নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্যারিসে হামলার তীব্র নিন্দাবাদ চলছে সারা বিশ্ব জুড়ে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই প্রথম এই দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। ফ্রান্সই সর্বপ্রথম আইএসআইস এর ঘাঁটিতে হামলা চালিয়েছিলো এ বছরেরই নভেম্বর মাসে। ইতিপূর্বে ইরাক সিমান্তে অবস্থিত আইএসের ঘাঁটি লক্ষ্য করে ফ্রান্স বিমান হামলা চালায় সেপ্টেম্বর মাসে।
প্রথমদিকে সিরিয়া সিমান্তে অবস্থিত আইএসের ঘাঁটিতে তারা বিমান হামলা চালাতে রাজী ছিলো না, কারণ তাতে বাশারকে সহায়তা করা হয় বলে বিবেচ্য হয়। কিন্তু শার্লি এব্দ তে হামলার পর তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। মার্কিন জোটে ফ্রান্সের নাম অন্তর্ভুক্তি থাকলেও তারা আই এস দমনে নিজেদের বস চেয় বড় শিপ কাজে লাগায়।
আজ হয়তো তার মাশুল গোনার দিন এসেছে।
সারা বিশ্ব আজ সন্ত্রাসী হমলার শিকার। কোথায় নিরাপত্তা, তা কেউ জানে না ..... কে ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে কিছুই পরিষ্কার নয় ......
২| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
আরণ্যক রাখাল বলেছেন: এটা আইএস ভক্ত মৌলবাদী গোষ্ঠিরই কাজ| নিঃসন্দেহে| ওদের প্রাণের মুসলমান ভাইকে উড়িয়ে দেবে আর ওরা চুপ করে থাকবে তা কি হয়?
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
ইউরোপ আরবদের সাহায্য করতে গিয়ে ভুল করেছে