নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি জামায়াত শিবির মুক্ত ব্লগ। আমার ব্লগে জামায়াত শিবির সম্পূর্ণ নিষিদ্ধ।
ব্লগে এখন কিছু লিখতে আতংকিত হতে হয়। মোল্লা গং, ইনিয়ে বিনিয়ে মোল্লা গং, বিম্পি ভেক ধরা মোল্লা গং এর সম্মিলিত সিন্ডিকেট আক্রমণ, নোংরা ব্যাক্তি আক্রমণ, পোস্টের শিরোনাম বিকৃত করে মোল্লাদের পোস্ট প্রসব, ব্যাক্তি আক্রমণ এর সুস্পষ্ট প্রমাণ দেয়ার পরও সোনাগাজী গোফরান রাজীব সহ মুক্তমনা আওয়ামী পন্থী ও এন্টি বিএনপি জামায়াত ব্যাতীত বিএনপি ভেক ধরা মোল্লা ধর্মান্ধদের ক্ষেত্রে মডারেশনের রহস্যজনক নীরব ভুমিকা, একটি সিন্ডিকেট এর সদস্যদের খবরদারি ও দাদাগিরী সব মিলিয়ে আতংকিত হওয়ায় স্বাভাবিক। যাই হোক এই পোস্ট মাননীয় সিন্ডিকেট সদস্যদের মন মতো না হলে জানাবেন। পোস্ট সরিয়ে নেয়া হবে।সিন্ডিকেট প্রধানের কাছে অনুরোধ নিকডা ব্যান না করিয়ে পোস্টটি সরিয়ে দেওয়াবেন।
শিরোনামে ফিরছি। ব্লগে বেশ কিছু মন্তব্যে বিশেষ করে ধর্মীয় পোস্টের মন্তব্যে এক শ্রেণীর এন্টি ইসলামিক ব্লগার ভণ্ড কাঠমোল্লাদের কৃত নোংরামি ও হাস্যকর কর্মকাণ্ডের দায়ভার মহান আল্লাহর উপর অকপটে চাপিয়ে দেন। যেমন এক মোল্লা পশু কোরবানি মানবিক না অমানবিক তাহা নিয়ে লিখতে গিয়ে গরু কর্তনে যাদের জ্বলে তাদের উদ্দেশ্যে বলেছেন কই ১লা বৈশাখ এ তো মজা কইরা ইলিশ খান। তখন পশু প্রেম কই যায়? দেখুন এদের যত ক্ষোভ কিন্তু ১লা বৈশাখের উপর। তিনি যদি উদাহরণ দিতে চাইতেনই, তাহলে পাঠা বলির উদহারন দিতে পারতেন। ইভেন প্রতিদিন প্রাণী হত্যা করা হচ্ছে সেগুলো ব্লতে পারতেন। কিন্তু না। তাদের মুল শত্রুতা বাঙালী ঐতিহ্য ও সাংস্কৃতির সাথে।তাই ঐ ১ লা বৈশাখ কেই টানতে হবে। আবার দেখা যায় - মোল্লারা শিশু বলৎকার করে। এই বিষয়েও অনেকে ইসলাম ধর্মের দিকে আংগুল তুলে। অথচ পুরুষ ধর্ষণ এর বিরুদ্ধে ইসলাম কড়া হুঁশিয়ারী দিয়েছে। লুত আ: এর স্ত্রী সহ পুরা সম্প্রদায়কে ধ্বংস করেছেন, গোটা একটা সুরা নাজিল হয়েছে। আবার মোল্লারা নারীদের জোর করে গৃহবন্দী করে রাখে। তাদের উপর বোরখা চাপিয়ে দিয়ে তাদের দাসীবাঁদী করে রাখে। অথচ ইসলামে নারীদের যথেষ্ট স্বাধীনতা ও সম্মান দেয়া হয়েছে। নারীর পায়ের নীচে জান্নাতকে স্থান দেয়া হয়েছে। ইসলামে আল্লাহ ও তাঁর রাসুল স: এর পর নারী(মা) এর স্থান।
এক কথায় ইসলাম একটি মানবিক ধর্ম। এর অনুসারী জঙ্গি জামায়াত শিবির হেফাজত ইসলাম ভন্ড পীর মাজার পন্থী এদের নোংরামি দিয়ে অনুগ্রহ করে ইসলামকে মূল্যায়ন করা বন্ধ করুন। আপনি কি একমত?
