নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় ব্লগার, আমার ব্লগে স্বাগতম। এটি একটি মাল্টি নিক। আপাতত ছদ্মনামে লিখতে হচ্ছে।

লেখার খাতা

একটি জামায়াত শিবির মুক্ত ব্লগ। আমার ব্লগে জামায়াত শিবির সম্পূর্ণ নিষিদ্ধ।

লেখার খাতা › বিস্তারিত পোস্টঃ

আজকের ব্লগার ভাবনা:কথায় কথায় বয়কট এর ডাক দেয়া পিনাকীদের আইডি/পেইজ/চ্যানেল বাংলাদেশে হাইড করা উচিত কি? ব্লগাররা কি ভাবছেন?

১৭ ই মে, ২০২৪ রাত ১২:১৩



অপূর্ব একজন চমৎকার অভিনেতা। ছোট পর্দার এই জনপ্রিয় মুখকে চেনেনা এমন কেউ নেই। সাধারণত অভিনেতা অভিনেত্রীদের রুজিরোজগার এর একটি মাধ্যম হইল বিজ্ঞাপনে মডেল হওয়া। বাংলাদেশের কোন তারকা যদি বিদেশী কোন পন্য বা কোম্পানির জন্য বিজ্ঞাপন করে তবে বাংলাদেশের জন্য বিষয়টি সম্মানের।কারণ তিনি অন্য একটি দেশে বাংলাদেশকে উপস্থাপন করছেন। একজন অভিনেতা কোন দেশের পন্যের বিজ্ঞাপন করবেন, কোন দেশের নাটক সিনেমায় অভিনয় করবেন সেটা যার যার ব্যক্তিগত অভিরুচি। যেহেতু আইনগত বাঁধা নেই সেহেতু অপূর্ব ভারতীয় কোন পন্যের বিজ্ঞাপন করে যদি বৈদেশিক মুদ্রা অর্জন করেন, নিজে কিছু রোজগার করেন তবে কারও কোন ক্ষতি নেই। বরং তা দেশের জন্য কল্যানকর।

আল্লামা পিনাকী শাহ রহ: কয়েকদিন আগে অপূর্বকে থ্রেড দিয়েছেন তিনি যেন ভারতীয় অঞ্জলি জুয়েলার্স এর বিজ্ঞাপন না করে। যদি করেন তবে নাকি বয়কট এর ডাক দিবেন। আমাদের অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী ওপার বাংলার অনেক নাটক সিনেমা বিজ্ঞাপনে কাজ করেছেন। কারও কোন সমস্যা হয়নি। কিন্তু ফেসবুকের কল্যানে বর্তমানে ছাগু সম্প্রদায়ের ব্যাপক বংশবৃদ্ধির কারণে কথায় কথায় বয়কট বয়কট বলে চিল্লাপাল্লা করা স্বভাবে পরিণত হয়েছে। আল্লামা পিনাকী শাহ রহ: এর নেতৃত্বে বিএনপি জামায়াত প্রতিদিন কোন না কোন মানুষ বা প্রতিষ্ঠানকে বয়কটের ডাক দিচ্ছে।

অন্য যে কোন বিষয়ে এই বয়কট ছাগুদের কাডালপাতা ভেবে ট্রোল করে উড়িয়ে দিলেও একজন সেলিব্রিটিকে যদি কাঠমোল্লা ও মৌলবাদীরা অযৌক্তিক ভাবে বয়কটের ডাক দেয় তবে উক্ত সেলিব্রিটির ক্যারিয়ার ও রোজগার হুমকির মুখে পড়বে। কারণ ফেসবুকের অবস্থা দেখে সহজে অনুমেয় দেশে অশিক্ষিত গোমূর্খ কাঠমোল্লাদের সঙ্খ্যা দেশের মোট জনশক্তির ৮০%। আর ৮০% মানুষ যখন কোন সেলিব্রিটিকে বয়কট করে তখন পরিচালক প্রযোজক তাকে আর কাজ দেননা। ওখানেই তার ক্যারিয়ার এর সমাপ্তি ঘটে। ঠিক এই কারণেই প্রত্যাবর্তন নাটকে অভিনয় করার কারণে লাইভে এসে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছে ছোট পর্দার প্রখ্যাত অভিনেতা জোভান ও সামিরা খান মাহিকে। শুধু তাই নয়, নাটকটি ইউটিউব থেকে পর্যন্ত সরিয়ে ফেলতে বাধ্য করা হয়েছে। এই বিষয়ে ব্লগার মোহাম্মদ গোফরান একটা পোস্ট দিলে তাকে হেয় প্রতিপন্ন করে তার পোস্টের শিরোনামকে বিকৃত করে সামুতে প্রকাশ্যে পোস্ট দেন পীর পিনাকী শাহ রহ: এক শিষ্য। সে পোস্টে উল্লাস করেন সামুর বাঘা বাঘা ব্লগাররা। তাই বলাবাহুল্য পিনাকীর চ্যালারা সবখানে ভয়ংকরভাবে ঘাপটি মেরে বসে আছে।

