নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল একদল আইএসআইএস একটি খ্রিষ্টান দম্পতির গাড়ি আটকালো।
আইএসআইএস: তোমরা কি মুসলিম?
খ্রিষ্টান লোক: হ্যা, আমরা মুসলিম।
আইএসআইএস: যদি তুমি মুসলিমই হও, তবে কোরআন থেকে কিছু পাঠ করো।
খ্রিষ্টান লোকটি বাইবেল থেকে কিছু পাঠ করে শোনালো।
আইএসআইএস: আহ্। কি সুন্দর। ঠিক আছে, তোমরা যেতে পারো।
পরবর্তীতে তার স্ত্রী খ্রীষ্টান লোকটিকে বল্লো: আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে, তুমি এতটা ঝুঁকি কিভাবে নিলে?তুমি কেনো তাদেরকে বল্লে যে, আমরা মুসলিম? যদি তারা বুঝে ফেলতো আমরা মিথ্যা বলেছি, তবে আমাদেরকে মেরে ফেলতো।
"ভয় পেয়ো না, যদি তারা কোরআন জানতো তবে তারা কখনোই এভাবে মানুষ হত্যা করতো না" - খ্রীষ্টান লোকটি উত্তর দিলো।
আইএসআইএস ইসলাম নয়, সন্ত্রাসীদের কোন ধর্ম হয় না।
(ফেবু থেকে সংগৃহীত)
২| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:২২
সুমন কর বলেছেন: বর্তমান সময়ের জন্য দারুণ শেয়ার।
৩| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৩০
শোভন১ বলেছেন: কুরআনেই বলা আছে ইসলামী রাস্ট্র কায়েম না হওয়া পর্যন্ত জিহাদ চালিয়ে যেতে হবে, আইএস আর কি দোষ? ওরা জাস্ট ইন্সট্রাকশন ফলো করছে।
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৪১
আহলান বলেছেন: আফসোস আপনাদের জন্য ... সন্ত্রাসীদের ভাষায়ই মন্তব্য করলেন!
৪| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৩৪
হৃদয়হীন মানব বলেছেন: ধন্যবাদ ভাই খুব ভাল লাগলো।।।।।।।
৫| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৩৫
সেলিম৮৩ বলেছেন: মি. শোভন, জেহাদ শব্দের অর্থ জেনে মন্তব্য করা উচিত ছিলো।
সন্ত্রাসীদের কোন ধর্ম নেই ।
৬| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:০৬
শোভন১ বলেছেন: @লেখন - আফসোসটা ঠিক কি জন্য বুঝলামনা...
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:০৮
আহলান বলেছেন: এই জন্য যে জিহাদের অপব্যাখ্যা নিয়েই আপনারা "সব বুঝে গেছেন" ভাবটাট ধরেন, ভুল বুঝেন, ভুল বুঝান ...তার জন্য!!
৭| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:২৫
শোভন১ বলেছেন: জিহাদ করে মানুষ হত্যা করে যাচ্ছে ওরা আর অপব্যাক্ষা করছি "আমরা"? তাহলে সঠিক ব্যাক্ষাটা করেন, বুঝে নিয়ে "আমরাও" জিহাদিস্ট হয়ে যাই।
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৬
আহলান বলেছেন: ওদের সাথে তো আমাদের কথা হচ্ছে না, আপনার মন্তব্যের প্রেক্ষিতেই বলেছি ... আপনি কোরআনের রেফারেন্স দিয়ে জিহাদের অপব্যাখ্যা করেছেন বলেই আপনাকে বলেছি। তাদের কে বলার সুযোগ থাকলে তাদেরকেও বলতাম। ধন্যবাদ ...
৮| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:১৯
রায়হানুল এফ রাজ বলেছেন: ভালোই লিখেছেন।
৯| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:২০
শোভন১ বলেছেন: আসলে আপনার ব্যাক্ষাটা জানতে চাচ্ছিলাম। সুযোগ থাকলে কি বলতেন, কোরআনের ঐ আয়াত ফলো না করার জন্য?
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:২০
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন।