![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ হাসিনা দিল্লীতে প্রথমে বিশেষ অতিথির সুবিধা পেলেও এখন সে সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে। নিজে রান্না করে খেতে হয় বলে দুধ মুড়ি খেয়ে দিনাতিপাত করছেন তিনি। গেস্ট হাইজের নিরাপত্তা ব্যবস্থাপক জয়রাজ মালহোত্রা দাবী করেন সম্প্রতি দেশে প্রত্যাবর্তনের জন্য হাসিনা জয়শঙ্করকে ফোন করে চাপ দেন। এদিন জয় শঙ্কর ধৈর্য্য হারিয়ে বলেন, ম্যাডাম, আপনি যদি দেশের মানুষের কথা শুনতেন, তাহলে এমন দুধ মুড়ি খেয়ে জীবন কাটাতে হতো না, আপনি দেশেই থাকতেন। দেশে নয়, আপনাকে আই সি জে তে পাঠানোর টিকেট কাটা নিয়ে আলোচনা চলছে। ...
০৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫০
আহলান বলেছেন: দাদারাও এখন ত্যাক্ত বিরক্ত!
২| ২৭ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
চেংগিস খান বলেছেন:
সাড়ে ১৪ বছর ব্্লগিং করলেন; মনে রাখার মতো কিছুই লিখেননি।
০৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫১
আহলান বলেছেন: আপনি লিখেছেন না! তাতেই চলবে ... অবশ্য জানি না কি লিখছেন ...
৩| ২৮ শে মার্চ, ২০২৫ রাত ২:২৬
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: চেংগিস খান বলেছেন:
সাড়ে ১৪ বছর ব্্লগিং করলেন; মনে রাখার মতো কিছুই লিখেননি। আপনিতো দেখছি মাত্র চারদিনের বৈরাগী!
অবশ্য ব্যান হয়ে যাওয়া এক আলোচিত ব্লগারের মন্তব্যের ধরণের সংগে আপনার মন্তব্যের মিল খুঁজে পাচ্ছি।
০৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫২
আহলান বলেছেন: হা হা হা ... উনি মে বি ছুপা রুসতম ...
৪| ২৮ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: মানুষ হও।
০৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৩
আহলান বলেছেন: দুধ মুড়ি স্বাস্থ্যের জন্য খুব ইপকারী !
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৩১
রাসেল বলেছেন: দেশের মানুষের কথা শুনলে কি দাদাদের কথা শোনা যাবে?