নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

আমরা আসলেই খাঁটি সংকর জাতি ..... !! আামদের প্রকৃত কোন জাত পাত কি আসলেই নেই ??

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

আসিতেছে বিশ্ব ভালোবাসা দিবস! কপোত কপোতীদের জন্য ভালোবাসার নিদর্শন উপস্থাপনের মহেন্দ্র ক্ষণ। যদিও অনেকেই বলেন ভালোবাসা দিসব এর ভালোবাসা সবার জন্যই ... শুধু প্রেমিক প্রেমিকার জন্য নয়, স্বামি স্ত্রী, বাবা মা, ভাই বোন ... সব সম্পর্কের উদ্দেশ্যেই এই ভালোবাসা দিবসের ভালোবাসা গচ্ছিত , রক্ষিত .... ! আমিও তাই ভাবছিলাম এতো দিন। কিন্তু সব কিছু গোলমেলে করে দিলো শাম্মি ম্যাডাম। প্রকাশ্যে চুম্বন করার আহ্বান জানিয়ে তিনি ভালোবাসা দিবসের ভালোবাসাকে একটি মাত্রায় আবদ্ধ করে ফেল্লেন। আমাদের দেশে কেউ যদি তার বাবা মাকে রাস্তায় প্রকাশ্যে চুম্বনরত দেখতে শরম না পায়, তবে ধরে নিতে হবে, পাবনার মেন্টাল হসপিটালে অতি সত্বর তার জন্য সিট বুকিং দিতে হবে। কোন বাবা মা ও তার ছেলে মেয়েকে প্রকাশ্য রাস্তায় চুম্বনরত দেখা মোটেও পছন্দ করবে না ........ আমাদের মন মানসিকতা, আমাদের সামাজিকতা এমন আচরণ মোটেও কাম্য নয়। কোন সমাজকে কোন কিছুর আহ্বান জানাতে হলে অবশ্যই বিবেচনা করতে হবে সেই সমাজের মূল্যবোধ, কৃষ্টি কালচার, ধর্মিয় আচার আচরণ ইত্যাদি।

আমাদের পার্শ্ববর্তি দেশ ভারতে গরুর গোশতা সংরক্ষণ করার সন্দেহে প্রকাশ্যে মানুষ পিটিয়ে মেরে ফেলছে.... আর আমরা ৯০ শতাংশ মুসলিম প্রধান দেশের মানুষকে প্রকাশ্যে চুম্বন করার আহ্বান জানাই ......এতে আমাদের ধর্মিয় বা সামাজিক মূল্যবোধের বিন্দুমাত্র ক্ষতি হয় না! সত্যি সেলুকাস আমাদের দেশ বড়ই বিচিত্র ....!
আজ প্রকাশ্যে চুম্বন, কাল প্রকাশ্যে আলিঙ্গন, পরশু প্রকাশ্যে আরো কিছুর আহ্বান আসবে .... আমরা সেই আহ্বানের প্রতীক্ষায় থাকলাম ..... আমরা সংকর জাতি, সব কিছুই সহ্য ও অনুসরন করতে পারি .......

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

অগ্নি কল্লোল বলেছেন: একমত।তবে প্রতিবাদ সব দিক থেকে হচ্ছে।আমারতো মনে হয় শাম্মী হক দেশে আসলে তার কি অবস্তা হবে তা আল্লাহ জানে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

আহলান বলেছেন: আমরা চাই তিনি প্রকৃতই মানসিক ও শারিরীক ভাবে একজন বাংলাদেশী হয়ে উঠুন ....

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

টয়ম্যান বলেছেন: B:-)

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সাঁইজির গানটা মনে পড়ে গেলো ।
"অাসবার কালে কী জাত ছিলে,
এসে তুমি কী জাতে নিলে;
কী জাত হবে যাবার কালে
এ কথা ভেবে বলনা ।"

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

আহলান বলেছেন: ঠিকই তো ... আশে পাশে উল্টা শিধা আচরণে জাত নিয়ে সাঁইজি নিজেও যথেষ্ট চিন্তায় ছিলেন ... !!

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

Ahmed Musa বলেছেন: কয় কি?
শাহবাগের পরবর্তী নাম দেয়া হবে চুম্বন স্কয়ার।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

আহলান বলেছেন: পরবর্তি আকর্ষণ .... !!

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৯০ শতাংশ মুসলিম প্রধান দেশের মানুষকে প্রকাশ্যে চুম্বন করার আহ্বান জানাই ......এতে আমাদের ধর্মিয় বা সামাজিক মূল্যবোধের বিন্দুমাত্র ক্ষতি হয় না! সত্যি সেলুকাস আমাদের দেশ বড়ই বিচিত্র ....!

এটা খাঁটি বাঙালি সংস্কৃতির সাথেও কোনভাবেই যায় না!

যৌন উন্মাদ ছাড়া কেউ এভাবে ভাবে না।! আহবানকারীর মানসিক স্বাস্থ্য পরীক্ষা আবশ্যক ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

আহলান বলেছেন: ঠিকই বলেছেন .. মস্তিষ্ক বিকৃতি ঘটার আগেই ট্রিটমেন্ট প্রয়োজন ... সমাজে পাগলা কুকুরের কোন স্থান নাই, কারণ সে জলাতঙ্ক রোগের জীবানু বহন করে, যাকে কামড়ায়, সে মরে ....সুতরাং ....

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০

গেম চেঞ্জার বলেছেন: আমাদের দেশের প্রেক্ষাপটে হয়তো এটা ঠিক নয়। তবে ব্যাপারটা অতোটা গুরুতর বলে মনে হচ্ছে না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১

আহলান বলেছেন: সব সম্ভবের দেশ বাংলাদেশ ... তাই কোন কিছুই আর আমাদের কাছে গুরুতর মনে হয় না ... দুঃখ, দূর্ঘটনা, অনাচার, ভ্রষ্টাচার, রানা প্লাজার মতো ১০টা দূর্ঘটনা ঘটলেও আমাদের কাছে মনে হয় এটাই এদেশে স্বাভাবিক....এদেশে সবই সম্ভব .... নূর হোসেনের মতো হাজার হাজার কিলার সমাজে দাপটের সাথে ঘুরে বেড়ালেও মনে হবে, এদের জন্যই তো এই দেশ ...আমরাই অচ্ছুত ...খামোখা লেখা পড়া শিখে মানুষ হবার চেষ্ট করেছি ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.