নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

৮ কুকুর ছানা বনাম শত শত মানুষ ছানা ...

০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬




৮ টি কুকুর ছানা মার্ডার বনাম নারায়নগঞ্জের ৭ মার্ডার .... মানুষ কুকুর ছানা বস্তায় ভরে পানিতে চুবিয়ে মারে, আমরা কষ্ট পাই, মানুষ মানুষ ছানাকেও ঠিক এইভাবে মেরে লাশ গুম করার চেষ্টা করে। তাতে আমরা কষ্ট পাই নাই। কারণ তারা ক্ষমতাসীন দল ... ঐ কুকুর ছানা হত্যাকারী নারীর সাজা শাস্তি হবার আগে তো ঐ ৭ মার্ডারের খুনিদের শাস্তি হওয়া উচিৎ ... আবরার ফাহাদ, সাগর রূনি, অভিজিৎ, ব্লগার থাবা বাবা, নাজনীন ...... কত শত অমিমংসিত খুনের রহস্য ফেলাণীর মতো কাঁটাতারে ঝুলে আছে। .... সেই নর হত্যাকারীদের কেনো এখনো বিচার হলো না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: যে কুকুর ছানা হত্যায় কষ্ট পায়, সে মানুষ হত্যায়ও কষ্ট পায়। কিন্তু যে কুকুর ছানা হত্যায় কষ্ট পায় না, সে মানুষ হত্যায়ও কষ্ট পায় না কিন্তু ভং ধরে বিরাট মানবিক হওয়ার।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭

নতুন বলেছেন: যারা মানুষ তারা সকল প্রানী হত্যায়ই কস্ট পায়।

কুকুর ছানা হত্যাকারীকে আইনের আওতায় আনা হয়েছে, এটাই একটা সভ্য সমাজে হউয়া উচিত্ ।

কিছু মানুষ আছে যারা পশুর চেয়েও নিকৃস্ট, যারা ১৯৭১ এ পাকিদের হত্যা কস্ট পায় না, ২০২৪ এ হত্যায় কস্ট পায় না। গুম হয়ে যাওয়া মানুষের জন্য কস্ট পায় না। :|

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭

অপু তানভীর বলেছেন: মানুষ হত্যায় কষ্ট পায় নি, এই কথা আপনি নিশ্চিত করে বললেন কিভাবে?
একটার সাথে আরেকটার তূলনাই বা কেন আসবে? ধরেন একজন গরু চুরি করল, আর একজন মানুষ খুন করল, এখন গরু চুরির বিচার যদি আগে হয়ে যায় তাহলে আপনি বললেন মানুষ খুন বেশি বড় অপরাধ তাই আগে মানুষ খুনের বিচার হবে তারপর গরু চুরির বিচার?
কী হাস্যকর আপনাদের মনভাব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.