নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাবু আর নুরু। দুইজন খুবই ভালো বন্ধু। একে অপরের জন্য জান পরান দিয়ে দেয়। হাসি কান্না সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। অনেক বছর ধরে ঘাত প্রতিঘাত সহ্য করে তারা তাদের বন্ধুত্ব টিকিয়ে রেখেছিলো। রেখেছিলো বলছি এই কারণে যে তারা আজ সেই অকৃত্রিম বন্ধুত্ব বজায়ে রাখতে পারছে না। কেন? কি এমন ঘটনা ঘটলো যে তারা পরস্পর থেকে এভাবে আলাদা হয়ে যাচ্ছে? ঘটনাটা খুলেই বলি। লাবু আর নুরু। দুজনেই বিবাহিত। তারা তাদের স্ত্রী সন্তান নিয়ে বেশ সুখি। প্রায় প্রতিদিনই তারা ফোনে যোগাযোগ করে। কথা বলে, গল্প করে। ফেস বুক আসার পরে ফেসবুকে চ্যাট করে। দুই বন্ধুতে এমন কোন গল্প নেই যে করে না। অনেক ধরণের স্ল্যাং ল্যাঙগুয়েজ অফেনসিভ শব্দও তারা ব্যবহার করে, যেটা শুধুমাত্র তাদের দুজনের মাঝেই সিমাবদ্ধ। গোল বাধলো এই ফেসবুকের চ্যাট অপশন।
ঘটনা ক্রমে একদিন নুরুর বউ নুরুর আডিতে প্রবেশ করে এবং চ্যাট অপশনে যায়। সেখানে নুরুর সাথে লাবুর দুষ্টুমি ভরা নানা ধরণের কল্প কাহিনী পড়ে ফেলে। আর এতেই সে নুরুর উপরে চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। নুরুকে সে বলে তুমি এতো খারাপ? তুমি আর লাবু এসব নোংরা ভাষা ব্যবহার করো? এতো খারাপ খারাপ কথা বলো? তোমার সাথে আমি আর ঘরই করব না...ব্লা ব্লা ব্লা ....! ঘটনাটি নুরু শেয়ার করে লাবুর সাথে। বলে দোস্ত ...সব্বনাশ হয়ে গেছে। তোর আর আমার সেন্সরহীন কথাবার্তা তো গিন্নী পড়ে ফেলেছে। সে আমাকে ছেড়েে দেওয়ারও হুমকি দিয়েছে। এখন কি করি? সংসার তো টিকাতে হবে। লাবুও বেশ চিন্তায় পড়ে গেলো। আয় হায় ! বলিস কি? আরে আমরা তো এগুলো দুষ্টামি করি, আসলেই কি আমরা কখনো অত খারাপ হতে পেরেছি বল! .... কিন্তু নুরুর বউ পুরাই অবুঝ। সে কিছুতেই এমন বিষয় মেনে নিতে পারছে না..... হতেই পারে, সবার মন মানসিকতা তো আর এক রকম না। পক্ষান্তরে লাবুর বউ এর মন্তব্য হলো অন্যরকম। সে বলছে তোমরা বন্ধুতে বন্ধুতে কি কথা বলো না বলো, সেগুলো নিয়ে এতো সিরিয়াস হতে হবে কেন? যদি খারাপ কিছু করে থাকো তো সেটা ভিন্ন কথা, কিন্তু কথা বলার মধ্যে এতো সেন্সর বসালে আর বন্ধুত্বের মাধুর্য থাকে কিভাবে? লাবু এদিক থেকে লাকি যে সে তার বউকে খুব সহজেই ম্যানেজ করতে পারে ...কিন্তু নুরু সেটা কিছুতেই পারেনা। নুরু এখন লাবুকে ফেসবুকে আনফ্রেন্ড করেছে ...অবশ্যই তার বউয়ের চোখে হারানো মর্যাদা ফিরিয়ে আনার জন্য .... সে তার এতো ট্রাষ্টেড বন্ধুকে আজ কোরবানী দিয়েছে।
আল্লাহ তুমি তার কোরবানীকে কবুল করো .....
©somewhere in net ltd.