নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

নতুন উপদ্রবঃ ঠাডা / বজ্রপাত ....!!

১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:১০



ফেবু থেকে মাত্র নিলাম ছবিটা। এখনো গরম আছে। কেউ পোষ্টানোর আগেই আমি পোষ্টায়া দিলাম...

দূর্যোগের তালিকায় আরো একটি আইটেম সংযুক্ত হলো। বাজ বা বজ্রপাত। কিছুদিন আগেও ভুমিকম্পে থরহরি কম্পমান হলাম। আর এর পরেই বজ্রপাতের উৎপাত ....!! দুটোই অপ্রতিরোধ্য, অবোধগম্য .... ঠাস করে এসে ঠুস করে নিয়ে যাবে, ঠেকানোর কোন উপায় বা সুযোগ দেবে না। তবে এই বজ্রপাতের কঠিন আঘাত সম্পর্কে বাজারে বিভিন্ন ধরণের তথ্য ঘুরাঘুরি করছে। তার মধ্যে অন্যতম কারণ হলো ধর্মীয়। অর্থাৎ পাপের পরিমাণ অনেক বেড়ে গেছে, তাই এটি আল্লাহর গজব হিসাবে অনেকই বিবেচনা করছেন। আবার আবহাওয়াবিদগন তাদের পুস্তকী জ্ঞ্যান দিয়ে বাজ সৃষ্টি ও পৃথিবীতে পতিত হবার বিষয়টি ব্যাখ্যা করছেন। আবার ।নেকে বলছেন, সিমানা নির্ধারণের জন্য যে ম্যাগনেটিক পিলার সব নাকি চুরি হয়ে গেছে, তাই বজ্রপাত যেখানে সেখানে হুমড়ি খেয়ে পড়ছে। অনেকে আবার বলছে মোবাইলের টাওয়ার, বিদ্যুতের পিলারই এই গজবের জন্য দাীয়!! অনেকে বলছে বাসা বাড়ির আর্থিং ঠিক নাই, তাই বজ্রপাত মানুষের গায়ে গিয়ে আশ্রয় নিচ্ছে ...... মানে যে যার মতো করে বিষয়টি ব্যাখ্যা করছেন।

তবে যেটাই হোক, যে যাই বলুক জান বাঁচানো ফরজ! ঝড় বাদল মেঘ চমকানো দেখলেই আমাদের এখন সাধ্য মতোন সচেতন হতে হবে...উপরের ছবিটা তাই মনে র মধ্যে গেথে নিন, মস্তিষ্কের মাঝে রেখে দিন .... কাজে লাগতেও তো পারে ..... !!

জন সচেতনতায়
ব্লগার আহলান :)

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:১৬

প্রামানিক বলেছেন: আরে ভাই কি কি সতর্ক হতে হবে তা তো কিছু বললেন না।

১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:২১

আহলান বলেছেন: ভাই ছবি দেইখ্যা বুইজ্যা লন ...কপি পেষ্ট তো ...আর পারি না ....;)

২| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



মানুষকে হুশিয়ারী করা হচ্ছে

১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:২১

আহলান বলেছেন: হুম ... সেটাই হয়তোবা .... :)

৩| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৯

শামছুল ইসলাম বলেছেন: ভাল পোস্ট।

ভাল থাকুন। সবসময়।

১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৮

আহলান বলেছেন: ধন্যবাদ .. আল্লাহ আপনাকেও ভালো রাখুন .. !

৪| ১৪ ই মে, ২০১৬ রাত ৯:২০

মুসাফির নামা বলেছেন: ব্লগার সাহেব ভালো বলেছেন। নির্বাচন করছেন নাকি?

১৪ ই মে, ২০১৬ রাত ১০:০১

আহলান বলেছেন: ;) :D :P

৫| ১৪ ই মে, ২০১৬ রাত ৯:২৮

শায়মা বলেছেন: লেখার স্টাইল দেখে হাসছি কিন্তু ইদানিং সত্যিই আমি আকাশে বিজলী চমকে পারলে টেবিলের তলায় গিয়ে বসে থাকি এত্ত ভয় পাচ্ছি!!!!:(


অনেক অনেক ভালো পোস্ট ভাইয়া। ছবিটা প্রিন্ট করে রাখতে হবে আসলেও।

৬| ১৪ ই মে, ২০১৬ রাত ১০:০৪

আহলান বলেছেন: থ্যাঙ্ক্যু ... ছাতা ব্যবহার করতে পারেন, তবে তার ডান্টিটা যেনো লোহার না হয় .... :D

৭| ১৪ ই মে, ২০১৬ রাত ১০:০৫

শায়মা বলেছেন: ঠিক ঠিক ছাতা দিয়ে বজ্রকে মাইর দেবো কাছাকাছি আসলেই!:)

৮| ১৫ ই মে, ২০১৬ দুপুর ১:২২

মশার কয়েল বলেছেন: রুমে থাকলেও ভয় লাগে ৷কী শব্দরে বাবা!!

১৫ ই মে, ২০১৬ দুপুর ১:৫০

আহলান বলেছেন: শব্দ শোনার আগেই তো আলোর ঝলকানীতে চোখ বুইঞ্জা আসে!! আর হাত দুইটা অটোমেটিক মেশিনের মতো কানে চইলা যায় ....!! ধন্যবাদ :)

৯| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৩

মহা সমন্বয় বলেছেন: বজ্রপাতকে আমি মারাত্নক ভয় পাই। এ যেন স্বাক্ষাত বোমা। B:-)
বজ্রপাতের সময় ছাদে উঠা ভয়াবহ ঝুঁকিপূর্ণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.