ফলে সরকারের জামায়াত শিবির এর পেইড এজেন্ট রাজাকার ও পাকিস্তান এর দালাল পিনাকীর ফেইজবুক পেইজ ও ইউটিউব চ্যানেল বাংলাদেশে ব্যান করা উচিত। ব্লগাররা কি আমার সাথে আলোচ্য বিষয়ে সহমত?

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২৪ রাত ১:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:



পিনাকীর মুরিদের সংখ্যা কত কোটি?

১৭ ই মে, ২০২৪ রাত ১০:১০

লেখার খাতা বলেছেন: ২০ কোটির ৮০% কত?

২| ১৭ ই মে, ২০২৪ রাত ৩:০৭

...নিপুণ কথন... বলেছেন: পিনাকী ও পিনাকীর মুরিদদের সকল পোস্ট ও কমেন্ট হাইড করতে হবে। মুছে ফেলা ও ব্যান করা আরও ভালো।

১৭ ই মে, ২০২৪ রাত ১০:১০

লেখার খাতা বলেছেন: সহমত জানাচ্ছি।

৩| ১৭ ই মে, ২০২৪ রাত ৩:৪১

কামাল১৮ বলেছেন: পিনাকীদের দিন শেষের দিকে।অনেককেই ফেসবুক ইউটিউব ব্যান করছে।অনেক পেজ নাই হয়ে গেছে।কেউ কেউ আছে দৌড়ের উপর।

১৭ ই মে, ২০২৪ রাত ১০:১১

লেখার খাতা বলেছেন: জামায়াত শিবির ছাড়া ওর পোস্ট কেউ পড়বেনা। মগজহীন ছাগুদের ভোলানো সহজ।

৪| ১৭ ই মে, ২০২৪ ভোর ৫:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:

বিজ্ঞান ও প্রযুক্তির সকল সুবিধা ভোগ করে বিজ্ঞান প্রযুক্তির ডিভাইস ব্যবহার করেও কিছু ধর্মান্ধ বিজ্ঞান বিরোধী হাস্যকর ভাবে অপপ্রচার চালায়। কিন্তু কোন লাভ হবে না বিজ্ঞান বিজ্ঞানের মত এগিয়ে যাবে।

একইভাবে কিছু বিজ্ঞান বিরোধী জঙ্গিবাদী মানবতাবিরোধী জঙ্গিরা প্রচলিত সভ্যতার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রচলিত সভ্যতা এদেরকে বাক স্বাধীনতা দিয়ে রাখ ছে, কিন্তু একটা লিমিট আছে লিমিটের বাইরে গেলেই সভ্য জগত এদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে

১৭ ই মে, ২০২৪ রাত ১০:১২

লেখার খাতা বলেছেন: মানবতাবিরোধী জঙ্গিরা মূলত ধর্মব্যবসা করে।

৫| ১৭ ই মে, ২০২৪ সকাল ৯:১০

শার্দূল ২২ বলেছেন: পিনাকি সরকারের বিরোধ করে জামাতের আমীর বনে গেছে, তার কিছু হলে জামাত রাজপথ ছাড়বেনা।

১৭ ই মে, ২০২৪ রাত ১০:১৩

লেখার খাতা বলেছেন: ব্লগে ২/৪ জন পিনাকীর মুরিদ আছে। ওরা কি জামায়াত শিবির?

