![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুল পড়ার অনেকগুলো কারণের মধ্যে রয়েছে বেশ কিছু বদভ্যাস। চুল পড়া দূর করতে আপনাকে এই বদভ্যাসগুলো দূর করতে হবে। তবে বদভ্যাসগুলো না জানলে দূর করবেন কিভাকে তাইতো? এ জন্যই যে বদভ্যাসগুলোর কারণে চুল পড়ে তা দেয়া হল আজকের এই প্রতিবেদনে-
গরম পানিতে গোসল: শীত প্রায় চলেই এল। আর এই শীতে ঠান্ডা থেকে বাঁচতে অনেক সহনীয়র চেয়ে বেশি গরম পানি দিয়ে চুল শ্যাম্পু করে। আর এই গরম পানি চুল ওঠার অন্যতম কারণ। তাই অতিরিক্ত গরম পানি দিয়ে চুল ধুবেন না।
©somewhere in net ltd.