নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন রকম ভুমিকা না রেখে সারসরি ঘটনা বর্ননায় যাই। আমার পরিচিত এক উকিল ভাই। রংপুর থেকে ঢাকায় এসেছে মেয়ে আর বউ নিয়ে। দুদিন এদিক সেদিক বেড়িয়ে চড়িয়ে ফেরৎ যাওয়ার আগের দিন সন্ধ্যায় নিউমার্কেট গাউছিয়া থেকে কিছু শপিং করে রিক্সা যোগে পান্থপথে আত্মিয়ের বাসায় ফিরছিলেন। হঠাৎ সামনে থেকে একজন তাকে দেখে চেচিয়ে বলে উঠলো ...আরে ভাই ...কেমন আছেন ? কত দিন পর দেখা ... আর উনিও উৎসুক নয়নে বোঝার আর চেনার চেষ্টা করছেন ...কে লোকটা। ততসময়ে তাকে ঘিরে ধরেছে কিছু অপরিচিত মুখ। কথা বলে ওঠা লোকটা বল্লো কি ভাই আমাকে চিন্তে পারেন নাই ...মুখে এক গাল হাসি .... ডান হাতটা মাজায় গোজা শার্ট দিয়ে ঢাকা লোহার বাটটি দেখাতে ব্যাস্ত ..... আরে ভাই ...যা আছে দিয়ে দেন ...বেশী সময় নিয়েন না ..... ফিস ফিস করে কথাটা কানে ঢুকতেই উনার তো বেহুঁশ হয়ে পড়ে যাবার মতো অবস্থা হলো .. বুঝতে বাকি রইলো না এটাও এক ধরণের ডাকাতি .... তবে বৃটিশ পদ্ধতি নয়, ডিজিটাল পদ্ধতির ডাকাতি ......
উকিল মানুষ, কত ডাকাতি, চুরি, খুন খারাবির আসামীকে জামিনে মুক্তি পাইয়েছেন, এখন বেচারা নিজেই ...কট.....
তবে অনেক অনুনয় বিনয় করে মোবাইলটা উনি ওনার কাছে রাখতে পেরেছিলেন .......
০৩ রা মে, ২০১৫ সকাল ১০:৫৩
আহলান বলেছেন: সেটাই ..কত কায়দা যে জানে ওরা
২| ০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
নুর ইসলাম রফিক বলেছেন: চুর বাটপাররাও আধুনিকতা পুজি করছে।
০৩ রা মে, ২০১৫ সকাল ১০:৫৪
আহলান বলেছেন: হুমম ...ওরা কায়দা বানায় ...
৩| ০২ রা মে, ২০১৫ রাত ৯:৪৬
ঢাকাবাসী বলেছেন: আইজির আইনশৃংখলা ভাল তাকার প্রমান।
০৩ রা মে, ২০১৫ সকাল ১০:৫৬
আহলান বলেছেন: এটা তো আর বলার অপেক্ষা রাখে না ..... এই দেশে আমাদের জন্মই হয়েছে এসব হজম করার জন্যই .....
৪| ০৩ রা মে, ২০১৫ সকাল ১১:৩৫
বিজন শররমা বলেছেন: এর চেয়েও মারাত্মক বোরখা পড়ে ছিন্তাই । এটা প্রায়ই ঘটে ডিপার্টমেন্টাল স্টোরের টয়লেটের কাছে, আর লঞ্চ ইস্টিমারের ওয়েটিং রুমে আর টয়লেটে ।
০৩ রা মে, ২০১৫ সকাল ১১:৫৩
আহলান বলেছেন: জানানো জন্য ধন্যবাদ ....
৫| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
চোর ডাকাতদের স্বর্গ আমাদের দেশ।
০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:১৮
আহলান বলেছেন: আমরা আমরাই তো ....!!
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
সুফিয়া বলেছেন: কে যে কখন এদের খপ্পড়ে পড়ে সর্বস্ব খোয়াবে কে জানে।
সমবেদনা রইল আপনার আত্মীয়ের জন্য।