২২ শে জুন, ২০২৪ রাত ১০:৫২
লেখার খাতা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২০ শে জুন, ২০২৪ রাত ১০:৫০
কামাল১৮ বলেছেন: মোল্লাদের দ্বারা আক্রান্ত হওয়া ভালো।এতে প্রমান হয় আপনি ঠিক পথে আছেন।আক্রান্ত না হলে মোল্লা আর আপনার মধ্যে পার্থক্য থাকলো কোথায়।তবে ব্যক্তি আক্রমনে যাবেন না।তার আদর্শ নিয়ে কথা বলুন।যুক্তি দিয়ে প্রমান করতে চেষ্টা করুন মত ভুল।
২২ শে জুন, ২০২৪ রাত ১০:৫২
লেখার খাতা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ২০ শে জুন, ২০২৪ রাত ১১:৩৩
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
১. বর্তমানে যে ইসলাম ধর্ম দেখছেন তা কোরআনে বর্ণিত ইসলাম ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন নতুন একটি ধর্ম।
২. বর্তমানে প্রচলিত ইসলাম ধর্মে কোরআন থেকে বেছে বেছে কিছু বিধান নেয়া হয়েছে, আর বাকিগুলি নিজেদের মত করে সংযোজন করা হয়েছে।
৩. প্রধানত তিন পর্যায়ে এই সংযোজনের কাজ করা হয়েছে।
প্রথম সংযোজনের কাজ শুরু হয় উমাইয়া শাসন আমলে।
দ্বিতীয় সংযোজনের কাজ শুরু হয় বর্তমান সৌদি রাজ পরিবারের দ্বারা।
তৃতীয় সংযোজনের কাজ শুরু হয় মুসলিম ব্রাদার হুডের দ্বারা।
৪. কোরআনের শিক্ষার সাথে নিজস্ব ব্যাখ্যা, বিশ্লেষণ ইত্যাদি সংযোজন করায় কোরআনের মূল শিক্ষা থেকে সরে যাওয়ার পর প্রধান তিন পর্যায় ছাড়াও ফ্রি স্টাইলে ছোট ছোট অনেক সংযোজন হয়েছে।
৫. ইসলামকে জানতে এবং বুঝতে হলে কোরআনের মাধ্যমে জানতে এবং বুঝতে হবে।
৬. কোরানের বাইরে যে সব কথা তা ব্যক্তি বিশেষের নিজস্ব মতামত।
২২ শে জুন, ২০২৪ রাত ১০:৫২
লেখার খাতা বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।
৪| ২১ শে জুন, ২০২৪ সকাল ১১:৩৫
নতুন বলেছেন: আমাদের দেশের মোল্লারা ও এক সময় আমিশ জাতির মতন পরিচিত পাবে।
২২ শে জুন, ২০২৪ রাত ১০:৫৩
লেখার খাতা বলেছেন: তাইতো মনে হচ্ছে।
৫| ২২ শে জুন, ২০২৪ সকাল ১১:৫৯
কাঁউটাল বলেছেন: ছুঁচিল - ছাগাবাগি প্লাটফর্মের দুর্দিন কি ক্রমান্বয়ে বৃদ্ধি পাইতেছে ?
২২ শে জুন, ২০২৪ রাত ১১:২২
লেখার খাতা বলেছেন: হিব্রু ভাষায় মন্তব্য করলেন নাকি?
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০২৪ রাত ১০:৪৩
এম ডি মুসা বলেছেন: নিজে বাঁচুন পৃথিবীতে নিজেকে সুন্দর করুণ, মোল্লা কথায় আল্লাহ চলেনা ,, আল্লাহ তার নিজের হিসেব মত চলে।
নিজে বাঁচুন অন্যের সমালোচনা না করি। নিজে পরিস্কার থাকি তাতে অন্য জনে দেখে পরিস্কার হতে চেষ্টা করে।
তাই সবার আগে নিজের সমালোচনা করতে শিখুন। আমি তাই চেষ্টা করি। নিজ ভালো তার জগত ভালো