নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

ঝাড়ুই এখন রাজনৈতিক প্রতীক ...

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

আবুল ! এক গ্লাস পানি খাওয়াতো বাপ
এখন পারুম না, আমার কাজ আছে মা...
ঝাড়ু হাতে কই যাস বাপ?
রাস্তা ঝাড়ু দিতে মা
জীবনে কোন দিন তো ঘরের এক গোছা ঝুলও সাফ করলি না, এক গ্লাস পানি খাওয়াইতে পারলি না, আর এখন তুই রাস্তা ঝাড়ু দিবি ..মানে কি?
ও তুমি বুঝবে না, এসব উচ্চ মর্গের ব্যপার স্যাপার ...
ও ..আচ্ছা ....

উপরের চুটকিটা বানানটিক হলেও বাস্তব বিবর্জিত নয়।

যার যার কাজের জন্য দায়িত্বভার তার তার .... আমি কেন রাস্তা ঝাড়ু দিতে নামব? সিটি কর্পরেশনের কর্মিরা কি করে? তাদেরকে কি এমনি এমনি বেতন দিয়ে পোষা হয়? এখন যদি লাঠি হাতে সবাই ট্রাফিক কন্ট্রোলে নেমে পড়ি তখন কেমন হবে? সবাই মিলে চোর ডাকাত ধরা শুরু করি, তখন দেশের পরিস্থিতি কি দাড়াবে? আর যদি সত্যিই আমাদেরকে রাস্তা পরিষ্কারে নামতে হয়, তো সেটা অবশ্যই নিয়মিত হতে হবে, দায়িত্ব মনে করে করতে হবে .... ছবি তুলে খবরের আইটেম হবার জন্য নয় ...রাজী?

ঝাড়ু হাতে সাময়িক ক্রেজ সৃষ্টি কারী এসব কর্মকান্ড দেখলে আর কার কি হয় আমি জানি না, তবে আমার খুব পিত্তি জলে। ভন্ডামি আর ফাইজলামির আর লিমিট নাই .....................

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

হাম্বাখোর বলেছেন: ভালো

২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

অন্ধবিন্দু বলেছেন:
আহলান,
ভন্ডামি তো ভন্ডামিই। এইটাও একটা আর্ট। কে জানে রাস্তা ঝাড়ু দিতে দিয়ে হয়তো ঘড়ের কথাও মনে পড়ে যেতে পারে! হাহ হা।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

আহলান বলেছেন: তাইলে তো কামই হারছিলো ...

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

রাবার বলেছেন: আমারো পিত্তি জলে /:)

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: লে ঠ্যালা,,,,,

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: লে ঠ্যালা,,,,,

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

লাবু২২ বলেছেন: ভাই, কি বলব, আমার মনের কথাটাই বলেছেন।।।

১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২০

আহলান বলেছেন: আদিখ্যেতা আর ঢঙের খেতা পুড়াই ভাই .... এটা আসলে অনেকেরই মনের কথা ....ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.