নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর পূর্বে মানুষের অনুভূতি ......

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মরণাপন্ন ব্যক্তির সঙ্গে কী হয়? ক্যানিসিয়াস কলেজের বিজ্ঞানীদের করা এক সমীক্ষা বলছে, মরণাপন্ন মানুষ নাকি মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তার মরে যাওয়া প্রিয় ব্যক্তি, বন্ধু, বা আত্মীয়কে দেখতে পায়। মৃত্যু যত কাছে আসে মরনাপন্ন মানুষটা মৃত ব্যক্তিকে তত স্পষ্ট, বেশি করে দেখতে পায়।

অনেক মানুষের মুখেই শোনা যায়, মৃত্যুর আগে তার বাবা বা মা মৃত কোন ব্যাক্তি কে দেখে বলে ঐ যে তোর বাবা বা মা বা দাদা এসেছেন, আমাকে নিয়ে যেতে ..... ! আমার পরিচিত এক ড্রাইভারের চাচা কিছু দিন আগে মারা গিয়েছে। মারা যাওয়ার কয়েক ঘন্টা আগে সেই চাচা তার ছেলেকে ডেকে বলেছিলো, বাবারে ! ঐ যে তোর মা বসে আছে, আমাকে নিয়ে যাবে!! ছেলে বাবার কথায় কর্ণপাত না করে বলেছিলো, ধ্যুর আব্বা! আপনি কি বলেন এসব, আপনি সুস্থ্য হয়ে যাবেন। আপনি ঘুমান। কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তি বলেছিলো, বাবারে! এই ঘরটা সুন্দর করে পরিস্কার করে রাখ। অনেক মানুষ জন আসছে এবং আসবে। ঘরটা পরিস্কার করে রাখ .... তার কিছু সময় পরেই সে মারা যায়।

দাবি করা হয়েছে ৬৬ জন মরণাপন্ন ব্যক্তিকে হাসপাতালের এক বিশেষ ঘরে রেখে দেখা গিয়েছে নিজেরাই স্বীকার করছেন তাদের দেখতে এসেছে এমন কিছু মানুষ যারা মারা গিয়েছে। সেইসব মরণাপন্ন মানুষরা জানিয়েছেন, মৃত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই বন্ধু ও আত্মীয়রা রয়েছেন। এমন কথা বলার পর তারা মারা গিয়েছেন। সেই রিপোর্টে এমনও দাবি করা হয়েছে মৃত্যুর মাসখানেক আগে থেকেও অনেক মরণাপন্ন রোগী মৃত ব্যক্তিদের দেখতে পাচ্ছেন।

এই রিপোর্ট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মৃত্যুর আগে মানুষের সঙ্গে ঠিক কী হয় তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গবেষণা চলছে। অনেকেই দাবি করেছিলেন মরণাপন্ন ব্যক্তিরা নাকি মৃত ব্যক্তির সঙ্গে কথা বলেন। তবে তাবড় তাবড় বিজ্ঞানীদের নিয়ে এমন রিপোর্ট এর আগে প্রকাশিত হয়নি।

শাস্ত্র মতে বলা হয়েছে, যখন মানুষের দুনিয়াবি জীবনের ইতি হতে থাকে, তখন তার তৃতীয় নয়ন এর বিকাশ ঘটে। সে তখন অনেক অদৃশ্য বিষয় দেখতে পায়, কিন্তু সে তা প্রকাশ করার শক্তি পায় না। এই বিষয়টি নিয়ে এখনো অনেক গবেষনা চলছে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:

আপনার মাথার পেছনে আরেকটি নয়ন আছে কিনা দেখেন!

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৭

আহলান বলেছেন: মাথার পিছনে নাই, অন্তরে ঘুমন্ত অবস্থায় আছে ..

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

প্রামানিক বলেছেন: দাবি করা হয়েছে ৬৬ জন মরণাপন্ন ব্যক্তিকে হাসপাতালের এক বিশেষ ঘরে রেখে দেখা গিয়েছে নিজেরাই স্বীকার করছেন তাদের দেখতে এসেছে এমন কিছু মানুষ যারা মারা গিয়েছে। সেইসব মরণাপন্ন মানুষরা জানিয়েছেন, মৃত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই বন্ধু ও আত্মীয়রা রয়েছেন। এমন কথা বলার পর তারা মারা গিয়েছেন। সেই রিপোর্টে এমনও দাবি করা হয়েছে মৃত্যুর মাসখানেক আগে থেকেও অনেক মরণাপন্ন রোগী মৃত ব্যক্তিদের দেখতে পাচ্ছেন।

মরার পূর্ব মূহুর্তে অনেকেই নাকি কালো কালো মানুষ দেখে থাকে।

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৭

আহলান বলেছেন: কিছু একটা তো পরিবর্তন সে দেখেই ....:ধন্যবাদ

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

রক্তিম দিগন্ত বলেছেন: এটা আসলে ভাল বলতে পারবে, যে মারা গেছে সে ই।

এটা বিজ্ঞানীদের বিশ্লেষণের উর্ধ্বে। সম্ভবত মানুষের এটা জানার কোন সামর্থ্যও নেই। মৃত্যু মৃত্যুই, তার অনুভূতিও মৃত্যুর মতই।

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৮

আহলান বলেছেন: হ ভাই, একখান ইন্টারভ্যু নেয়া যাইতে পারলে ভালো হইতো .... কি বলেন!

৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

কিরমানী লিটন বলেছেন: চমৎকার পোষ্ট-ভালোলাগা রেখে গেলাম ...

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৯

আহলান বলেছেন: ধন্যবাদ ....!

৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১০

মুহিব বলেছেন: ডর খাইছি।

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩২

আহলান বলেছেন: কিছু দেখছেন নাকি ?

৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩১

আহলান বলেছেন: কেন? কিছু দেখছেন নাকি??

৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩২

মিলটন বলেছেন: আসলে এটা একটা অদ্ভুত বিষয়। কিন্তু আমি চিন্তা করি মৃত্যুর পর মানুষের কি অনুভুতি হয়। আসলে এ ব্যাপারে আল্লাহ আমাদের অজ্ঞ রেখেছেন।

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৬

আহলান বলেছেন: আলমে আরওয়া আর আলমে বরজখের ব্যপারে আমরা খুবই অজ্ঞ ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.