নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

জীবনের ক্ষুদ্র একটি দিক ..... !

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩




লাউ খুবই উপকারী সব্জী।


বাজারে লাউয়ের বেশ আমদানী, তবে দাম ৪০ থেকে ৫০ টাকার কম না। লাউয়ের পাশপাশি লাউয়ের গাছও শাক হিসাবে বেশ লোভনীয়। আজ সকালে হেটে আসার পথে ভাবলাম লাউয়ের ডগা কিনে নিয়ে যাই। শাক খাওয়া যাবে। রোল করা এক আটি শাক ২০ টাকা। খুজে পেতে কচি কচি ভাব আছে এমন একটি রোল কিনে নিয়ে বাসার দিকে হাটা দিলাম। পথিমধ্যে দেখি আরো এক দম্পতি এক রোল লাউয়ের শাক নিয়ে হাটতে হাটতে বাসার দিকে যাচ্ছে। ওনার লাউয়ের রোল টা দেখে অবাক হয়ে গেলোম! এতো কচি লাউয়ের ডগা উনি কোথায় পেলেন? আমি তো খুজে পেলাম না এমন কচি ডগা। যাই হোক এমন সাত পাঁচ ভাবতে ভাবতে যখন ওনাদেরকে অতিক্রম করছিলাম তখন ঐ মহিলা তার স্বামীকে বলতে শুনলাম ...দেখো দেখো ..ওনার শাকের আটিটা কত কচি? তুমি এই বুইড়া লাউয়ের ডগা কই পাইলা ......

হিহিহি ..... জীবনটা আসলেই এমন! পরের হাতের জিনিষ বেশী ভালো লাগে .....

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার পছন্দের সব্জি।

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

আহলান বলেছেন: অধিকাংশ মানুষেরই পছন্দের সব্জি ...

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

আহমেদ জী এস বলেছেন: আহলান ,



কচি কচি , রোয়া ওঠা , সতেজ সবুজ লাউয়ের অনিন্দ সুন্দর এই ছবিখানি দেখে আমিও আপনার মতো দেখতে দাঁড়িয়ে গেলুম ।
আপনার লেখার মিষ্টি মধুরতার মতোই জীবনটাও তেমনি ! কিছুতেই তৃপ্ত হয়না । কেবলই - " নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস..................................." এর মতো ।

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

আহলান বলেছেন: সেটাই ....নদীর এপাড় কহে ছাড়িয়া নিঃশ্বাস ...

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০২

***মহারাজ*** বলেছেন: পরের জিনিস ভালো লাগে । :-B

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

আহলান বলেছেন: ঠিক বলেছেন ...

৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


গভীর পর্যবেক্ষণ।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২০

আহলান বলেছেন: হুমমম .।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

প্রামানিক বলেছেন: বাস্তব কথাই বলেছেন। ধন্যবাদ

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২১

আহলান বলেছেন: জ্বী ভাই .।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

ঢাকাবাসী বলেছেন: ছবিটা দারুণ। পরের জিনিস সবসময়ই বেটার!

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২১

আহলান বলেছেন: হ রে ভাই । এটাই জীবনের একটি দিক ।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

রক্তিম দিগন্ত বলেছেন: লাউ গুলো যখন গাছে ঝুলে থাকে তখন দেখতে ভাল লাগে বেশ। আমি অবশ্য লাউ খাই না। তবে লাউ শাক আমার অনেক প্রিয়।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২০

আহলান বলেছেন: ধন্যবাদ

৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

বাংলার জামিনদার বলেছেন: মাইনষের বাড়ির পিঠা, খাইতে বড় মিঠা।

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

আহলান বলেছেন: হা হা হা .।ইক্সাক্টলী ..।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

দীপান্বিতা বলেছেন: :)

০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

আহলান বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.