নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসে গেছে ঈদ। কেনা কাটায় ব্যস্ত সবাই। পছন্দের জিনিসটা সাধ্যের নাগালে পেলে আর পায় কে? দ্রুত মূল্য চুকিয়ে জিনিষটা হস্তগত বা বগলদাবা করতে পারলেই শান্তি! আর বিক্রেতারাও পছন্দমত দামে জিনিষটা বিক্রি করতে পারলে তারাও খুশি। কোন রকমে জিনিষটা ঘচায়ে মূল্যটা নিতে পারলেই কেল্লা ফতে!
এই অতি ব্যস্ততম সময়ে সামান্য কেয়ারলেস হয়েছেন কি আপনি ফেঁসে গেছেন! হ্যা, সুতরাং হাজারো ব্যস্ততার মাঝে কুল থাকুন!!
ফ্রী ল্যান্ড থেকে একটি শার্ট কিনলাম ১৭৮০টাকা দিয়ে। কার্ড দিয়ে বিল পেমেন্ট করার পর ছোট্ট কাগজটা যখন তারা আমাকে দিলো সই করার জন্য, দামের অংকটাতে চোখ বুলিয়ে সিগনেচার করতে গিয়েও কেন যেনো চোখটা বড় বড় হয়ে গেলো! ছোট বেলায় অংক শেখানর সময় মা বোনেরা ফোট দিয়ে দিয়ে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি শিখিয়েছিলেন। সেই বুদ্ধিটা আজ আবারো এপ্লাই করলাম। দেখি ১৭৮০ টাকার শার্ট হয়ে গেছে ১৭৮০০!!! সামান্য একটি শূণ্য ডান পাশে (ভুলে অথবা ...!!) বেশী পড়েই বাধিয়ে দিয়েছে বিপত্তি!!
পরে বিষয়টি দোকানের কর্তৃপক্ষকে দেখানো হলো। তারাও ভুল বুঝতে পেরে দামের অবশিষ্টাংশ টাকা ক্যশ ব্যক করে দিলো। ঘটনাটা হয়তো এমন কিছুই না। কিন্তু যদি না খেয়াল করা হতো ভীড় আর ব্যস্তায় বা সরলতায় ...তাহলে?
০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১:০৭
আহলান বলেছেন: এলা বুঝেন ...সারা দেশ জুড়েই এই কান্ড কারখানা চলতাছে ....!
২| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন সচেতনতা মূলক পোষ্ট!!!!
শায়মাপুরও দেখি একই অভিজ্ঞতা!!
আশা করি বাকী সকলেও সতর্কই থাকবেন।
আর আমারতো টেনশনই নাই। ম্যাংগো পিপল নগদে কেনাকাটা করি সো নো টেনশন
ঈদ মোবারক !
০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১:০৬
আহলান বলেছেন: নগদেই রিস্ক কম ভাই ...!
৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১:০৪
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।
০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১:০৮
আহলান বলেছেন: ধন্যবাদ ...
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬
শায়মা বলেছেন: আমিও সেদিন আড়ং এ কিমলাম দুইটা লোহা মার্কা মোমবাতি স্ট্যান্ড সহ অং বং কিছু জিনিস। কেনার সময় আন্দাজ ছিলো বড় জোর ১ বা ২ হাজার হবে। বিলের সময় দেখি বলছে ২৪ হাজার কত টাকা!
আমি বললাম এই অং বং কেমনে ২৪০০০। উপজাতি সেলসগার্লটা বলে এই যে এই জু্য়েলারী বক্সটাই সেই অমূল্য রতন যার দাম একটু বেশি!
আমি সেই অমূল্য রতন আমার বাস্কেটে রাখার সময় দেখেছিলাম ৬৮০ বা এমন কিছু আমি ভাবলাম মনে হয় তাইলে ৬ হাজার টাজার নাকি! তারপর আমি বললাম তাইলে আমি মনে হয় ভুল করেছি। দেখি তো অমূল্য রতনটার দাম কত! সে আমাকে না দিয়ে তড়িঘড়ি বললো, ওহ আমি মনে হয় ভুল করছি হেন তেন পেন পেন.....
তারপর ঠিক ঠাক করে ২ হাজার কত যেন করলো!
এমন অমূল্য রতনের সন্ধান আড়ং এ একই ঈদে দুইবার পেলাম!