৬| ১৭ ই মে, ২০২৪ সকাল ৯:৫৭

রানার ব্লগ বলেছেন: ভারতীয় অপব্যাবহারের কারনে যদি বয়কটের ডাক কেউ দেয় সেটা ঠিক আছে। কিন্তু রাজনৈতিক ইচ্ছা চরিতার্থ করার প্রয়াসে সাধারন মানুষের ইমোশন কে জিম্মি করে কেউ যদি বলে বয়কট বয়কট তাহাদের খ্যাতায় আগুন।

১৭ ই মে, ২০২৪ রাত ১০:১৪

লেখার খাতা বলেছেন: হিন্দু বিদ্বেষ, পাকিস্তান প্রেম ও ধর্মব্যবসা ভালো না যাওয়ায় মূলত কারণ।

৭| ১৭ ই মে, ২০২৪ সকাল ১০:০৪

শ্রাবণধারা বলেছেন: আমি পিনাকী সাহেবের যে দু চারটি ক্লিপ দেখেছি তাতে আমার মনে হয়েছে যে লোকটি নিম্মবুদ্ধির ধর্মান্ধ জনগোষ্ঠির সাথে এক ধরনের খেলা খেলে। এটা অনেকটা গাধার বাচ্চাদের নাচিয়ে বেড়ানোর খেলা।

তাকে ব্যান-ট্যান করে গুরুত্ব বাড়িয়ে দেবার কোন প্রয়োজন দেখি না। নিম্মবুদ্ধির ধর্মান্ধ গাধারা নাচতে চাইলে নাচুক, আমি তার এইসব বিকৃত, ব্যঙ্গাত্মক কথাবার্তা ঢেকে রাখাকেই যথেষ্ট মনে করি।

১৭ ই মে, ২০২৪ রাত ১০:১৫

লেখার খাতা বলেছেন: গাধার বাচ্চা জামাত শিবিরের দালালদের এতটুকু বুঝার মত মগজ নেই।

৮| ১৭ ই মে, ২০২৪ সকাল ১০:২১

রাসেল বলেছেন: ভারতীয় জনগণও আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশিদের বয়কট করে।কিন্তু তারা ঘোষণা দিয়ে এটা করে না। ঘোষণা দিয়ে বয়কটের আড়ালে অন্য কিছু আছে।

১৭ ই মে, ২০২৪ রাত ১০:১৬

লেখার খাতা বলেছেন: ধর্মীয় ও রাজনৈতিক প্রতিহিংসা খুবই ঘৃণ্য।

৯| ১৭ ই মে, ২০২৪ দুপুর ১২:০৩

গেঁয়ো ভূত বলেছেন: পি-নাকী অত্যন্ত চমৎকার ভাবে সত্যের সাথে মিথ্যার মিশেল দিয়ে দেশের এক শ্রেণীর আধা-শিক্ষিত মানুষদের ভেড়া বানিয়ে ভালোই নাচাচ্ছে!

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন "তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না" (সুরা বাকারা : আয়াত ৪২), অথচ পি-নাকী ভক্তরা অধিকাংশই তথাকথিত মুসলিম।

১৭ ই মে, ২০২৪ রাত ১০:১৮

লেখার খাতা বলেছেন: ব্লগেও ২/৪ টা ছাগল আছে পিনাকীর মুরিদ। ভাবতে অবাক লাগে। এরা নাকি আবার আমাদের অন্যতম জনপ্রিয় একজন ব্লগারের প্রিয় ব্লগার! ভাবা যায়!

১০| ১৭ ই মে, ২০২৪ দুপুর ১:০২

নতুন বলেছেন: পিনাকী যত বার শেখ হাসিনার নাম জপে, ততবার সৃস্টিকর্তার জিকির করলে চ্যালচ্যালাইয়া বেহেস্তে চইলা যাইতো...

একটা ভিডিও বানিয়ে যদি মিলিওন ভিও পাওয়া যায় তবে এটা খুবই ভালো একটা ব্যবসা... ;)

১৭ ই মে, ২০২৪ রাত ১০:২০

লেখার খাতা বলেছেন: এরা আসলে হিংসুক। পেট ভর্তি হিংসা। ব্লগের অবস্থা দেখুন না, সোনাগাজীকে আক্রমণ করতে ব্লগে ৫৭৫ টি নিক রেজিষ্ট্রেশন করেছে পিনাকী পন্থী কয়েকজন।

১১| ১৭ ই মে, ২০২৪ বিকাল ৫:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পিনাকী বিম্পি-জামাতি এবং আওয়ামী বিরোধীদের নিয়ে নিজের ধান্দা করছে। বোকাচন্দ্ররা বোঝে না।

১৭ ই মে, ২০২৪ রাত ১০:২১

লেখার খাতা বলেছেন: জামাতি দের নাম যিনি ছাগু রেখেছেন তাকে এওয়ার্ড দেয়ার জোর দাবী জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.