নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

আমাদের রুচী কোন দিকে ..... ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

আমার এই পোষ্টটি খুবই সংক্ষিপ্ত একটি পোষ্ট। অনেক বছর আগে রোটার্যাক্টের (ROTARACT) একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সেখানে ইব্রাহিম নামে একজন বর্ষিয়ান রোটারিয়ান ছিলেন। তিনি হঠাৎ সবাইকে চোখ বন্ধ করতে বল্লেন। এর পর একটি ছেলেকে দাড়া করিয়ে জিজ্ঞাসা করলেন বলতো এখানে কতজন ছেলে আছে? সে বললো জানি না স্যার! তিনি আবার জিজ্ঞাসা করলেন বলতো কতজন মেয়ে উপস্থিত আছে? সে বললো জনা বিশেক হতে পারে স্যার! এই কথা শুনে সবাই হো হো করে হেসে উঠলো। স্যার ছেলেটাকে বসিয়ে দিয়ে গুনে দেখলেন মোট ১৮ জন মেয়ে কথন ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলো। স্যার বল্লেন তোমরা যা বোঝার বুঝে নাও, আমি আর কিছু বলবো না .....

ঠিক তেমনি এই ব্লগে আজ স্বমৈথুন টাইটেলে একটি পোষ্ট হয়েছে যেখানে ১১:৪৭ মিনিেটে। আমি পোষ্টটিতে ঢুকিনি কিন্তু বাইরে থেকেই দেখেছি ৮০ এর উপরে তা পঠিত। পক্ষান্তরে ১১:৪৪ মিনিটে নামাজের উপরে একটি পোষ্ট হয়েছে, সেটাতেও আমি ঢুকিনি বরং বাইরে থেকেই দেখেছি ২৮ বারের উপরে তা পঠিত।

রোটারিয়ান ইব্রাহিমের মতো আমাকেও বলতে হলো যা বোঝার আপনারা বুঝে নেন, আমি আর কিছু বলবো না ....... ;)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২

নিলু বলেছেন: বুঝলাম ভাই ,

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: সমস্যা কি? স্বমৈথুন সম্পর্কেও জানার, বোঝার অনেক কিছু আছে| উপকারি কিংবা অপকারি দিক| আসলে মূল হল দৃষ্টিভঙ্গি| আপনি নেতিবাচকটাই চিন্তা করলেন কেন? আমারেকিয় সেক্স ক্লাস হয়| তারা সেটাকে ইতিবাচক ভাবে নেয় বলেই সেখানে বাল্যবিবাহ, ধর্ষণ আমাদের তুলনায় অনেক কম| দৃষ্টভঙ্গি বদলান জগৎ বদলে যাবে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪

আহলান বলেছেন: নেতিবাচক হিসাবে গ্রহণ করি নাই .... সচেতন পাঠক সমাজই গুনগত লেখকের সৃষ্টি করে। আমি কম্পেয়ার করতে চেয়েছি আমরা পাঠকরা কি পড়তে বেশী আগ্রহী সেটা বোঝার জন্য। আমি কিন্তু উভয় পোষ্টের কোনটিতেই প্রবেশ করিনি। সুতরাং স্বমৈথুনকে নেগেটিভ বা নামাজের পোষ্টকে পজেটিভ ধরেছি - আপনার এই ধারণা আমার পোষ্টের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় .... বুঝতে ভুল হচ্ছে আপনার .... ধন্যবাদ। আমেরিকার ধর্ষণ সংক্রান্ত যে তথ্য দিলেন তা মনে হয় সঠিক নয়। যদিও এটা অন্য ইস্যু।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪

বেদুইন জাহিদ বলেছেন: @আরণ্যক রাখাল আমাদের ক্রিকেটার রুবেল যদি আমেরিকায় থাকতেন, তবে তার বিরুদ্ধে আর ধর্ষনের মামলাই হতো না।

কারণ, আমেরিকায় ঐ ঘটনাটি ধর্ষন হিসেবে গণ্য হতো না। তাই আমেরিকায় ধর্ষন সংখ্যা বাহ্যিকভাবে কম মনে হয়।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


সময় ও কালচারের প্রবনতা মানুষের উপর সব সময় প্রভাব রাখছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.