![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভূত সব খাবারের জন্য বিখ্যাত মেক্সিকোর ‘ডন চন’ রেস্তোরা। পর্যটকদের হরেক রকম মজাদার খাবার পরিবেশন করাই তাদের উদ্দেশ্য। এতে বেশ বৈচিত্রও থাকে। তাই পর্যটকরাও ভিন্ন স্বাদের খাবার খেতে একবার হলেও ঢু মারেন ‘ডন চন’-এ। ১৯২৪ সালে যাত্রা শুরু হলেও এখনো উদ্ভট খাবারের সুনাম ধরে রেখেছে রেস্তোরাটি।
যা কখনো অন্যরা কল্পনা করতে পারবে না এমন সব মেনু রাখা হয় ‘ডন চনের’ তালিকায়। যা শুনলে হয়তো অনেকের মুখের ভূগোল পরিবর্তন হয়ে যাবে। অথচ মশার ডিম, পিঁপড়ার ডিম, ফড়িং ও চিংড়ি দিয়ে তৈরি করা খাবারই মেক্সিকান পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। তবে এসবের মধ্যে মশরি ডিমের খাবারের একটু বেশি কদর।
সংবাদ মাধ্যম : ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম।
- See more at: Click This Linkমশার ডিমের হরেক খাবার
©somewhere in net ltd.