নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে হঠাৎ করেই খবরটা দেখে চোখ আটকে গেলো।
ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং বরখাস্ত ....
প্রথমে আমলে দেই নি। কিন্তু খবরের শিরোনামে নামটা পড়ে কেমন যেনো অতীতে ফিরে যেতে মন চাইলো। মনের ভেতর স্ক্যান মেশিনটা অন হতেই মনে পড়ে গেলো ... আরে! এই তো সেই সুজাতা সিং!! ভারতের পররাষ্ট্র সচিব!!। একটি স্বাধীন রাষ্ট্রের নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিতি হওয়ার পক্ষে কথা বলতে যিনি আমাদের দেশে এসেছিলেন। আামদের জাতীয় পার্টির হুসাইন মুহাম্মদ এরশাদ যার নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
নিউজবাংলা২৪ডটনেট:: নির্বাচনে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের আহ্বান প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নির্বাচনে অংশ না নেয়ার অনঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সাবেক এ রাষ্ট্রপতি বলেছেন, সর্বদলীয় সরকার থেকে তার দলের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগের নির্দেশও দিয়েছেন।এরশাদ বলেছেন, দেশের বর্তমান অবস্থায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এই অবস্থায় নির্বাচন হলে শতকরা দুই ভাগ মানুষও ভোট দিতে পারবে না। তাই আমি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটাই আমার শেষ কথা। বুধবার বিকেলে বারিধারার প্রেসিডেন্ট পার্কে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গে রুদ্ধদার বৈঠক শেষে এরশাদ সাংবাদিকদের এসব কথা বলেন।
এরশাদ বলেন, বৈঠকে সুজাতা সিং তাকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, জাতীয় পার্টি নির্বাচনে না গেলে জামায়াত-শিবিরসহ উগ্র সাম্প্রদায়িক মৌলবাদি গোষ্ঠির উত্থান হবে। তারা আবার ক্ষমতায় আসবে। জবাবে আমি বলেছি, কারা ক্ষমতায় আসবে তা দেখার বিষয় আমার নয়। সব দল নির্বাচনে না আসলে আমি নির্বাচনে অংশ নেবো না। জামায়াত-শিবিরের উত্থান হলে এর জন্য আমি দায়ি নই। এর দায় সরকারের। এরশাদ সুজাতা সিংকে বলেন, খবর নিয়ে দেখেন- এই সরকারের কোনো জনপ্রিয়তা নেই। মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। (Click This Link)
হঠাৎ এমন কি হলো যে তিনি বরখাস্ত হলেন? গত ৫ই জানুয়ারীর নির্বাচন এর জের ধরে আমরা এখনো পেট্রোল বোমার শিকার। এই নির্বাচন ঘটানোর ক্রিড়ানকেরা যখন নিজেদেরে পদ ধরে রাখতে ব্যার্থ হন, তখন তো মনে হতেই পারে, ডাল মে কুছ কালা হ্যায় কেয়া!!
২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪
মাঝিবাড়ি বলেছেন: আয়না-মতির খেলার প্রথম দৃশ্য!
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০
জেকলেট বলেছেন: আয়না-মতির খেলার প্রথম দৃশ্য!
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩
আহলান বলেছেন: আয়না মতির খেলা? সেটা আবর কি খেলা রে ভাই?
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫
মিতক্ষরা বলেছেন: এর সাথে কি ওবামার ভারত সফরের কোন যোগ রয়েছে?
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০
আহলান বলেছেন: কাকতালীয় বলে একটি কথা তো আছেই .. @ মিতক্ষরা
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪
শাহীনুর আলম বলেছেন: পদ পদবী ক্ষনস্থায়ী এর পরিবর্তন হয়।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০
আহলান বলেছেন: সঠিক @ শাহীন ভাই
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪
হরিপদ কেরাণী বলেছেন: রাজারা নেমে যাবে প্রজাদের কাতারে। প্রজারাই হবে এবার প্রকৃত রাজা। প্রতারিত প্রজারা প্রস্তুত হও। শূন্য ব্যালট এবার তোমার আপেক্ষায়।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬
নিলু বলেছেন: একজন সচিবের বরখাস্ত ভারতের রাজনীতিবিদ দের কাছে বড় কিছু বলে মনে হয় না , তাই আমাদের কল্পনার , কতটুকু যথারত্ততা আছে ?
২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২
আহলান বলেছেন: ... সময়ই সেটা বলতে পারে ....আমাদের কল্পনার যথার্থতা না-ও থাকতে পারে .... আবার থাকতেও পারে ....
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫
মহান অতন্দ্র বলেছেন: রাজনীতি-কূটনীতি কোনটাই বুঝি না
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২১
আহলান বলেছেন: আমরা বুঝতেও চাই না .. .. ..
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০
মাঝিবাড়ি বলেছেন: আয়না-মতির খেলার প্রথম দৃশ্য!