নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুক্তভোগি এইচ এস সি পরীক্ষার্থী ২৪ এর সকল ছাত্র ছাত্রী আজ দ্বিধা বিভক্ত। কিছু ছাত্র স্বৈরাচারী হটাও আন্দোলোনকে পুঁজি করে তাদের অসুস্থ্য বন্ধুদের দোহাই দিয়ে পরীক্ষা ছাড়াই অটো পাশের স্বিকারোক্তি সচিবালয় থেকে ছিনতাই করে এনেছে। কিন্তু এই অকাল কুষ্মান্ড বালকেরা এটা মাথায় রাখেনি যে, আন্দোলোনের সব ছাত্র স্বরৈাচারের বিরোধী ছিলো না। অনেকেই ছিলো যারা জয় বাংলার পতাকা তলে আশ্রয় নিয়ে নিরীহ ছাত্র ছাত্রীকে পিটিয়েছে, আন্দোলোনকে নস্যাৎ করার জন্য পুলিশ সহ অন্যান্য বাহিনীকে সহায়তা করেছে। সুতরাং স্বৈরাচারের পক্ষে থেকেও অটো পাশের সুবিধা তারাও পেয়ে যাবে। যারা সত্যিকার অর্থেই ছাত্র, তারা কখনোই এমন দাবী করতে পারে না।
তার পরেও যখন এমন দাবী উঠেছে তখন এই সরকারের উচিৎ ছিলো প্রথমে শারীরিক ভাবে অসুস্থ্য এইচ এস সি পরীক্ষার্থীদের একটি তালিকা প্রণয়ন করা। যারা পরীক্ষা দিতে একেবারেই অপারগ তাদেরকে অটো পাশ দিয়ে দেয়া এবং হয়ে যাওয়া পরীক্ষা সমুহের উপর ভিত্তি করে তাদের গ্রেডিং করা। পাশাপাশি যে সকল ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে প্রস্তুত, তাদের পরীক্ষা নেয়া এবং নিয়মানুসারে তাদের ফলাফল ঘোষণা করা।
একদম গনহারে সবাইকে অটো পাশ দেয়াটা কখনোই সমর্থন যোগ্য নয়।
২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২০
আহলান বলেছেন: স হ ম ত
২| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০০
মোস্তফা সোহেল বলেছেন: হুট করে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। আশা করি কতৃপক্ষ বিষয়টি নিয়ে আবার ভেবে দেখবেন।
২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২০
আহলান বলেছেন: ধন্যবাদ ..
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা হতে দেয়া যায়না। এখানেও ঘাপলা আছে, প্রয়োজনে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া দরকার।