নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসিতেছে বিশ্ব ভালোবাসা দিবস! কপোত কপোতীদের জন্য ভালোবাসার নিদর্শন উপস্থাপনের মহেন্দ্র ক্ষণ। যদিও অনেকেই বলেন ভালোবাসা দিসব এর ভালোবাসা সবার জন্যই ... শুধু প্রেমিক প্রেমিকার জন্য নয়, স্বামি স্ত্রী, বাবা মা, ভাই বোন ... সব সম্পর্কের উদ্দেশ্যেই এই ভালোবাসা দিবসের ভালোবাসা গচ্ছিত , রক্ষিত .... ! আমিও তাই ভাবছিলাম এতো দিন। কিন্তু সব কিছু গোলমেলে করে দিলো শাম্মি ম্যাডাম। প্রকাশ্যে চুম্বন করার আহ্বান জানিয়ে তিনি ভালোবাসা দিবসের ভালোবাসাকে একটি মাত্রায় আবদ্ধ করে ফেল্লেন। আমাদের দেশে কেউ যদি তার বাবা মাকে রাস্তায় প্রকাশ্যে চুম্বনরত দেখতে শরম না পায়, তবে ধরে নিতে হবে, পাবনার মেন্টাল হসপিটালে অতি সত্বর তার জন্য সিট বুকিং দিতে হবে। কোন বাবা মা ও তার ছেলে মেয়েকে প্রকাশ্য রাস্তায় চুম্বনরত দেখা মোটেও পছন্দ করবে না ........ আমাদের মন মানসিকতা, আমাদের সামাজিকতা এমন আচরণ মোটেও কাম্য নয়। কোন সমাজকে কোন কিছুর আহ্বান জানাতে হলে অবশ্যই বিবেচনা করতে হবে সেই সমাজের মূল্যবোধ, কৃষ্টি কালচার, ধর্মিয় আচার আচরণ ইত্যাদি।
আমাদের পার্শ্ববর্তি দেশ ভারতে গরুর গোশতা সংরক্ষণ করার সন্দেহে প্রকাশ্যে মানুষ পিটিয়ে মেরে ফেলছে.... আর আমরা ৯০ শতাংশ মুসলিম প্রধান দেশের মানুষকে প্রকাশ্যে চুম্বন করার আহ্বান জানাই ......এতে আমাদের ধর্মিয় বা সামাজিক মূল্যবোধের বিন্দুমাত্র ক্ষতি হয় না! সত্যি সেলুকাস আমাদের দেশ বড়ই বিচিত্র ....!
আজ প্রকাশ্যে চুম্বন, কাল প্রকাশ্যে আলিঙ্গন, পরশু প্রকাশ্যে আরো কিছুর আহ্বান আসবে .... আমরা সেই আহ্বানের প্রতীক্ষায় থাকলাম ..... আমরা সংকর জাতি, সব কিছুই সহ্য ও অনুসরন করতে পারি .......
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩২
মহা সমন্বয় বলেছেন: আমরা সংকর জাতি, সব কিছুই সহ্য ও অনুসরন করতে পারি .......
আপনি একদম ঠিক বলেছেন।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫
বিজন রয় বলেছেন: ভাবনার বিষয়।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আরো অনেক দেখা বাকি আছে। সবে তো শুরু ভাই।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬
আহলান বলেছেন: ঠিক বলেছেন
৫| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৮
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনার পোস্টের হেডিংই বলে দিচ্ছে, আমরা অন্তত এক বিষয়ে খাঁটি.....
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০২
আহলান বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
প্রামানিক বলেছেন: আজ প্রকাশ্যে চুম্বন, কাল প্রকাশ্যে আলিঙ্গন, পরশু প্রকাশ্যে আরো কিছুর আহ্বান আসবে ....
কথা ঠিকই বলেছেন। ধন্যবাদ