নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

স্যামসাঙের খাষ্টমার খোঁয়াড় (কাষ্টমার কেয়ার! )

১২ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

ভুমিকা না রেখে আসল কথায় যাই। আমি কিছু দিন আগে বসুন্ধরা সিটি শপিং মল থেকে একটি স্যমসাং মোবাইল খরিদ করি। দাম ২০,০০০ সামথিং। কিন্তু মোবইলটা ব্যবহার শুরু করার কয়েক ঘন্টার মাঝেই ডিষ্টার্ব শুরু করলো। কল আসলে রিসিভ করি। কিন্তু আমিও কিছু শুনি না, আবার আবার আমার কথাও কেউ শুনে না। ব্যাটারী খুলে আবার লাগালাম। বেশ চল্লো কিছু সময়। তার পর আবারো সেই একই সমস্যা। আমার সাথে সবার যোগযোগ প্রায় বন্ধ হবার উপক্রম। পুরানো একটি নোকিয়া সেট ছিলো - সেটাকেই বিপদের সাথি করে গেলাম কাষ্টমার কেয়ার সেন্টারে। তারা দেখে শুনে কি করে দিলো। দেখলাম সব ঠিক আছে। বাসায় নিয়ে বাসার পর দেখি যা তাই ... সমস্যা একই। আবারো পরের দিন নিয়ে গেলাম। এবার ওনারা কিছু দিনের জন্য সেটটি রেখে দিলো। তার পর তারা কি করেছে জানি না। আমি সেটটি পুনরায় তাদের থেকে ফেরৎ পেয়ে একদিনও শান্তি মতো ব্যবহার করতে পারি নাই। সেই একই প্রব্লেম। আবারো তাদেরকে তাদের সেট ফেরৎ দিয়েছি। আজ ১৫ দিন হলো তারা মাদার বোর্ড ফাদার বোর্ড ভাই বোর্ড বোন বোর্ড কি সব সারাই করছে আমি জানি না। তারা এখনো আামাকে সেটটি ফেরৎ দেয়নি।
মোবাইল মানুষ কেনে ব্যবহার করার জন্য। এভাবে সারাই খানায় ফেলে রাখার জন্য নয়। তারা যদি সারতে না-ই পারে, তবে ফেরৎ বা রিপ্লেস করে দিতে পারে। কিন্তু কিছুই তারা করছে না। এভাবে কাষ্টমারকে হয়রানি করার কি কোন আইনগত সমাধান আছে? /:)/:):((:((

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: খাষ্টমার খোঁয়াড় তো তাই রিপ্লেস বা অন্য ভাবনা মাথায় নেই;)

কি ভয়াবহ অবস্থা!

১২ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

আহলান বলেছেন: ঠিকই বলছেন .... এরা কোনরকম এক বছর পার করতে পারলেই পগার পার ....এর পরে বলবে ফ্রী সার্ভিসিং এর মেয়াদ ১ বছর .... এবার তুমি যেখানে খুশি সেখানে যাওগা .....

২| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৩

অহন_৮০ বলেছেন: ভয়াবহ

৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫২

সুমন কর বলেছেন: সব ব্যবসার ফন্দি !!! X( X(

৪| ২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

প্রামানিক বলেছেন: ব্যাবসার ফাঁদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.