১! তোদের ক্লাসে ছাত্র ক'জন? এক জনই .....

২। আব্বা, আমি দৌড়ে থার্ড হয়েছি! তাই নাকি, কত জন মিলে দৌড়েছিলি? আব্বা ..৩ জন!!





১৫৪ জন সাংসদ বিনা প্রতিদ্দন্দিতে সাংসদ নির্বচিত হচ্ছেন জেনে উপরের কৌতুক দুটি মনে পড়ে গেলো .... এর নাম ইলেকশন না সিলেকশন? এর জন্যই কি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে ৩০ লক্ষ শহীদের আর ২ লক্ষ মাবোনের ইজ্জত দিয়ে? এর নামই কি সংসদিয় গনতন্ত্র? নির্বচন কি জনগনের পয়সায় হয় নাকি গাছের পাতা ছিড়ে ছিড়ে হয়?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: জঙ্গি প্রতিরোধের অজুহাত তুলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে নেমেছেন হাসিনা। সাজানো নির্বাচনে তারা ক্ষমতা দখলে রাখতে মরিয়া।

আমরা রাজাকার এবং ভাদাকার মুক্ত স্বাধীন দেশ চাই।

যে দেশের জন্য ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে।

সুজাতা সিং, পন্কজ সরন, পিনাক রন্জনদের শুধু রাষ্ট্রদূত হিসেবে রাখার জন্য। আর

সোনিয়া মন মোহন কে ইন্দ্রিরা গান্ধীর মতো বন্ধুত্বের বেশী কিছু নয় তা প্রমানের জন্য।

ভাদাকার তোমরা লেমিট ক্রস করলে দেখবা আরেক সিরাজ শিকাদারের মতো হাজার হাজার সিরাজ শিকদারের জন্ম হবে। পশ্চিমে আর ভারতে যতই সন্ত্রাসবাদের গান তুলবা তত-ই তারা দেশে জনপ্রিয় হবে।

মিড়িয়ার ভাই বোনেরা ভাদাকারী ছেড়ে দেশের জন্য কিছু করেন। না হলে ... না থাকবে মিড়িয়া তার আবার সাংবাদিক দিয়া মানুষ কি করবে

বিজয় দিবসে দেশপ্রেমে হোক নতুন শপথ-রাজাকার এবং ভাদাকার মুক্ত স্বাধীন দেশ চাই।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

ঢাকাবাসী বলেছেন: (এইদেশে) গনতন্ত্র কাকে বলে? এটা (গনতন্ত্র) খায় না মাথায় দেয়?

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

আহলান বলেছেন: সার্বভৌমত্বের সংগা নতুন করে লিখতে হবে। দিল্লি বা ওয়াশিংটনের বর্তমান ভুমিকা দেখে তা-ই মনে হয় ...

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

ভিটামিন সি বলেছেন: গনতন্ত্রের নামে দেশে চলতাছে ঘণতন্ত্র, একনায়িকা তন্ত্র, স্বৈরাচার তন্ত্র, হাসিনা তন্ত্র।
ঘনতন্ত্র: দেশের সমস্ত ক্ষমতা ঘন হয়ে একজনের মুখ দিয়ে পরিপাক তন্তে চলে গিয়ে যে তন্ত্র তৈরী হয় তাকে বলে ঘনতন্ত্র। এক্ষেত্রে সংবিধান মসলা এবং রেসিপি বুক হিসেবে কাজ করে।
একনায়িকাতন্ত্র: এইটা আর কি বলব আপনারাই বলেন। যা চলতেছে তাই তো একনায়িকা তন্ত্র।
স্বৈরাচারীনীতন্ত্র: একনায়িকাতন্ত্র দ্রষ্টব্য।
হাসিনা তন্ত্র: আবার জিগায়। উপরের যেকোন একটাই বেছে নিন এই তন্ত্রের সঙ্গা হিসেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.